Jan Aushadhi Kendra: সাধারণ মানুষের সুবিদার্থে একাধিক প্রকল্প এবং সুবিধা দিয়ে আসছে ভারত সরকার। এবার রেল যাত্রীদের জন্য দারুন উদ্যোগের ঘোষণা করলো কেন্দ্র সরকার। এবার থেকে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে কোনো যাত্রী যদি অসুস্থ হয়ে পড়েন তবে এই জরুরিকালীন অবস্থায় আর চিন্তার কারণ নেই। এবার সহজেই পৌঁছে যাবে ওষুধ। রেল যাত্রীদের সুবিধার্থে ভারতের বিভিন্ন রেল স্টেশনগুলোতে ন্যায্য মূল্যের ওষুধের ব্যবস্থা করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে জন ঔষধি।
Read More: জয়রামবাটি থেকে চলবে নতুন এক্সপ্রেস! ১৮ জুলাই উদ্বোধনে থাকতে পারেন প্রধানমন্ত্রী
বিভিন্ন স্টেশনে জন ঔষধি কেন্দ্রের ইতিমধ্যেই উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি। এবার পথে অসুস্থ হলে যাত্রীরা সহজেই সস্তায় ওষুধ পাবেন। রেলের তরফে জানানো হয়েছে এর মাধ্যমে যাত্রীদের সুলভে প্রয়োজনীয় ঔষধ পাওয়ার ব্যাপারে নিশ্চিত করা হবে।
Jan Aushadhi Kendra এর ফলে বিশেষ ভাবে উপকৃত হবেন যাত্রীরা! চলুন জেনে নিই:
১. এই প্রকল্পের ফলে রেল যাত্রী এবং স্থানীয়রাও ভ্রমণের সময় সস্তায় এবং সহজেই প্রয়োজনীয় ওষুধ পেতে সক্ষম হবেন এবং সাধারণ বাজার মূল্যের থেকে ৫০ থেকে ৯০ শতাংশ সস্তা হতে চলেছে ওষুধের মূল্য।
২. যাত্রার ক্ষেত্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এতদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হতো যাত্রীদের। এবার সমস্যার দিন কেটে সমাধান সামনে এসেছে। এবার স্টেশনেই তাৎক্ষণিক ওষুধ পাওয়া যাবে যাত্রীদের জন্য। এতে রেলের যাত্রার সময় যাত্রীদের আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাবে বলে আশাবাদী সকলে।
৩. প্রধানমন্ত্রীর ভারতীয় জন ঔষধি যোজনার লক্ষ্য রাখা হচ্ছে যাতে আরও বেশি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যায়। তাই সব ধরনের যাত্রীদের আর্থিক অবস্থার কথাও মাথায় রেখে এই প্রকল্পে ওষুধের উপর ৫০ থেকে ৯০ শতাংশের ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: Jio Rs 999 Plan: জিওর ধামাকা অফার, ৯৯৯ টাকার রিচার্জে দেবে তিন মাসের একাধিক সুবিধা জানুন বিশদে
Read More: Jagadhatri: কেন সৃষ্টি হলেন জগদ্ধাত্রী! জানুন, দেবীর আবির্ভাবের ইতিহাস





