Narendra Modi Foreign Tour Cost: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিদেশ সফর মানেই শুরু হয় একের পর এক রাজনৈতিক আলোচনা ও বিতর্ক। সরকারপক্ষ যেখানে তা ‘দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার কূটনৈতিক প্রয়াস’ বলে দাবি করে, সেখানে বিরোধীরা এটিকে দেখেন ‘অপ্রয়োজনীয় ব্যয়’ হিসেবে। সাধারণ মানুষও প্রশ্ন তোলে—দেশের ট্যাক্সের টাকায় এত খরচ কেন?

প্রশ্ন শুধু সফর নয়, খরচ নিয়ে উদ্বেগ
বিদেশ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যেমন চর্চা চলে, তেমনই সাধারণ মানুষের মধ্যেও দেখা দেয় কৌতূহল—এইসব সফরের খরচ কত? কীভাবে হিসেব রাখা হয় এই বিপুল ব্যয়ের? চাকরি, মূল্যবৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য যখন দেশের মূল ইস্যু হয়ে উঠছে, তখন বারবার বিদেশ সফরকে ঘিরে খরচের প্রসঙ্গ উঠে আসছে।
রাজ্যসভায় চাওয়া হল হিসেব, কেন্দ্র দিল উত্তর
সম্প্রতি রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর বিদেশ সফরের খরচ নিয়ে। এর উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ (Kirti Vardhan Singh) জানান, ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মোদীর বিদেশ সফরে খরচ হয়েছে মোট ২৯৫ কোটি টাকা। এই তথ্য উঠে আসে সরকারিভাবে দেওয়া পরিসংখ্যানে।
একাধিক দেশ সফর, কোটি টাকায় পৌঁছল হিসেব
২০২৫ সালের জুন পর্যন্ত হিসেব অনুযায়ী, এই বছর মোদী সফর করেছেন আমেরিকা (USA), ফ্রান্স (France), ও সৌদি আরব (Saudi Arabia)। এই তিন সফরের খরচ যথাক্রমে ১৭ কোটি, ২৫ কোটি ও ১৬ কোটি টাকা। তবে এ ছাড়াও চলতি বছর তিনি মরিশাস, সাইপ্রাস, কানাডা, ক্রোয়েশিয়া, ঘানার মতো একাধিক দেশে গিয়েছেন, যার খরচ এখনও বিদেশ মন্ত্রকে জমা পড়েনি।
অতীতের পরিসংখ্যানেই উঠছে মোদীর ভ্রমণের ছাপ
সরকারি তথ্য বলছে, ২০২৩ সালে মোদীর (Narendra Modi) মার্কিন সফরেই খরচ হয়েছে সর্বাধিক—২২.৮৯ কোটি টাকা। ২০২২ সালে জাপানে গিয়েছিলেন, সেখানে খরচ হয়েছিল প্রায় ১৭ কোটি টাকা। নেপালে গিয়েছিলেন ৮০ লক্ষ টাকা খরচে। আর ২০২৪ সালে প্রধানমন্ত্রী তৃতীয়বার ক্ষমতায় আসার পর গিয়েছেন পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, ইটালি, ব্রাজ়িল ও গিনি—যার মধ্যে শুধুমাত্র ইটালিতে সফর খরচ হয়েছে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা।
অবশ্যই দেখবেন: আজ অতি ভারী বৃষ্টির তাণ্ডব! ৭ জেলা ভাসবে নিম্নচাপের জেরে, সতর্কবার্তা হাওয়া অফিসের
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |