ছেলেকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন পরম! পিয়া দিলেন মিষ্টি ঝলক, মিল খুঁজছেন নেটিজেনরা

Parambrata Piya Son Photo: গত জুন মাসের শুরুতে মা-বাবা হয়েছেন তারকা দম্পতি পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের ঘরে এসেছে প্রথম সন্তান—এক পুত্রসন্তান। খুশিতে ভরপুর নতুন বাবা-মা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ছেলেকে কীভাবে মানুষ করবেন। এখনও নাম প্রকাশ না করলেও জানা গেছে, পরম স্নেহভরে ছেলেকে ডাকেন ‘জুনিয়র’ বলে। অবশেষে ...

Updated on:

Parambrata Piya Son Photo

Parambrata Piya Son Photo: গত জুন মাসের শুরুতে মা-বাবা হয়েছেন তারকা দম্পতি পিয়া চক্রবর্তীপরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের ঘরে এসেছে প্রথম সন্তান—এক পুত্রসন্তান। খুশিতে ভরপুর নতুন বাবা-মা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ছেলেকে কীভাবে মানুষ করবেন। এখনও নাম প্রকাশ না করলেও জানা গেছে, পরম স্নেহভরে ছেলেকে ডাকেন ‘জুনিয়র’ বলে।

অবশেষে ছেলের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে

এতদিন পর্যন্ত ছেলের মুখ গোপন রেখেছিলেন দম্পতি। মাঝে মাঝে শুধুমাত্র ছোট্ট হাত-পায়ের ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। এবার পিয়া নিজেই ছেলের সঙ্গে তাঁদের কিছু স্পেশ্যাল মুহূর্ত শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়, যদিও মুখ এবারও আড়ালেই রইল।

 

View this post on Instagram

 

A post shared by Piya Chakraborty (@piya_chakraborty)

আদুরে মুহূর্তে ভরে উঠল সোশ্যাল মিডিয়া

শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে—কোথাও পরম ছেলের কপালে ভালোবাসার চুম্বন এঁকে দিচ্ছেন, আবার কোথাও কোলে নিয়ে ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছেন। ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন শুধু একটি শব্দ—‘Parenthood’। আদুরে সেই মুহূর্তগুলো ইতিমধ্যেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।

২০২৫-এ ব্যস্ত সূচি, তবে পরিবারের সময়কে প্রাধান্য দিচ্ছেন পরমব্রত

২০২৫ সালে একাধিক কাজ হাতে থাকলেও পরিবারকে সময় দিতে দৃঢ়প্রতিজ্ঞ পরমব্রত চট্টোপাধ্যায়। এপ্রিলে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি। সে সময় সংবাদমাধ্যমকে অভিনেতা-পরিচালক জানিয়েছিলেন—জুনে সন্তানের জন্মের সময় পিয়ার পাশে থাকা তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে কাজের ব্যস্ততায় সে সুযোগ পাননি, তাই এবার সন্তানের বেড়ে ওঠা কাছ থেকে দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

Parambrata Piya Son Photo
Parambrata Piya Son Photo

পিতৃত্বকালীন ছুটিতে অভিনেতা

পরমব্রত আগেই বলেছিলেন, “পিয়ার পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানপালনের দায়িত্ব ভাগ করে নিতে চাই।” তাই মে মাস থেকেই তিনি পিতৃত্বকালীন ছুটিতে আছেন এবং সন্তানের জন্মের পর অন্তত দুই মাস কাজ থেকে বিরত থাকার পরিকল্পনা নিয়েছেন।

সম্পর্কের গল্প: বন্ধুত্ব থেকে দাম্পত্য

পরমব্রত ও পিয়া চক্রবর্তী ২০২৩ সালের ২৭ নভেম্বর বিয়ে করেন। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়। এর আগে, পিয়া ২০১৫ সালে গায়ক অনুপম রায়কে বিয়ে করেছিলেন। তবে ছয় বছরের দাম্পত্যের পর ২০২১ সালে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। সে সময় তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে গুঞ্জন ছড়ায় এবং শোনা যায়, পিয়া-পরমের প্রেমের সম্পর্ক শুরু হয়েছে। যদিও দু’জনেই তখন নিজেদের ‘শুধু ভালো বন্ধু’ বলে পরিচয় দেন, শেষমেশ সেই জল্পনাই সত্যি হয়।

অবশ্যই দেখবেন: রান্নার খরচ কমাতে আসছে সুখবর! গ্যাসের দাম নিয়ে বড় সিদ্ধান্ত নেবে কেন্দ্র

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon