Weather Update: বুধবার সকালে ঘুম ভাঙতেই শহরের আকাশ মেঘে ঢাকা, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি (Weather Update)। গত কয়েকদিন ধরে এমন আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছে শহরবাসী। ছাতা কিংবা রেইনকোট ছাড়া রাস্তায় পা রাখা যেন একপ্রকার দুঃসাহসিকতা। সকাল হতেই বেসরকারি ও সরকারী অফিসের পথে যাত্রা শুরু করেছেন বহু মানুষ, কিন্তু ভিজে জামা ও জলজমা রাস্তায় হাঁটতে গিয়ে বিরক্ত হচ্ছেন সকলে। স্কুলগামী ছেলেমেয়েরাও বৃষ্টির মধ্যে ভিজে যাওয়া থেকে রক্ষা পাচ্ছে না।

বাড়ছে ভোগান্তি, শহরের রাস্তায় জল জমে ধীর গতির ট্রাফিক
টানা বৃষ্টিতে কলকাতার একাধিক রাস্তায় শুরু হয়েছে জলজট সমস্যা। দক্ষিণ কলকাতার বেশ কিছু অংশ, যেমন—গড়িয়া, বেহালা, যাদবপুরে জল জমেছে। অফিস টাইমে যানজট বেড়েছে। রাস্তায় ছোট গাড়ি থেকে বাস—সবই চলছে ধীর গতিতে। ব্যস্ত শহরের এই বৃষ্টিমুখর সকাল যেন রোজকার রুটিনে বড় রকমের ছন্দপতন ঘটাচ্ছে। এই মুহূর্তে শহরবাসীর মনে একটাই প্রশ্ন—এই বৃষ্টির (Weather Update) শেষ কবে?

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বজ্র-বিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে (Weather Update)। বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া—এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১১ অগাস্ট পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ এই বৃষ্টিপাত চলবে। ফলে, যাঁরা নিয়মিত যাতায়াত করেন বা বাইরের কাজের জন্য বেরোতে হয়, তাঁদের একটু সচেতন থাকার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা, কোথায় কোথায় পড়বে জোর বৃষ্টি
শুধু দক্ষিণবঙ্গেই নয়, আজ থেকে ১১ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙ, কোচবিহার ও দার্জিলিং-এ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদা জেলাতেও ৭ অগাস্ট ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এইসব অঞ্চলে পাহাড়ি ঢল ও ধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষত জলপাইগুড়ি ও কালিম্পঙের মতো এলাকাগুলিতে।

কোন কোন জেলায় সবথেকে বেশি প্রভাব পড়বে?
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার হাওড়া, দুই ২৪ পরগনা ও নদিয়ার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি ছড়িয়ে পড়বে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। শুক্রবার ভারী বর্ষণ হতে পারে পুরুলিয়া জেলায়। তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও বিশেষ সম্ভাবনা নেই, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮১%-৯৮% এর মধ্যে। ফলে গরমের তীব্রতা না থাকলেও স্যাঁতসেঁতে অনুভূতি অব্যাহত থাকবে।
অবশ্যই দেখবেন: নিজের নামে একাধিক ভোটার কার্ড? এখনই বাড়িতে বসে মুছে ফেলুন, না হলে হতে পারে জেল!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |