Ekchokho.com 🇮🇳

বাড়িতে বসেই এবার থেকে মিলবে নতুন LPG সংযোগ! জানুন কিভাবে?

New LPG Gas Connection: ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে আজও বহু মানুষের ঘরে এলপিজি গ্যাসের সংযোগ নেই। তবে যারা এলপিজি গ্যাসের সংযোগ নতুন করে নিতে চাইছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ। কারণ এবার বাড়িতে বসে অফলাইন বা অনলাইন পদ্ধতিতে গ্রাহকরা এই গ্যাসের সংযোগ (New LPG Gas Connection) পেয়ে যাবেন। আজকের প্রতিবেদনে ...

Published on:

LPG

New LPG Gas Connection: ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে আজও বহু মানুষের ঘরে এলপিজি গ্যাসের সংযোগ নেই। তবে যারা এলপিজি গ্যাসের সংযোগ নতুন করে নিতে চাইছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ। কারণ এবার বাড়িতে বসে অফলাইন বা অনলাইন পদ্ধতিতে গ্রাহকরা এই গ্যাসের সংযোগ (New LPG Gas Connection) পেয়ে যাবেন। আজকের প্রতিবেদনে জেনে নিন কিভাবে আবেদন করবেন এবং কিভাবেই না নতুন গ্যাসের সংযোগ পাবেন।

জেনে নিন, নতুন এলপিজি সংযোগ (LPG Gas Connection) নিতে কোন কোন ডকুমেন্ট লাগবে?

  • গ্রাহকদের নতুন এলপিজি সংযোগ নেওয়ার জন্য নিম্নোক্ত কিছু ডকুমেন্ট প্রয়োজন। যেমন-
  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে।
  • বাসস্থানের প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড, আধার কার্ড, বিদ্যুতের বিল বা টেলিফোন বিল জমা করতে হবে।
  • ব্যাংকের পাসবুকের জেরক্স।
  • তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার জমা দিতে হবে।
  • যদি ভাড়াটে হয়ে থাকেন তবে সেই ভাড়ার চুক্তিপত্র জমা করা আবশ্যক।

অনলাইন আবেদন পদ্ধতি:

  1. নতুন এলপিজি সংযোগ নেওয়ার জন্য গ্রাহকরা অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত কিছু ধাপ অনুসরণ করতে হবে।
  2. প্রথমে যে গ্যাস কোম্পানির সংযোগ নিতে চান, সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে
  3. নতুন আবেদনকারী হিসাবে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  4. রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন হলে ফোনে লগ-ইন ডিটেইলস এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে।
  5. লগ-ইন করার পর “New Domestic LPG Connection” লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  6. প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করার পর আবেদনের স্ট্যাটাস খুব সহজে ওয়েবসাইট থেকে ট্র্যাক করতে পারবেন গ্রাহকরা।
  7. আবেদন গৃহীত হয়ে গেলে ইমেইল বা মোবাইলের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে এবং সিকিউরিটি ডিপোজিট করতে বলা হবে।
  8. এরপর থেকে গ্রাহকরা বছরে ১২টি সাবসিডিযুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন।

জেনে নিন, অফলাইন আবেদন পদ্ধতি:

অফলাইন আবেদনের ক্ষেত্রে গ্রাহকরা তাদের নিকটবর্তী কোনো গ্যাস ডিলারের কাছে গিয়ে নতুন এলপিজি সংযোগের জন্য আবেদন করতে পারবেন। সেখানে গিয়ে একটি আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করতে হবে এবং সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে সেখানে জমা দিতে হবে। আবেদন গৃহীত হলে নির্দিষ্ট সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে। এরপরই নির্দিষ্ট নামে গ্যাস সংযোগ চালু হয়ে যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানুন, নতুন LPG সংযোগে কত টাকা লাগবে ?

গ্যাস কোম্পানি অনুযায়ী আবেদন ফি সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে। যেমন জানা যাচ্ছে, ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে ২২০০ টাকা, এইচপি গ্যাসের ক্ষেত্রে ২৯০০ টাকা এবং ভারত গ্যাসের ক্ষেত্রে ১৪৫০ টাকা জমা দিতে হবে গ্রাহকদের। তবে এক্ষেত্রে উত্তর-পূর্ব ভারতের জন্য টাকা কিছুটা কম লাগে। এই টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে নেওয়া হয় এবং সংযোগ বাতিল করলে টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার রিটার্ন করে দেওয়া হয়।আরও আপডেট ও সরকারি স্কিমের তথ্য পেতে আমাদের Tollywood Online নিয়মিত ভিজিট করুন!

অবশ্যই দেখবেন: এতদিনে মিলল সুখবর! এলপিজি সিলিন্ডারে ₹২৭৫ টাকা ছাড় – মাত্র একটা কাজ করলেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে