New Ration Card From June: রেশন কার্ডধারীদের (Ration Card Holder) জন্য রয়েছে বড় সুখবর। বিপুল সংখ্যক রেশন কার্ডহোল্ডারদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এক নয়া চমক এনেছে। জানা যাচ্ছে, আগামী জুন মাস থেকে নতুন রেশন কার্ড (Ration Card) হাতে পেতে চলেছেন গ্রাহকরা। গ্রাহকদের কাছে রেশন কার্ডকে আরও আধুনিকীকরণ করে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
জুন মাস থেকেই মিলবে নয়া রেশন কার্ড!
রেশন কার্ডের (Ration Card) সমস্যা নিয়ে মাঝেমধ্যেই গ্রাহকদের কম বেশি ভুগতে হয়। অনেক সময় রেশন ডিলারদের বিরুদ্ধে খাদ্যশস্য কারচুপির অভিযোগ ওঠে। এবার এই সকল সমস্যা নির্মূল করতে নয়া রেশন কার্ডের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে পশ্চিমবঙ্গে নয় এই নয়া রেশন কার্ড চালু হতে চলেছে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। রবিবার অন্ধ্রপ্রদেশের বেসামরিক সরবরাহ, খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী নাদেন্ডলা মনোহর জানিয়েছেন রেশন সামগ্রীর দ্রুত বণ্টন, এবং রেশন ব্যবস্থাকে নির্ভুল করতে আগামী জুন মাস থেকে নয়া স্মার্ট রেশন কার্ড চালু করতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার।
নতুন কার্ডে মিলবে একাধিক সুবিধা:
নয়া স্মার্ট রেশন কার্ড (Smart Ration Card) চালু হওয়ার কথা প্রকাশ্যে আসতেই সকলের মনে প্রশ্ন আসছে কী পার্থক্য থাকবে পুরাতন এবং নতুন রেশন কার্ডের মধ্যে! আর সেই প্রসঙ্গেই নাদেন্ডলা মনোহর জানিয়েছেন, এই নয়া স্মার্ট রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকদের একাধিক সমস্যা সমাধান করা যাবে অর্থাৎ যে সকল গ্রাহক প্রথমবারের মতো নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন বা যাঁরা পুরনো কার্ডে নতুন সদস্য যোগ করতে চাইছেন অথবা ঠিকানা পরিবর্তন করতে চাইছেন তাঁরা সকলে এই সব কাজ অনায়াসে করে ফেলতে পারবেন। এছাড়া ইতিমধ্যে যে সকল গ্রাহক ‘KYC’ প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। তাঁদের স্মার্ট কার্ড তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে।
কারচুপি থেকে রেহাই পাবেন গ্রাহকরা:
জানা গিয়েছে ইতিমধ্যে গ্রাহকরা রেশন কার্ডের এই পরিবর্তন শুরু করে দিয়েছে। গত ৭ই মে থেকে এই কার্ডের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশ সরকার আবেদনের সময় দিয়েছে মাত্র এক মাস। জুন মাস থেকেই এই স্মার্ট রেশন কার্ডগুলি বিতরণ করা শুরু হবে। আগত এই নয়া স্মার্ট রেশন কার্ডে থাকবে QR কোডও।
সূত্র মারফত জানা গিয়েছে, স্মার্ট রেশন কার্ডের QR কোডের মাধ্যমেই গত ৬ মাসের রেশন সামগ্রী নিয়ে বিস্তারিত বিবরণ মিলবে। ফলস্বরূপ কারচুপির কোনো প্রসঙ্গ থাকবে না। অন্যদিকে স্মার্ট কার্ডগুলিতে পরিবারের সকল সদস্যের নাম স্পষ্টভাবে মুদ্রিত থাকবে এবং আগামী ১৫ই মে থেকে, এই সমস্ত পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অ্যাক্সেসযোগ্য করা হবে। ৯৫৫২৩ ০০০৯ নম্বরে “হ্যালো” মেসেজ পাঠালেই গ্রাহক তাঁর পরিষেবা পেয়ে যাবেন।
নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।
অবশ্যই দেখবেন: রেশন নিয়ে বড় সিদ্ধান্ত! এবার বন্ধও হতে পারে রেশন, দিতে হতে পারে মোটা জরিমানা!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |