নীনা গুপ্তার বিস্ফোরক মন্তব্য – আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই মনে করেন, ভালোবাসা মানেই নিঃস্বার্থ আবেগ, মন দেওয়া-নেওয়া। কিন্তু বাস্তব জীবনে দাঁড়িয়ে সেই তত্ত্ব কতটা টিকে থাকে? সংসার, সম্পর্ক—সবেতেই কোথাও না কোথাও জড়িয়ে থাকে কিছু ‘বদলে কিছু’ পাওয়ার হিসেবনিকেশ। কেউ তা মুখে বলেন না, কেউ আবার খোলাখুলি বলে ফেলেন। আর সেই দ্বিতীয় ধরনের মানুষদের দলে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনার স্পষ্ট বক্তব্য শুনে অনেকেই অবাক হয়েছেন, আবার অনেকেই বলছেন—”এটাই তো বাস্তবতা!” প্রেমের বদলে উপহারের (gifts) প্রতি তাঁর বেশি টান কেন, তা নিয়েই এখন চর্চা, বিতর্ক আর মজার ছলেই প্রচুর আলোচনা চলছে।
প্রেম মানেই তো শুধু কথা নয়! (Love vs Materialism)
অনেকের মতে, ভালোবাসা থাকলেই সেটা বোঝাতে হয় স্পষ্টভাবে। কিন্তু শুধুই ‘ভালোবাসি’ বললেই কি সম্পর্ক মজবুত হয়? নীনার মতে, একেবারেই নয়। একাধিকবার সম্পর্কের মধ্যে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রেম মানে শুধু আবেগ নয়, বরং তাতে উপহার (gifts in relationship), খেয়াল রাখা, ছোটখাটো চমক (surprises)—এসবও জরুরি। তিনি মনে করিয়ে দেন, অনুভূতির পাশাপাশি দৃশ্যমান কিছু দেওয়াও সম্পর্কের গভীরতা বোঝাতে সাহায্য করে। ভালোবাসা কেবল মুখের কথা নয়—তা প্রমাণ করতে হয় কর্মে, আচরণে, এবং উপহারে।

“ভালোবাসা মানে কী? বাজে কথা!”— খোলাখুলি মন্তব্য নীনা গুপ্তার (Neena Gupta on Love)
এক সাক্ষাৎকারে নীনা বলেন, “আমি উপহার পেতে ভালোবাসি, প্রেমের চেয়ে অনেক বেশি। প্রেম মানে কী? বাজে কথা! আমি একেবারে বাস্তববাদী, একটু বেশি বস্তুবাদীও।” তাঁর এই উক্তিতে হিন্দি কিংবা ইংরেজির রঙ নেই, শুধুই বাস্তব জীবনের সোজাসাপটা কথা। তিনি আরও জানান, একবার এক বন্ধুর সঙ্গে কথোপকথনের সময় যখন তিনি নিজের দাম্পত্য জীবনের কিছু অপূর্ণতা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন, তখন বন্ধু তাঁকে পরামর্শ দিয়েছিলেন, “ভালোবাসা মানে শুধু কথা নয়, তাতে সম্পত্তি, গয়না, জামাকাপড়—সবকিছুই থাকে। শুধু মুখে মুখে বললেই তো হবে না, কিছু দিতে হবে। অন্তত জন্মদিনে একটা শাড়ি তো আশা করাই যায়।”
Read More: Sai Tamhankar Hot : ৩৯-তম জন্মদিনে নেট দুনিয়ায় ভাইরাল সাই তামহঙ্করের বোল্ড বিকিনি ছবি
আবেগ নয়, কিছু প্রমাণ থাকুক প্রেমে— মত নীনা গুপ্তার (Proof of Love)
নীনার বক্তব্য অনুযায়ী, যদি কেউ সত্যিই ভালোবাসে, তাহলে সেটা শুধু অনুভূতিতে আটকে থাকলে চলবে না। কিছু বাস্তব প্রমাণও থাকতে হবে—সেটাই সঠিক ভালোবাসার বহিঃপ্রকাশ। উপহার, যত্ন, সময়—এসবই সেই ভালোবাসার অঙ্গ। এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলছে চরম আলোচনা। অনেকেই এই মন্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ কেউ একে মজার ছলে দেখছেন। কেউ লিখেছেন, “নীনা ম্যামের মতো স্পষ্ট কথা আর কেউ বলেন না।” আবার কেউ বলেছেন, “এটাই হল বাস্তববাদী প্রেম (practical love)।”
কাজেও দারুণ ব্যস্ত নীনা গুপ্তা, নতুন সিনেমা ও সিরিজে ফের চমক (Neena Upcoming Projects)
বর্তমানে নীনা গুপ্তা বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মেট্রো… ইন দিনো’ (Metro In Dino)। অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে রয়েছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফাতিমা সানা শেখ, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেন শর্মা এবং স্বয়ং নীনা গুপ্তা। এই সিনেমাটি শহর জীবনের চারটি সম্পর্ককে কেন্দ্র করে তৈরি—যেখানে দেখা যাবে তরুণ, মধ্যবয়সী এবং প্রবীণ প্রেমের বিভিন্ন রূপ। ছবিটি মুক্তি পাবে ৪ জুলাই। পাশাপাশি, ‘পঞ্চায়েত’ (Panchayat Season 4)-এর চতুর্থ সিজনে তিনি আবার ফিরেছেন জনপ্রিয় চরিত্র ‘মানজু দেবী’ অর্থাৎ ‘প্রধানজী’র ভূমিকায়।
Read More: Arjun Kapoor : জন্মদিনে ফিরে দেখা অর্জুন কপূরের সেরা পাঁচ চরিত্র! একাধিক ছবিতে বাজিমাত অভিনেতার!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |