রথযাত্রার আগে বড় ঘোষণা! দীঘাগামী ট্রেনের সময় বাড়াল রেল, কোন কোন ট্রেন চলবে জানুন

আষাঢ় এলেই বাঙালির মন চায় একটু ঘুরতে যেতে, এবার তো আবার রথের (Ratha Yatra) মাস। স্কুল-কলেজে ছুটি, অফিসেও অনেকেই প্ল্যান করছেন এক-আধ দিন ছুটি নিয়ে ছোট্ট একটা ট্রিপের। দীঘা-পুরী-দার্জিলিং—এই তিনটিই বরাবরের মতো পছন্দের তালিকার শীর্ষে। তবে রথযাত্রার সঙ্গে যদি দীঘার শান্ত সমুদ্র আর ঠান্ডা হাওয়ার মেলবন্ধন হয়, তাহলে তো কথাই ...

Updated on:

Ratha Yatra

আষাঢ় এলেই বাঙালির মন চায় একটু ঘুরতে যেতে, এবার তো আবার রথের (Ratha Yatra) মাস। স্কুল-কলেজে ছুটি, অফিসেও অনেকেই প্ল্যান করছেন এক-আধ দিন ছুটি নিয়ে ছোট্ট একটা ট্রিপের। দীঘা-পুরী-দার্জিলিং—এই তিনটিই বরাবরের মতো পছন্দের তালিকার শীর্ষে। তবে রথযাত্রার সঙ্গে যদি দীঘার শান্ত সমুদ্র আর ঠান্ডা হাওয়ার মেলবন্ধন হয়, তাহলে তো কথাই নেই!

দীঘার উদ্দেশে ব্যাগ গোছানো শুরু? | Digha Tour Plan Ready?

এই সময়ে অনেকেই খোঁজ শুরু করেন সস্তার হোটেল, লোকাল ট্রেন, দ্রুত ট্রান্সপোর্ট—যাতে ঝটপট পৌঁছনো যায় গন্তব্যে। দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) পাঁশকুড়া থেকে দীঘা লোকাল ট্রেন (Panskura to Digha Local Train) এই সময়ে বিশেষ ভরসা। সহজ, সস্তা এবং আরামদায়ক যাত্রার জন্য অনেকেই বেছে নেন এই পথ। তবে এখনই যদি জানতে পারেন এই ট্রেনের সময়সীমা আরও বাড়ছে, তাহলে?

রথযাত্রা ঘিরে বিশেষ সিদ্ধান্ত | Special Step Before Ratha Yatra

দক্ষিণ-পূর্ব রেলওয়ে জানিয়েছে, পাঁশকুড়া থেকে দীঘার উদ্দেশ্যে চলা দুটি বিশেষ লোকাল ট্রেনের (Special Local Train to Digha) সময়সীমা ফের বাড়ানো হয়েছে। পূর্বতন ঘোষণা অনুযায়ী, এই ট্রেন চলাচল করত ৯ এপ্রিল থেকে ৮ জুন পর্যন্ত। পরে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ২২ জুন পর্যন্ত বাড়ানো হয় সেই সময়সীমা। এবার রথযাত্রাকে কেন্দ্র করে আরও এক ধাপ এগোল রেল—এই বিশেষ ট্রেন চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

অবশ্যই দেখবেন: দীঘা যাওয়া আরও সহজ! রথযাত্রায় বাড়ল ট্রেনের সময়সীমা, দেখে নিন নতুন টাইমটেবিল

কোন ট্রেন কবে চলবে? | Extended Train Schedule Details

জানা গিয়েছে, পাঁশকুড়া-দীঘা লোকাল ছাড়বে সকাল ১১টা নাগাদ। এবং দীঘা থেকে পাঁশকুড়ার উদ্দেশ্যে ফেরার ট্রেন ছাড়বে দুপুর ২:৫০ মিনিটে। এই রুটে দাঁড়াবে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে—যেমন: পাঁশকুড়া জংশন, রঘুনাথবাড়ি, বল মাতঙ্গিনী, তমলুক, নন্দকুমার, কাঁথি, সুজলপুর, রামনগর এবং শেষ স্টপ দীঘা। যাত্রীদের সুবিধার্থে এই পরিষেবাকে আরও উন্নত করার দাবি তুলেছে রেলওয়ে প্যাঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও।

স্থায়ী লোকাল ট্রেন দাবি উঠল! | Demand for Permanent Local Service

রেল যাত্রীদের সংগঠনের তরফে সরোজকুমার ঘড়া জানিয়েছেন, ‘‘এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। তবে এই পরিষেবাকে শুধু অস্থায়ী না করে স্থায়ী করা হোক, তাহলেই যাত্রীদের ভরসা আরও বাড়বে।’’ দীঘা ভ্রমণের মৌসুমে এই ট্রেন যাত্রীদের কাছে যে কতখানি স্বস্তির নিঃশ্বাস এনে দিচ্ছে তা আর নতুন করে বলার দরকার পড়ে না। এখন দেখার, রথযাত্রার শেষে এই ট্রেন আবার বন্ধ হয় কি না, নাকি দাবি অনুযায়ী এটি স্থায়ী পরিষেবার রূপ পায়।

অবশ্যই দেখবেন: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তোলপাড় নেটপাড়া! মিমের নয়া ট্রেন্ডে দেবকে কী বলছে নেটিজেনরা?

WhatsApp Icon