Happy Birthday Parambrata Chatterjee: প্রত্যেক নারীর জীবনে কিছু অধ্যায় থাকে যা একেবারে অমূল্য। আর সেই বিশেষ অধ্যায়টির নাম ‘মা’ হওয়া। এই পরিচয়টি যেন সমস্ত কিছু ছাপিয়ে যায়—পরিচয়, পেশা, ব্যস্ততা, সবকিছু। আর এই নতুন পরিচয়ের সঙ্গে যে জীবন বদলে যায় একেবারে, তা নতুন মায়েরা খুব ভালো করেই জানেন। সময়, ঘুম, নিজের যত্ন—সবই যেন হারিয়ে যায় একটুখানি নিষ্পাপ মুখের হাসির জন্য।
একজন নতুন মায়ের জীবনের দৈনন্দিনতা যে কতটা ব্যস্ততায় ভরা, তা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি মজাদার রিল শেয়ার করেছেন তিনি, যেখানে এক নারীর ছুটোছুটির দৃশ্যের মাধ্যমে বোঝানো হয়েছে, কীভাবে সন্তান ঘুমালে একমাত্র তখনই মা নিজের জন্য কিছুটা সময় পান। ক্যাপশনে লেখা, “তুমি তোমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে শুইয়ে রেখেছ, আর কাউন্টডাউন শুরু…” সঙ্গে রয়েছে কাজের তালিকা—‘বিশ্রাম (rest)’, ‘স্নান (bath)’, ‘বোতল ধোওয়া (washing bottles)’, ‘খাওয়া (eating)’, ‘ম্যাসেজের জবাব দেওয়া (replying messages)’।
View this post on Instagram
বাবা পরমব্রতর অনন্য ভূমিকা (Father Role of Parambrata)
এতদিন শুধুই পর্দায় বাবার চরিত্রে দেখেছেন দর্শক। কিন্তু এবার বাস্তবেই বাবার ভূমিকা পালন করছেন অভিনেতা পরমব্রত। চলতি মাসেই পয়লা জুন তাঁদের প্রথম সন্তান জন্ম নিয়েছে। সন্তানের নাম বা মুখ এখনো প্রকাশ্যে আনেননি পিয়া-পরমব্রত জুটি, তবে জানালেন, আপাতত আদর করে ছেলেকে ডাকছেন ‘জুনিয়র’ নামে। অপারেশনের সময় পিয়ার পাশে ছিলেন পরমব্রত। শুধু তাই নয়, ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়ানো থেকে শুরু করে, ন্যাপি বদলানো—সব দায়িত্বই স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন অভিনেতা।
View this post on Instagram
পরমব্রত ঘরোয়া পরিবেশে শিশুর পরিচর্যা (Home Support for Baby)
পরমব্রতর ছোটবেলাতেই হারিয়েছেন তাঁর বাবা-মাকে। তবে পিয়ার মা, যিনি কাছাকাছি থাকেন, নাতির দেখভাল করছেন প্রতিনিয়ত। পিয়া ও পরমব্রত দু’জনেই প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন। তাই নবজাতকের জন্য ভালোবাসা, উচ্ছ্বাস, যত্ন—সবকিছুই যেন দু’গুণ বেশি। যদিও পিয়া বিনোদন জগতের সঙ্গে সরাসরি যুক্ত নন, তবে তিনি একটি এনজিও-র সঙ্গে কাজ করেন এবং মাঝে মধ্যে স্বামীর সঙ্গে কনসার্ট ও ফিল্মি পার্টিতেও অংশ নেন।
Read More: Arjun Kapoor : জন্মদিনে ফিরে দেখা অর্জুন কপূরের সেরা পাঁচ চরিত্র! একাধিক ছবিতে বাজিমাত অভিনেতার!
পিয়া-পরমব্রতর সম্পর্ক ও অভিভাবকত্ব (Parenting by Parambrata and Pia)
২০২৩ সালের নভেম্বর মাসে আইনি বিয়ের মধ্য দিয়ে নতুন জীবনে পা রেখেছিলেন টলিউডের এই জনপ্রিয় জুটি। জাঁকজমকহীন হলেও তাঁদের সম্পর্কের গভীরতা বহুবার প্রকাশ পেয়েছে। আর এখন বাবা-মা হওয়ার পর তাঁদের এই সম্পর্ক যেন আরও এক নতুন রঙে রাঙিয়ে উঠেছে। পিয়া জানিয়েছেন, সন্তানের নাম এখনও স্থির হয়নি। তিনি যখন যা ভালোবাসা থেকে ভাবছেন, তাই দিয়েই ডাকছেন ছেলেকে। আর ‘জুনিয়র’ নাকি তাতে দারুণ সাড়া দিচ্ছে।
Read More: দিঘা বনাম পুরী রথযাত্রা: ঐতিহ্য না প্রতিযোগিতা? বঙ্গ রাজনীতিতে তুঙ্গে উত্তেজনা!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |