ভারতের সুরাপ্রেমীদের জন্য রইলো দারুণ সুখবর! এবার থেকে জলের দরে বিক্রি হবে স্কচ উইস্কি!

কলকাতা: এবারে সুরা প্রেমীদের জন্য রইলো বড়সড় সংবাদ। সম্প্রতি জানা গিয়েছে, ভারত এবং ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। এর ফলে ভারত থেকে ব্রিটেনে রফতানিকৃত বেশকিছু পণ্যের উপর কমবে শুল্ক। আর ঠিক একইভাবে ব্রিটেনের পণ্যও ভারতে আমদানি করা হলে শুল্ক কমবে অথবা ‘০’ হবে। ব্রিটেন থেকে আমাদের দেশ ভারতে ...

Updated on:

Scotch Whisky

কলকাতা: এবারে সুরা প্রেমীদের জন্য রইলো বড়সড় সংবাদ। সম্প্রতি জানা গিয়েছে, ভারত এবং ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। এর ফলে ভারত থেকে ব্রিটেনে রফতানিকৃত বেশকিছু পণ্যের উপর কমবে শুল্ক। আর ঠিক একইভাবে ব্রিটেনের পণ্যও ভারতে আমদানি করা হলে শুল্ক কমবে অথবা ‘০’ হবে। ব্রিটেন থেকে আমাদের দেশ ভারতে আমদানিকৃত একাধিক পণ্য এবার থেকে খুবই সস্তায় মিলবে। এর মধ্যে পোশাক, জুতো, চামড়ার জিনিসপত্র থেকে স্কচ এবং হুইস্কিও (Scotch Whisky) রয়েছে।

তাই এটা সমস্ত সুরা প্রেমীদের কাছে বিরাট বড় সুখবর। ভারতের জনপ্রিয় ওয়াইনগুলির মধ্যে অন্যতম হলো এই স্কচ হুইস্কি। আর এই সুরা তৈরি হয় সুদূর স্কটল্যান্ডে। এই স্কচ হুইস্কির মধ্যেও নানান ধরন রয়েছে। এর মধ্যে আছে সিঙ্গেল মল্ট স্কচ, সিঙ্গেল গ্রেইন স্কচ, ব্লেন্ডেড স্কচ, ব্লেন্ডেড গ্রেইন এবং ব্লেন্ডেড মল্ট ইত্যাদি। আর এগুলো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হয়ে থাকে।

জেনে নিন কত দাম কমবে স্কচ উইস্কির

এই চুক্তির পর ব্রিটেনের স্কচ হুইস্কি সংস্থাগুলির অনেক লাভ কারণ, বিশ্বের বৃহত্তম হুইস্কিপ্রেমীদের বাজার ভারত। আর এই মুক্ত বাণিজ্য চুক্তির হওয়ার পরে সকল স্কচ উইস্কির (Scotch Whisky) দাম কমবে। দাম কমার ফলে বাজারে এগুলির বিক্রি বাড়ার সম্ভাবনা থাকছে। ২০২৪ সালে ভারতে হুইস্কির বাজার ৩০ বিলিয়ন ডলার। এর মধ্যে স্কচ বিকিয়েছে মাত্র ২ থেকে ৩ শতাংশ। এবার তা বেড়ে ৫ থেকে ৭ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই চুক্তির ফলে গয়না-সহ একাধিক জিনিস সস্তা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু তেমনি কৃষি পণ্য, গাড়ি এবং বাইকের মতো অটো এবং ইস্পাত পণ্য ব্যয়বহুল হতে পারে। ভারত বর্তমানে ব্রিটেন থেকে আমদানিকৃত স্কচ হুইস্কির (Scotch Whisky) উপর ১৫০% শুল্ক দিতে হয়। কিন্তু দুই দেশের এই মুক্তি চুক্তির পর তা কমে হতে পারে ৭৫ শতাংশ। আগামী ১০ বছরে আরও কমে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

অবশ্যই দেখবেন: সিনেমা প্রেমীদের জন্য সুখবর! রাজ্যে তৈরি হবে একশো সিনেমা হল, মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা

অনুমান, শুল্ক হার ৩০ থেকে ৫০% কমতে পারে। উদাহরণ- বর্তমানে, জনি ওয়াকার ব্ল্যাক লেবেলের ৭৫০ মিলি বোতল ভারতে প্রায় ৪,০০০-৫,০০০ টাকায় বিক্রি হয়। যা নেমে আসতে পারে ২৫০০ থেকে ৩,০০০ টাকায়। মুক্ত বাণিজ্য চুক্তির ফলে বেশি লাভবান হবে ভারত।

অবশ্যই দেখবেন: নিম্নচাপ কাটলেও তাণ্ডব অব্যাহত! আগামী সপ্তাহে বজ্র-সহ বৃষ্টিতে কাঁপবে এই জেলাগুলি

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon