নতুন চেহারায় ১০০ ও ২০০ টাকার নোট! পুরনোগুলোর কী হবে? জেনে নিন RBI-র বড় সিদ্ধান্ত!

ডিজিটালের যুগে দাঁড়িয়ে অনেকেই ভাবছেন, নগদের দিন বুঝি শেষ। বাজারে ফোনে পেমেন্টই এখন স্বাভাবিক, হাটে-বাজারে বা বড় শপিংমলেও মোবাইল স্ক্যান করে লেনদেন হচ্ছে। অথচ প্রশ্ন থেকেই যায়—সবাই কি এই ডিজিটাল ব্যবস্থায় স্বচ্ছন্দ? বিশেষত গ্রামীণ ভারত ও বয়স্কদের ক্ষেত্রে এখনো নগদ লেনদেনই ভরসা। আর সেই কারণেই নগদ নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ...

Updated on:

নতুন চেহারায় ১০০ ও ২০০ টাকার নোট! পুরনোগুলোর কী হবে? জেনে নিন RBI-র বড় সিদ্ধান্ত!

ডিজিটালের যুগে দাঁড়িয়ে অনেকেই ভাবছেন, নগদের দিন বুঝি শেষ। বাজারে ফোনে পেমেন্টই এখন স্বাভাবিক, হাটে-বাজারে বা বড় শপিংমলেও মোবাইল স্ক্যান করে লেনদেন হচ্ছে। অথচ প্রশ্ন থেকেই যায়—সবাই কি এই ডিজিটাল ব্যবস্থায় স্বচ্ছন্দ? বিশেষত গ্রামীণ ভারত ও বয়স্কদের ক্ষেত্রে এখনো নগদ লেনদেনই ভরসা। আর সেই কারণেই নগদ নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক এখনও নানা সিদ্ধান্ত নিচ্ছে, যা জনজীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডিজিটাল দাপট, কিন্তু নগদের জনপ্রিয়তা অটুট (Digital vs Cash Transactions)

ডিজিটাল লেনদেন (Digital Transaction) যেমন বেড়েছে, তেমনই বেড়েছে নগদের চলাচলও (Cash Circulation)। ২০১৭ সালের মার্চে নগদ লেনদেন যেখানে ছিল ১৩.৩৫ লক্ষ কোটি টাকা, তা ২০২৪ সালের মার্চে বেড়ে দাঁড়িয়েছে ৩৫.১৫ লক্ষ কোটি টাকায়। বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসা এবং মানুষের সুরক্ষা সংক্রান্ত মানসিকতা এখনো নগদের প্রয়োজনীয়তা অনুভব করাচ্ছে। একইসঙ্গে, UPI-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনও ২০২০-র ২.০৬ লক্ষ কোটি টাকা থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে ১৮.০৭ লক্ষ কোটিতে। অর্থাৎ দু’ধরনের ব্যবস্থাই সমানভাবে বিস্তৃত হচ্ছে ভারতে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আসছে নতুন নোট, কিন্তু গুজবে নয় ভরসায় থাকুন (RBI New Currency Update)

এমন এক প্রেক্ষাপটে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জানিয়েছে, খুব শীঘ্রই বাজারে আসছে নতুন ১০০ ও ২০০ টাকার নোট (New 100 and 200 Rupee Note)। যদিও ডিজাইনে বিশেষ পরিবর্তন নেই, তবে থাকবে বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার (Sanjay Malhotra) স্বাক্ষর। এই পরিবর্তন একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া, কারণ প্রত্যেক নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর তাঁর স্বাক্ষরযুক্ত নতুন নোট বাজারে আনা হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Read More: মিস্টার ইন্ডিয়া’ নয়, এই জনপ্রিয় ছবিগুলোতেও ছিল আফতাবের ছোটবেলার ম্যাজিক!

পুরনো নোট নিয়ে বিভ্রান্তি নয়! (Old Notes Validity Clarification)

নতুন নোটের খবর সামনে আসতেই শুরু হয়েছে নানা রকম গুজব। কেউ বলছেন পুরনো নোট বাতিল হতে চলেছে, কেউ আবার ব্যাঙ্কে বদলাতে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন। তবে RBI স্পষ্ট জানিয়েছে—পুরনো ১০০ ও ২০০ টাকার নোট একেবারেই বৈধ (Old Notes Valid Legal Tender)। সেগুলি যেমন আগেও ছিল, তেমনই ভবিষ্যতেও ব্যবহার করা যাবে। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।

ডিজাইন সেই একই, শুধু স্বাক্ষর নতুন নতুন নোটে (Final Verdict: Same Design New Signature)

সব মিলিয়ে বলা যায়—নতুন নোট (New Notes Launch) আসছে ঠিকই, তবে ডিজাইন বা বৈধতার কোনও বড় রদবদল নয়। কেবলমাত্র গভর্নরের স্বাক্ষর বদলেই এই নোট ছাড়া হচ্ছে। পুরনো ১০০ ও ২০০ টাকার নোটের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কিছু নেই। ডিজিটাল হোক বা নগদ, দুই ব্যবস্থাই চলবে সমানতালে। তাই বিভ্রান্ত না হয়ে আর্থিক সচেতনতা বজায় রাখাই এই মুহূর্তে আমাদের একমাত্র দায়িত্ব।

Read More: Lakhsmi Bhandar এর টাকায় বসলো সিসিটিভি, রাতের ভয়ে এবার কাঁপছে না সোনারপুর!

10 rs new note10 rs new note bundle10 rs new note bundle buy online100 rs new note2 thousand new note20 rs new note200 2000 new note200 ka new note200 ka new note kaisa hai200 ka note new200 ka note new photo200 new note200 new note 2025200 new note image200 note image new200 note new200 rs new note200 rupee new note200 rupee note new200 rupees new note image2000 and 200 new notes2000 note new200ka new note5 rupee note new5 rupees new note5 rupees note new50 rupees new notedeath note light up the new worlddeath note new generationgarena free fire new update patch noteshappy new year noteshow to get new currency notes from rbihow to get new note bundle from rbiinstagram new feature note ideasnew 1 rupee notenew 10 rupee notenew 10 rupee note bundlenew 100 dollar notenew 100 rupee notenew 20 rs notenew 20 rupee notenew 200 and 2000 notesnew 200 and 2000 notes newsnew 200 ka notenew 200 note imagenew 200 note picturenew 200 rs notenew 200 rs note in indianew 200 rupee notenew 200 rupee note 2025new 200 rupee note backside image namenew 200 rupee note colournew 200 rupee note imagenew 200 rupee note with ramnew 2000 rupee notenew 200rs notenew 5 rs notenew 5 rupee notenew 50 rupee notenew currency notesnew currency notes in india 2022new empires and kingdoms class 6 notesnew hundred rs notenew hundred rupees notenew indian 10 rupee notenew indian currency notesnew indian currency notes 2025new indian currency notes pdfnew kings and kingdoms class 7 notesnew notenew note 20 rupeesnew note 200new note 200 ka 2025new note 2025new note of 100new note of indianew note of rs 5new notes in indianew one rupee notenew questions and ideas class 6 notesnew redmi note 13 5g price in indianew ten rupee notenew us dollar notesnew year instagram notesnew year notesold and new 200 rupee noteoman new currency notes 100one thousand new noterbi new currency notesrbi new notesredmi note 13 5g new launchredmi note 13 5g new launch price in indiaredmi note 13 new launchredmi note new modelredmi note new phoners 200 new notewelcome note for students for new academic year