Post Office Schemes: আজকের দিনে প্রত্যেক মানুষ নিজের উপার্জনের টাকা এমন কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চান যেখান থেকে ভবিষ্যতে তারা মোটা অঙ্কের টাকা পেতে পারেন। এর জন্য অনেকেই বিভিন্ন ব্যাঙ্কের স্কিমগুলির উপর নির্ভর করেন। কিন্তু অনেক সময়ই আশানুরূপ ফল পাওয়া যায়না। তবে এইবার পোস্ট অফিসের স্কিমের মাধ্যমে লাখ লাখ টাকা রিটার্ন পাওয়া সম্ভব। জানুন কীভাবে?
বর্তমানে পোস্ট অফিসে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। যেগুলিতে বিনিয়োগ করে বেশ ভালো রিটার্ন পাওয়া যায়। এছাড়াও পোস্ট অফিসে একাধিক ইন্স্যুরেন্স প্ল্যানও রয়েছে যার দ্বারা ভবিষ্যতে ভালো টাকা রিটার্ন পাওয়া যাবে। তেমনই একটি স্কিম হলো পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম।
পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম কী? (Post Office Gram Santosh Scheme)
পোস্ট অফিসের গ্রামীণ ডাক জীবন বীমা (Rural Postal Life Insurance) বা RPLI এর একটি জনপ্রিয় ইন্সুরেন্স প্ল্যান হয় পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম (Post Office Gram Santosh Scheme)। এটি একটি জীবন বীমা স্কিম, যা সাধারণ মানুষকে জীবন কভারেজ প্রদান করে। এই স্কিমে প্রিমিয়ামের টাকা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে জমা করতে পারবেন যে কোনো ব্যক্তি।
Read More: মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে কোটিপতি! SIP-এর হাত ধরে কি স্বপ্নপূরণ সম্ভব?
গ্রামীণ সন্তোষ স্কিমের সুবিধাসমূহ:(Post Office Gram Santosh Scheme Benefits)
বয়স সীমা: এই স্কিমে বিনিয়োগকারীর বয়স বয়স ন্যূনতম ১৯ বছর এবং সর্বাধিক ৫৫ বছরের মধ্যে হতে হবে।
ইন্সুরেন্স কভারেজ: এই স্কিমের সর্বনিম্ন ইন্স্যুরেন্স কভারেজ ১০,০০০ টাকা এবং সর্বাধিক ১০ লক্ষ টাকা।
মৃত্যু বেনিফিট: স্কিমের নীতি অনুযায়ী, বীমাকারী ব্যক্তির মৃত্যুর পর নমিনি ইন্সুরেন্সের টাকা পাবেন। তবে কোনো নমিনি না থাকলে আইনি উত্তরাধিকারী সেই টাকা পাবেন।
লোন সুবিধা: এই স্কিমের ৩ বছর পূর্ণ হওয়ার পর কোনো ব্যক্তি এর অধীনে লোন নিতে পারবেন।
আত্মসমর্পণ সুবিধা: ৩ বছর পর কোনো ব্যক্তি ইন্স্যুরেন্স বন্ধ জমা করা টাকা পেতে পারেন। তবে এক্ষেত্রে ৫ বছরের আগে আত্মসমর্পণ করলে কোনো বোনাস মিলবে না। ৫ বছর পর পলিসি সমর্পণ করলে বিমাকৃত পরিমাণে আনুপাতিক বোনাস প্রদান করা হবে।
জেনে নিন, ইন্সুরেন্স কভারেজ ও ম্যাচুরিটি সম্পর্কিত নানা তথ্য: (Post Office Gram Santosh Scheme Coverage and Maturity)
- যদি, কোনো ব্যক্তির বয়স ২৫ বছর হয় এবং তিনি ৫ লক্ষ টাকার ইন্সুরেন্স কভারেজ নিতে চান সেক্ষেত্রে স্কিমের হিসাবটি এক নজরে দেখে নেওয়া যাক।
- এক্ষেত্রে প্রতি মাসে প্রিমিয়াম হিসাবে ১,১২৬ টাকা (৪.৮% GST সহ) জমা করতে হবে।
- ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত, অর্থাৎ মোট ৩৫ বছর টাকা জমা করলে ম্যাচুরিটিতে ১৩ লক্ষ ৪০ হাজার টাকা পাওয়া যাবে।
- ব্যক্তিকে মোট ৫ লক্ষ টাকা জমা করতে হবে।
- পোস্ট অফিস থেকে ৮ লক্ষ ৪০ হাজার টাকা বোনাস পাওয়া যাবে।
- উল্লেখ্য, যে কোনো যে স্কিম গ্রহনের পূর্বে সে সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে নচেৎ পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন।
আরও পড়ুন: Ajker Rashifal 14 November: লক্ষীবারের সিদ্ধি যোগে কপাল খুলবে ৫ রাশির! জেনে নিন আজকের রাশিফল
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |