নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য এখনও বহু মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। কিন্তু প্রায়শই অভিযোগ ওঠে চাল চুরি বা কালোবাজারির মতো গুরুতর সমস্যার। সাধারণ মানুষের হাতে পৌঁছনোর আগেই অনেক সময় খাবার মজুত হয়ে যায় অসাধুদের গুদামে। ফলত, গরিবের ঝোলায় পড়ে না সরকারি সুবিধা। এই পরিস্থিতিতে নতুন করে আস্থা ফেরানোর এক বড় চেষ্টায় নামল প্রশাসন।
এক ক্লিকে পরিষেবা, শেষ হবে হয়রানি (End to Corruption and Hassle-Free Ration Access, Ration Card)
সরকারি দপ্তরে ঘুরে ঘুরে একেকটি ফর্ম পূরণ করা, নাম সংশোধনের জন্য দিনের পর দিন অপেক্ষা, বা রেশন ডিলারের সঙ্গে বিবাদ—এ সবই এক সাধারণ নাগরিকের অভিজ্ঞতা। কিন্তু যদি এমন কোনও প্রযুক্তি আসত, যেখানে সমস্ত কিছুর সমাধান এক ক্লিকে পাওয়া যেত? কোনও ঝঞ্ঝাট নেই, নেই কাগজপত্রের বোঝা—এমনই সুবিধা নিয়ে আসছে ‘স্মার্ট রেশন কার্ড’ (Smart Ration Card)।
ডিজিটাল পদক্ষেপে নতুন দিগন্ত (Digital Reform in Ration Distribution, Ration Card)
জম্মু ও কাশ্মীর সরকার ঘোষণা করেছে, তারা রাজ্যের ২৫.৬১ লক্ষ রেশন কার্ডধারীর জন্য ‘স্মার্ট রেশন কার্ড’ চালু করতে চলেছে। এই কার্ডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে রেশন বিতরণ হবে, যেখানে থাকছে আধার-ভিত্তিক প্রমাণীকরণ (Aadhaar-based Authentication) এবং অনলাইন ডেটা আপডেটের সুযোগ। রাজ্য খাদ্য বিভাগের ডিরেক্টর রিফাত কোহলি জানিয়েছেন, তথ্য সংগ্রহের কাজ জোরকদমে চলছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরো কাজ সম্পূর্ণ হবে বলে আশা।
আরও স্বচ্ছতা ও সুবিধা পাবে জনতা (Transparency and Ease in Ration Services, Ration Card)
সরকারি সূত্রে খবর, এই স্মার্ট কার্ডের (Smart Card Integration) মাধ্যমে এক ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে রেশন সংক্রান্ত সমস্ত পরিষেবা। ব্যবহারকারী নিজের তথ্য নিজেই আপডেট করতে পারবেন, রেশন ডিপোর পরিবর্তন করতে পারবেন, এমনকি কোনও সমস্যায় সরাসরি অভিযোগও জানাতে পারবেন। সবটাই হবে মোবাইল অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে। এতে যেমন প্রশাসনিক খরচ কমবে, তেমনই কমবে মানুষের হয়রানিও।
কবে আসছে স্মার্ট রেশন কার্ড? (Smart Ration Card Launch Date & Future Impact, Ration Card)
জম্মু ও কাশ্মীরের খাদ্য দফতর বর্তমানে ১.০২ কোটি মানুষকে রেশন পরিষেবা দেয়। এদের মধ্যে ২৫ লক্ষের বেশি রেশন কার্ডধারীকে নিয়ে আসা হচ্ছে নতুন স্মার্ট কার্ড ব্যবস্থার আওতায়। ইতিমধ্যেই বহু ন্যায্য মূল্যের দোকানে (Fair Price Shops) ই-পিডিএস (e-PDS) এবং বায়োমেট্রিক প্রমাণীকরণ সফলভাবে চালু হয়েছে। সেই ধারাবাহিকতায় স্মার্ট কার্ড বিতরণও দ্রুত শুরু হবে বলে আশা। যদিও আনুষ্ঠানিক লঞ্চের দিন এখনও জানানো হয়নি, প্রশাসনের দাবি, ডেটা ইন্টিগ্রেশন শেষ হওয়ার পরেই শুরু হবে বিতরণ প্রক্রিয়া। আর তার ফলেই ভবিষ্যতে লাখো মানুষ পাবেন প্রকৃত সুবিধা, বন্ধ হবে দুর্নীতি, চাল চুরি ও কালোবাজারির (Ration Theft & Black Marketing) মতো ঘৃণ্য কাজ।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |