New Auto Bus Route In Kolkata: বাস, ট্রামের ভিড় এড়াতে স্কুল কলেজ বা অফিসে যাতায়াতের জন্য অনেকেই অটো বেছে নেন। কিন্তু পর্যাপ্ত অটোর অভাবে প্রতিদিনই বিভিন্ন রুটে সাধারণ মানুষদের সমস্যায় পড়তে হয়। আর ঠেলতে হবে না বাস, ট্রামের ভিড়; কলকাতায় নতুন অটো ও বাস রুটের (New Auto Bus Route) সূচনা সরকারের। তবে এবার এই সমস্যা দূর করতে সরকারের তরফে একগুচ্ছ অটো পরিষেবা (New Auto Route) চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।
দীর্ঘদিন এই সকল রুটে অটো পরিষেবা চালু করার জন্য আর্জি জানিয়েছিলেন সাধারণ মানুষ। অবশেষে সাধারণ মানুষের সেই দাবিকে মান্যতা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন সকলেই ভাবছেন কোন কোন রুটে অটো পরিষেবা (New Auto-Bus Route) চালু করা হয়েছে? আজকের প্রতিবেদনে রইল সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য।
একাধিক নতুন অটোর রুট চালু সরকারে (New Auto Bus Route In The Kolkata City):
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাৎক্ষণিকভাবে কলকাতা আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের বা আরটিএ-র অধীনে একসঙ্গে ছয়টি অতিরিক্ত অটো-রিকশা রুট ঘোষণা করা হয়েছে। এখন সকলেই ভাবছেন কোন কোন রুটে অটো পরিষেবা চালু করা হয়েছে?
এই বিষয়ে জানা গিয়েছে, দুর্গানগর স্টেশন থেকে মাঝেরহাট (৩৪টি পারমিট), গোরুহাট থেকে গোরাবাজার ভায়া রথতলা ক্যান্টনমেন্ট (১১৫টি পারমিট), গোরুভাঙ্গা (নওদাপাড়া) থেকে ঘোষাল ভবন (১৫টি পারমিট), সোদপুর স্টেশন থেকে মধ্যমগ্রাম স্টেশন (২০৪টি পারমিট), দমদম স্টেশন থেকে নাগেরবাজার (৩০০টি পারমিট), এবং বিটি রোড থেকে সাজিরহাট (১৩০টি পারমিট) পর্যন্ত নতুন অটো পরিষেবা চালী করা হয়েছে সরকারের তরফে।
অটোর পাশাপাশি চালু হচ্ছে নতুন বাস পরিষেবা (New Bus Route In The Kolkata City):
শুধু অটো নয়, বেশ কিছু রুটে বাস পরিষেবাও ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। জানা গিয়েছে, রামরাজতলা এবং রাজাবাজারের মধ্যে মিনি-বাস পরিষেবা বন্ধ করে BSVI অনুসারী বাস রুট HB-9 অনুমোদন করেছে সরকার।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এই রুটটি নতুন রাস্তা, হাওড়া ময়দান, হাওড়া রেলওয়ে স্টেশন, হাওড়া ব্রিজ এবং এমজি রোড হয়ে যাতায়াত করবে। মোট ১৫টি পারমিট অনুমোদিত হয়েছে, যার মধ্যে ৩টি ইভির জন্য সংরক্ষিত, বাকি ১২টির জন্য বৈদ্যুতিক/সিএনজি যানবাহনকে অগ্রাধিকার দেবে সরকার (New Auto Bus Route)।
Read More: বজরংবলীর আশীর্বাদে ভাগ্যের চাকা ঘুরবে আজ ৩ রাশির! আজকের রাশিফল, ২৪ জুন
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |