আগামী রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী কিসের উপর বক্তব্য রাখবেন, সেটি এখনও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে। কারণ, সোমবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে দেশে চালু হতে চলেছে জিএসটি-র নতুন কাঠামো। আর তার ঠিক আগের দিনে প্রধানমন্ত্রীর এই ভাষণ যে তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কারও সন্দেহ নেই।
জিএসটি-র নতুন কাঠামো নিয়ে জল্পনা
কেন্দ্রীয় সরকার উৎসবের মরশুম শুরুর আগেই জিএসটি-তে বড়সড় পরিবর্তন এনেছে। নতুন কাঠামোতে করের হার বেঁধে দেওয়া হয়েছে ৫% ও ১৮%-এর স্ল্যাবে। কিছু কিছু বিশেষ পণ্য রয়েছে ৪০% স্ল্যাবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছেন, পশ্চিমবঙ্গের স্বার্থের কথাও মাথায় রাখা হয়েছে এই সিদ্ধান্তে। শান্তিনিকেতনের চামড়ার জিনিস, বাঁকুড়ার টেরাকোটা, মেদিনীপুরের মাদুর, পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ, দক্ষিণ দিনাজপুরের কাঠের মুখোশ কিংবা দার্জিলিঙের চায়ের উপর করের বোঝা কমানো হয়েছে।
শুধু তাই নয়, ছানার উপর জিএসটি ৫% থেকে কমিয়ে একেবারে শূন্য করা হয়েছে। বাংলার মিষ্টির সঙ্গে ছানার যোগ অঙ্গাঙ্গীভাবে জড়িত। কলকাতায় এসে অর্থমন্ত্রী নিজে বলেছিলেন, “এবার পুজোয় যত খুশি রসগোল্লা, রসমালাই খান।” তাই স্বাভাবিকভাবেই এই পরিবর্তনের সঙ্গে বাংলার নাম জড়িয়ে যাওয়া রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অবশ্যই দেখবেন: School Holiday: দুর্গাপুজোর আগে স্কুলে বড় ছুটি! ১৭ দিনের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
এখন প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কি এই নতুন জিএসটি কাঠামো নিয়েই জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন? অনেকেই মনে করছেন, উৎসবের আগে সাধারণ মানুষের খরচের চাপ কিছুটা কমাতেই এই সিদ্ধান্ত। তাই প্রধানমন্ত্রীর বক্তব্যে এই দিকটি গুরুত্ব পেতে পারে।
অন্য ইস্যুতেও নজর থাকতে পারে
তবে শুধু জিএসটি নয়, সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে—নতুন H-1B ভিসার বর্ধিত ফি। মার্কিন প্রশাসন ঘোষণা করেছে যে এবার থেকে এই ভিসার জন্য ১ লক্ষ মার্কিন ডলার দিতে হবে। ইতিমধ্যেই আমেরিকায় কর্মরত ভারতীয় সহ বিভিন্ন দেশের পেশাজীবীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারতের উপর আগেও ট্যারিফ সংক্রান্ত চাপ বাড়িয়েছিল আমেরিকা। তাই এবারও সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কোনও বার্তা দেন কি না, সেটি নজরে রাখা হবে। কারণ বিদেশে কর্মরত ভারতীয়রা শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিকভাবেও ভারতের এক বড় ভরসা। তাঁদের উদ্বেগ দূর করতে প্রধানমন্ত্রী কিছু বলতেই পারেন বলে অনেকের ধারণা।
নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাষণ কেন তাৎপর্যপূর্ণ
নরেন্দ্র মোদী (Narendra Modi)-র ভাষণ মানেই সাধারণ মানুষ আশা করেন কোনও না কোনও বড় ঘোষণা। অতীতে বহুবার তাঁর ভাষণ দেশবাসীর জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। তা সে অর্থনীতি হোক, কৃষি নীতি হোক কিংবা আন্তর্জাতিক সম্পর্ক—প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মানুষের প্রত্যাশার যোগ থাকে সবসময়।
এইবারও যখন উৎসবের মরশুম সামনে, তখন তাঁর বক্তব্যে অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনের সুবিধা সংক্রান্ত কিছু বিষয় উঠে আসতে পারে। বিশেষ করে জিএসটি সংক্রান্ত সিদ্ধান্ত সাধারণ মানুষকে কতটা স্বস্তি দেবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
অবশ্যই দেখবেন: Amul Price Drop: ৭০০ প্রোডাক্টে দারুণ ছাড়! দামে ধাক্কা দিল AMUL, হাসি ফোটাবে গ্রাহকদের মুখে
বাংলার সঙ্গে যোগ
জিএসটি কাঠামোয় পরিবর্তনের ক্ষেত্রে বাংলাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজে বলেছেন। বাংলার হস্তশিল্প, লোকসংস্কৃতি ও ঐতিহ্যবাহী সামগ্রীর উপর কর কমানো নিঃসন্দেহে বাংলার অর্থনীতির জন্য ইতিবাচক খবর। মিষ্টির উপর কর শূন্য হওয়ায় ব্যবসায়ীরা যেমন স্বস্তি পাবেন, তেমনি ভোক্তারাও খুশি হবেন। তাই অনেকের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর ভাষণে বাংলার এই দিকগুলিও তুলে ধরতে পারেন। এতে কেন্দ্রের উন্নয়নমূলক বার্তা মানুষের কাছে আরও সহজে পৌঁছবে।
অবশ্যই দেখবেন: Mobile Phone Restriction At Puri Temple: জগন্নাথ মন্দিরে কড়া নিয়ম! মোবাইল ব্যবহারেই জারি হল নিষেধাজ্ঞা, কারা বিপাকে পড়বেন?
শেষকথা
সব মিলিয়ে রবিবার সন্ধ্যার এই ভাষণের দিকে এখন সারা দেশের দৃষ্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঠিক কোন বিষয় নিয়ে কথা বলবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জিএসটি-র নতুন কাঠামো, H-1B ভিসা ফি বা আন্তর্জাতিক বাণিজ্যের প্রসঙ্গ—যে দিকই তিনি বেছে নিন না কেন, দেশের মানুষ তাঁর বক্তব্যের প্রতিফলন সরাসরি জীবনে টের পাবেন বলেই আশা করা যায়।
Disclaimer
এই প্রবন্ধে উল্লিখিত সমস্ত তথ্য বিভিন্ন সংবাদমাধ্যম ও সরকারি বিবৃতির উপর ভিত্তি করে লেখা। লেখকের ব্যক্তিগত মতামতের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
অবশ্যই দেখবেন: আজ সূর্যগ্রহণ! কখন শুরু, কতক্ষণ চলবে আর কী করবেন না একেবারেই?