প্রতিমাসে ₹১০,০০০! পোস্ট অফিস চালু করল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ স্কিম, সারা জীবন পাবেন টাকা

কলকাতা: আমাদের দেশে অর্থ সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য জায়গা হল পোস্ট অফিস। পোস্ট অফিস (Post Office Schemes) সবসময়ই সাধারণ মানুষদের কথা ভেবে নানান রকম স্কিম চালু করে থাকে। এবারেও নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য পোস্ট অফিসের তরফে চালু হলো নতুন একটি সঞ্চয় প্রকল্প। রাজ্য সরকারের বিশেষ স্কিম লক্ষ্মীর ...

Published on:

Post Office Schemes

কলকাতা: আমাদের দেশে অর্থ সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য জায়গা হল পোস্ট অফিস। পোস্ট অফিস (Post Office Schemes) সবসময়ই সাধারণ মানুষদের কথা ভেবে নানান রকম স্কিম চালু করে থাকে। এবারেও নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য পোস্ট অফিসের তরফে চালু হলো নতুন একটি সঞ্চয় প্রকল্প। রাজ্য সরকারের বিশেষ স্কিম লক্ষ্মীর ভান্ডারে যেমন প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়, তেমনি পোস্ট অফিসের এই স্কিমেও প্রতিমাসে টাকা পাওয়া যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তাই পোস্ট অফিসের (Post Office Schemes) পক্ষ থেকে এই স্কিমের নাম রাখা হয়েছে পোস্ট অফিস লক্ষ্মীর ভান্ডার স্কিম। এমন অনেক নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছেন যারা স্বল্প রোজগারের কারণে ফিক্সড ডিপোজিট বা বড় মানের কোন অর্থ সঞ্চয় করতে পারেন না। তাদের কথা মাথায় রেখেই এই স্কিম চালু করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
Post Office Schemes
Post Office Schemes

পোষ্ট অফিস নতুন স্কিম

এই সেভিংস স্কিমে প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা জমা করেই আপনি পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকার রিটার্ন। কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে রিটার্ন পাবেন, চলুন আজকের প্রতিবেদনে বিস্তারিত দেখে নিন। পোস্ট অফিসের এই স্কিমটি প্রতিমাসে টাকা জমামাধ্যমে প্রতিদিন ৩৩৩ টাকা করে জমা করলে প্রতি মাসে আপনি জমা করবেন প্রায় ১০ হাজার টাকা। এর ফলে এক বছরে আপনার সঞ্চয় হবে মোট ১.২০ লক্ষ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এইভাবে আপনি যদি মোট ১০ বছর এই টাকা জমাতে পারেন। মোট জমানো রাশি হবে ১২ লাখ টাকা। তার উপর আপনি সুদ পাবেন ৪,২৬,৪৭৬ টাকা। অর্থাৎ সবমিলিয়ে দশ বছরে আসল ও সুদের পরিমাণ হবে ১৬ লক্ষ টাকার বেশি। এই স্কিমের মেয়াদ সাধারণত ৫ বছরের হয়ে থাকে। তবে গ্রাহকেরা চাইলে এটিকে আরও ৫ বছর অর্থাৎ মোট ১০ বছর হিসাবে সঞ্চয় করতে পারেন।

কেন Post Office Schemes বেছে নেবেন?

পোস্ট অফিস (Post Office Schemes) হলো আমাদের দেশে অন্যতম বিশ্বস্ত সংস্থা। যেখানে আমরা নির্ভয়ে আমাদের উপার্জিত টাকা। গচ্ছিত রাখতে পারি। পোস্ট অফিস এরকম নানান ধরনের স্কিম নিয়ে আসে যাতে গ্রাহকেরা তাদের নিজেদের সুযোগ সুবিধা মত বিভিন্ন সঞ্চয় প্রকল্প বেছে নিতে পারেন। এছাড়া পোস্ট অফিসের এই স্কিম গুলি বেছে নেওয়ার পিছনে আরও কিছু কারণ রয়েছে। যেমন-

১.পোস্ট অফিস বরাবরই গ্রাহকদের জন্য একেবারে ঝুঁকিমুক্ত সঞ্চয় প্রকল্প চালু করে।

২.মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারের মত টাকার ওঠা নামা নেই। যার ফলে একেবারেই নিশ্চিত রূপেই রিটার্ন পাওয়া যায়।

৩.অন্যান্য সরকারি ব্যাংক থেকে পোস্ট অফিসের সুদের হার বেশি। এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকেরা ন্যূনতম ১০০ টাকা থেকে তাদের সঞ্চয় শুরু করতে পারেন।

অবশ্যই দেখবেন: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকার চাঁদা! ৩১ জুলাইয়ের দিকেই চেয়ে পুজো কমিটিগুলি

 

 

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More