Ekchokho.com 🇮🇳

রান্নার গ্যাস ছাড়াই দিন কাটছে? এক ক্লিকেই মিলে যাবে LPG সংযোগ, কিন্তু কিভাবে! জানুন বিস্তারিত!

জুই নাগ, কলকাতা: আজকের ব্যস্ত জীবনে রান্নার গ্যাস ছাড়া একদিনও যেন কল্পনা করা যায় না। কিন্তু অনেকেই আছেন যাঁদের এখনো নিজস্ব এলপিজি (LPG) গ্যাস সংযোগ নেই। কখনও বাসস্থান বদলের কারণে আবার কখনও নতুনভাবে গৃহস্থালি শুরু করার সময় গ্যাস সংযোগের প্রয়োজন হয়। আর তখনই শুরু হয় সমস্যার পাহাড়—অফিসে ঘোরা, কাগজপত্র জোগাড়, ...

Published on:

LPG

জুই নাগ, কলকাতা: আজকের ব্যস্ত জীবনে রান্নার গ্যাস ছাড়া একদিনও যেন কল্পনা করা যায় না। কিন্তু অনেকেই আছেন যাঁদের এখনো নিজস্ব এলপিজি (LPG) গ্যাস সংযোগ নেই। কখনও বাসস্থান বদলের কারণে আবার কখনও নতুনভাবে গৃহস্থালি শুরু করার সময় গ্যাস সংযোগের প্রয়োজন হয়। আর তখনই শুরু হয় সমস্যার পাহাড়—অফিসে ঘোরা, কাগজপত্র জোগাড়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ইত্যাদি।

অনলাইনেই মিটবে ঝামেলা, বাড়ি বসেই আবেদন (Online LPG Connection Apply)

ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাঁড়িয়ে এখন আর এই সমস্যায় পড়তে হবে না। এখন আপনি বাড়িতে বসেই এক ক্লিকে পেতে পারেন নতুন এলপিজি গ্যাস সংযোগ। শুধু আপনার মোবাইল বা ল্যাপটপ থাকলেই চলবে। এমনকি যারা অনলাইনে অভ্যস্ত নন, তাঁদের জন্য রয়েছে অফলাইন বিকল্পও। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক কীভাবে এই সুবিধা নেওয়া যায় সহজেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনলাইনে কীভাবে করবেন আবেদন? ধাপে ধাপে জেনে নিন (Steps to Apply Online LPG Connection)

যদি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান, তাহলে প্রথমেই আপনাকে পছন্দের গ্যাস কোম্পানির—ইন্ডিয়ান (Indian Gas), এইচপি (HP Gas) অথবা ভারত গ্যাস (Bharat Gas)—ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে লগ-ইন করতে হবে। এরপর “New Domestic LPG Connection” অপশনে ক্লিক করে সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদনের পর স্ট্যাটাসও ট্র্যাক করতে পারবেন ওয়েবসাইট থেকে। আবেদন গৃহীত হলে এসএমএস বা ইমেল করে জানানো হবে।

অফলাইনে যেভাবে পাবেন নতুন সংযোগ (Offline LPG Application Process)

অনলাইনে সমস্যায় পড়লে আপনি গ্যাস কোম্পানির স্থানীয় ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখানে গিয়ে একটি ফর্ম সংগ্রহ করে সেটি পূরণ করতে হবে। সঙ্গে লাগবে কিছু জরুরি ডকুমেন্ট যেমন আধার কার্ড, ঠিকানার প্রমাণ, ব্যাংকের পাসবুক, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি। যদি আপনি ভাড়াটে হন তাহলে বাড়ি ভাড়ার চুক্তিপত্র জমা দিতে হতে পারে। আবেদন গ্রহণের পর সিকিউরিটি ডিপোজিট জমা দিলেই সংযোগ পাওয়া যাবে।

কত খরচ পড়বে? জেনে নিন কোম্পানি অনুযায়ী চার্জ (LPG Connection Cost & Security Deposit)

গ্যাস সংযোগ নিতে গেলে সিকিউরিটি ডিপোজিট দিতে হয় যা কোম্পানি অনুযায়ী আলাদা। ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে ২২০০ টাকা, এইচপি গ্যাসে ২৯০০ টাকা এবং ভারত গ্যাসে ১৪৫০ টাকা ডিপোজিট দিতে হয়। তবে উত্তর-পূর্ব ভারতের জন্য এই পরিমাণ কিছুটা কম। সংযোগ বাতিল করলে এই ডিপোজিট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়। একবার সংযোগ পাওয়া গেলে বছরে ১২টি সাবসিডিযুক্ত সিলিন্ডার পাওয়া যাবে। তাই আর দেরি না করে এখনই বাড়িতে বসে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করুন নতুন এলপিজি সংযোগের জন্য। প্রতিদিন সকালে দৈনিক আপডেট পেতে অবশ্যই গুগল করুন-Tollywood Online

অবশ্যই দেখবেন: দিলীপ ঘোষ নন একা! এই সব ভারতীয় রাজনীতিবিদরাও ৫৫ বছরের পর করেছেন বিয়ে