সকালবেলায় মাঠে কাজ শুরু হতেই এক কৃষক বলে উঠলেন, “ভাই, ওসব পেনশন কাগজে থাকে, আমাদের জীবনে আসে না!” কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। চাষিরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শিখেছেন। দিনে দিনে বেড়ে চলেছে বাজারের অনিশ্চয়তা, আর তার মধ্যেই মাথা তুলছে এক আশার আলো। প্রান্তিক কৃষকদের মুখে এখন একটাই প্রশ্ন—“এই স্কিমটা কি আমাদের জন্যও?”
বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত থাকার স্বপ্ন (PM Kisan Mandhan Yojana Retirement Security for Farmers)
গ্রামের বুড়ো কৃষকটি যিনি ৪০ বছর ধরে হাল ধরেছেন, তিনিও এবার ভাবছেন—বয়স হলে যদি আয় না থাকে, তাহলে সংসার চলবে কীভাবে? এখানেই এসে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ প্রকল্প। কিন্তু সত্যিই কি মাসে ₹৩,০০০ করে পেনশন মিলবে? কীভাবে পাবেন সাধারণ কৃষক? কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন—এসব প্রশ্ন ঘোরাফেরা করছে চায়ের দোকান থেকে হাটে।
কী এই প্রধানমন্ত্রী কিসান মানধন যোজনা? (What is PM Kisan Mandhan Yojana)
২০১৯ সালের ১২ সেপ্টেম্বর চালু হয় প্রধানমন্ত্রী কিসান মানধন যোজনা (PM Kisan Mandhan Yojana)। এই স্কিমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ৬০ বছর বয়সে পৌঁছলে প্রতি মাসে ₹৩,০০০ করে পেনশন (Monthly Pension) পাবেন। তবে এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকতে হবে এবং মাসে নির্দিষ্ট অঙ্ক জমা রাখতে হবে। যারা ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, এবং দুই হেক্টরের কম জমির মালিক, শুধু তাঁরাই এই স্কিমের জন্য যোগ্য। কিন্তু এখানেই শেষ নয়—এই প্রকল্পে আরও অনেক শর্ত ও সুবিধা আছে, যা জানতে হলে শেষ পর্যন্ত পড়তেই হবে।
Read More: প্রতিমাসে ₹১০,০০০! পোস্ট অফিস চালু করল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ স্কিম, সারা জীবন পাবেন টাকা
কীভাবে জমা দিতে হবে এবং কী সুবিধা মিলবে (PM Kisan Mandhan Yojana Contribution and Benefits)
যে বয়সে কৃষক স্কিমে যোগ দেবেন, তার উপর ভিত্তি করে প্রতি মাসে ₹৫৫ থেকে ₹২০০ পর্যন্ত জমা দিতে হবে। এই জমার সমপরিমাণ টাকা সরকারও জমা দেবে, অর্থাৎ ডাবল বেনিফিট (Double Contribution)। LIC এই তহবিল পরিচালনা করে এবং কৃষক যখন ৬০ বছরে পৌঁছবেন, তখন থেকেই তার ব্যাংক অ্যাকাউন্টে আসতে থাকবে মাসিক পেনশন। কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী ওই পেনশনের ৫০% পাবেন—একেবারে নির্ভরযোগ্য সামাজিক নিরাপত্তা (Social Security)। আবার কেউ যদি মাঝপথে স্কিম ছেড়ে দেন, তবে তার জমা টাকা সুদসহ ফেরত পাওয়া যাবে।
কোথায় আবেদন করবেন এবং মূল তথ্য (PM Kisan Mandhan Yojana How to Apply and Final Details)
এই প্রকল্পে অংশ নিতে হলে কৃষকদের যেতে হবে নিকটবর্তী CSC (Common Service Center) বা অনলাইনেও আবেদন করা সম্ভব। সঙ্গে লাগবে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং জমির কাগজ। সম্পূর্ণ প্রক্রিয়া free of cost এবং আবেদন দ্রুত প্রক্রিয়া হয়। এখন পর্যন্ত এই স্কিমে প্রায় ৫ কোটি কৃষক যুক্ত হয়েছেন এবং নিয়মিত পেনশন পাচ্ছেন। আর এখন ২০২5 সালে এসে একাধিক রাজ্যে নতুন করে ফের যাচাই চলছে—কে কত টাকা পাচ্ছেন, কার অ্যাকাউন্টে ঢুকেছে পেমেন্ট (PM Kisan Mandhan Yojana Payment Status)।
Read More: ২৫ হাজার টাকা পাবেন বিয়ের আগে! রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিলাপ ও আবেদন পদ্ধতি জেনে নিন
সম্প্রতি জানা গেছে, বহু কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে এই পেনশন টাকা। আবেদনকারীরা ওয়েবসাইট থেকে নিজেদের payment status চেক করতে পারছেন CSC আইডি বা মোবাইল নম্বর দিয়ে। তাই যারা এখনও অপেক্ষায় রয়েছেন, তাদের পরামর্শ—আজই ওয়েবসাইটে গিয়ে দেখে নিন আপনি এই প্রকল্পে তালিকাভুক্ত হয়েছেন কিনা এবং টাকা ঢুকেছে কিনা। কারণ এই স্কিম শুধু পেনশন নয়, এটা একান্তভাবে একজন চাষির বয়সকালের সুরক্ষা।
Read More: PM Awas Yojona: কবে পাবেন আবাস যোজনার টাকা বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |