Railway New Facality: যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে সব থেকে সহজ মাধ্যম হচ্ছে ট্রেনের মাধ্যমে রেলপথে যাত্রা। অল্প মূল্য এবং কম খরচে অনেকটা পথ পাড়ি দেওয়া যায় ট্রেনের মাধ্যমে । বর্তমান যুগে এই রেলপথে যোগাযোগ মাধ্যম প্রায় সকলেরই প্রয়োজন হয়। এই রেল কোম্পানি নিয়ে এলো কিছু দুর্দান্ত অফার। স্টেশনে পৌঁছানোর মাত্র ১৫ মিনিট আগে দক্ষিণ রেলের অধীনে চলমান কিছু চলমান ট্রেনের টিকিট বুক করার সুযোগ পাবেন যেমন বন্দে ভারত ট্রেনের টিকিট। পরবর্তী সময়ে আরো অন্যান্য ট্রেনে এই সুবিধা চালু হবে বলে জানা গেছে।
ভারতীয় রেলওয়ে যাত্রীদের জন্য রেল কোম্পানি একটি নতুন সুবিধা নিয়ে এসেছে। এই সুবিধা আওতায় থাকছে স্টেশন থেকে ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেই অনলাইনে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুক করার সুযোগ। আগে যদি আপনার কোন ভাবে স্টেশনে পৌঁছাতে দেরি হতো বা ট্রেনের টিকিট বুক করতে না পারতেন তবে আপনাকে স্টেশনেই থাকতে হত। তবে এখন আর আগেকার পদ্ধতি আর নয় , শুরু হয়েছে নতুন পদ্ধতি। ভারতীয় রেলওয়ের এই নতুন পদক্ষেপ গ্রহণের ফলে যাত্রীদের অনেক সময় সাশ্রয় হবে এবং রেলওয়ে যাত্রা আগের চেয়ে অনেক সহজ হবে।

যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষের নতুন নিয়ম
মূলত দক্ষিণ রেলওয়ের অধীনে চলমান কিছু ট্রেনগুলোর মধ্যে শুরু হয়েছে এই বিশেষ সুবিধাটি। আগেকার নিয়ম অনুযায়ী স্টেশন থেকে একবার বন্দে ভারত ট্রেনে যাত্রা শুরু হয়ে গেলে বন্ধ থাকতো ট্রেনের অনলাইন রিজার্ভেশন সিস্টেম। যদি কোন ভাবে যাত্রার মাঝখানে স্টেশন গুলিতে ট্রেনে আসন খালি থাকতো তাহলেও যাত্রার মাঝখানে টিকিটগুলি বুক করা যেত না। কিন্তু রেলওয়ে নিয়ম অনুযায়ী এখন তা পরিবর্তন হয়েছে। ভারতের রেলওয়ের নতুন পদ্ধতি চালুর পর থেকে যাত্রীরা শেষ মুহূর্তেও ট্রেনের টিকিট বুক করে ভ্রমণ করার সুযোগ পাবে (Railway New Facality)।
কোন জায়গাকার ট্রেনে পাওয়া যাবে এই সুবিধা
জানা গেছে বর্তমানে ট্রেন স্টেশনে পৌঁছানোর প্রায় ১০ মিনিট আগে টিকিট বুক করার সুবিধা থাকছে মাত্র ৮ টি ট্রেনে। তামিলনাড়ুর পাশাপাশি অন্ধপ্রদেশ ,কেরল প্রভৃতি রাজ্যের বন্ধু ভারত ট্রেনগুলির মধ্যে এই সুবিধা চালু হয়েছে (Railway New Facality)।আশা করা যায় যে এই পদ্ধতিতে যদি রেলওয়ে যাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যায়। তবে আগামী দিনে রেল কর্তৃপক্ষ আরো বেশ কিছু ট্রেনে এই পদ্ধতি চালু করবেন। এখনো পর্যন্ত সারা দেশে ১৪৪ টি বন্ধু ভারত ট্রেনে এই পদ্ধতি শুরু হয়েছে। সরকার বড় শহরগুলিকে একসঙ্গে যুক্ত করার জন্যই এই পদ্ধতি চালু করেছে। এমনকি ট্রেনটির যাত্রা যে স্টেশন থেকে শুরু হয়েছে পরের স্টেশনে ওটা যাত্রীরা অনলাইনে মাধ্যমে শেষ মুহূর্তেও টিকিট বুকিং করার সুযোগ পাবে (Railway New Facality)।
তবে চলুন জেনে নেয়া যাক ১৫ মিনিট আগে কিভাবে বন্দে ভারত ট্রেনের টিকিট বুক করা যাবে ?
- প্রথমত আপনাকে ডাউনলোড করতে হবে IRCTC ওয়েবসাইট www.irctc.co.in- এ যান অথবা IRCTC Rail Connect অ্যাপটি ।
- দ্বিতীয়ত ডাউনলোড করার পরেই লগইন করতে হবে IRCTC অ্যাকাউন্ট দিয়ে।
- তৃতীয়ত গন্তব্য স্টেশন ,বোডিং, বন্দে ভারত ট্রেন নির্বাচন এবং ভ্রমণের তারিখ নির্বাচন করতে হবে।।
- চতুর্থত সিস্টেমে আসুন খালি দেখতে পাবেন আপনি।
- পঞ্চমত আপনি কোন ক্লাসে ভ্রমন করতে চান তা নির্বাচন করতে হবে। এরপরেই অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনার ফোনে WhatsApp, SMS কিংবা Gmail এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন বুক করার ট্রেনের টিকিট।
অবশ্যই দেখবেন: আগামী সপ্তাহেই বাংলায় প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে! কোথা থেকে কোথায় চলবে? জেনে নিন সব কিছু
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |