যাঁরা একদিন খাতা-কলম হাতে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন, আজ তাঁরাই রাজপথে। দীর্ঘদিন ধরে চাকরির জন্য লড়াই চালিয়েও আশার আলো দেখতে পাচ্ছেন না বহু প্রশিক্ষিত তরুণ-তরুণী। রাজ্যের শিক্ষা ব্যবস্থার দুর্নীতির অভিযোগে ফুঁসছে একটা বড় অংশ। এ লড়াই শুধু চাকরির নয়, আত্মমর্যাদার।
স্বপ্নের SSC চাকরি আর হাতছাড়া বাস্তবতা (Dream Job Through SSC vs Harsh Reality)
যেখানে একদিকে SSC (School Service Commission) প্যানেলের মাধ্যমে স্বচ্ছ নিয়োগের স্বপ্ন দেখানো হয়েছিল, অন্যদিকে সেখানে দুর্নীতির জাল ভেদ করে উঠে আসছে অসংখ্য অভিযোগ। যাঁরা পরীক্ষা পাস করে যোগ্য হয়েও চাকরি পাননি, তাঁদের হতাশা আজ সীমা ছাড়িয়েছে। অথচ আশ্বাস, রায়, প্রতিবাদ—সবই হয়েছে বহুবার, কিন্তু বাস্তব ফল নেই। আর তারই জেরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব প্রতিরোধ।
বিকাশ ভবনে বিক্ষোভ, SSC চাকরিহারাদের রাস্তায় প্রতিবাদ (Protest at Bikash Bhavan by SSC Jobless Teachers)
১৫ মে, বুধবার সন্ধ্যা থেকে চাকরিচ্যুত SSC প্রার্থীরা কলকাতার বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসেন। তাঁদের মূল দাবি—২০১৬ সালের বাতিল হওয়া প্যানেল অনুযায়ী, যাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন, তাঁদের পুনর্বহাল করতে হবে। আন্দোলনকারীরা জানিয়েছেন, বহুজন ইতিমধ্যেই চাকরি ছেড়ে দিয়েছেন, আবার কেউ কেউ নির্দোষ হয়েও দোষী সাব্যস্ত হয়েছেন। এই অবস্থানে দীর্ঘসময় বসে থাকার পর রাত বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অবশ্যই দেখবেন: শিয়ালদহ স্টেশনে বিনা টিকিটে ট্রেনে উঠলেই ধরা! রেলের নতুন প্রযুক্তিতে বড় সিদ্ধান্ত!
পুলিশের লাঠিচার্জ ও আহত আন্দোলনকারীরা (Police Lathicharge and Injured Protesters)
আচমকাই রাত ১১টা নাগাদ পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ শুরু করে। বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা গুরুতর আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন, তবু বিনা প্ররোচনায় পুলিশের এই পদক্ষেপ। অন্যদিকে পুলিশের দাবি, আন্দোলনকারীরা প্রথমে ইট ছুঁড়তে শুরু করায় বাধ্য হয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার জন্য ঘটনাস্থলে পৌঁছান আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একটি দল।
অবশ্যই দেখবেন: মমতা সরকারের বড় ধাক্কা! এবার ২৫% বকেয়া ডিএ দিতে বাধ্য রাজ্য সরকার
‘ধিক্কার দিবস’ পালনের ডাক ও রাজ্যজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান (Call for Day of Condemnation and School Shutdown)
এই ঘটনার প্রতিবাদে আজ, ১৬ মে রাজ্যজুড়ে ‘ধিক্কার দিবস’ (Day of Condemnation) পালনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে, এদিন রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ রাখা হোক। মেহবুব মণ্ডল, যিনি আন্দোলনের আহ্বায়ক, বলেন, “যেভাবে শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে, তার তীব্র নিন্দা করছি। শুক্রবার আমরা সমস্ত শিক্ষাকর্মীদের অনুরোধ জানাব, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য।” এই ঘটনায় রাজ্যের শিক্ষক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অবশ্যই দেখবেন: বকেয়া DA মিলবে এই দিন থেকে! খরচ শুনে রীতিমতো ঘাম ছুটবে সরকারের
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |