Raksha Bandhan 2025: উৎসবের মরশুম মানেই বাজারে নানা ধরনের পণ্যের ভিড়। রাখি (Rakhi) উৎসব তার ব্যতিক্রম নয়। প্রতিবছর ভাই-বোনের সম্পর্কের এই বিশেষ দিনে বাজার ভরে ওঠে নানা রঙের ও আকর্ষণীয় রাখিতে। তবে এবারের রাখির বাজারে দেখা যাচ্ছে এক অভিনব দৃশ্য। যেখানে কার্টুন চরিত্রের রাখি যেমন ডোরেমন (Doraemon), মোটু-পাতলু (Motu Patlu) কিংবা ছোটা ভীম (Chhota Bheem)-এর রাখির পাশাপাশি বিক্রির শীর্ষে উঠে এসেছে একেবারে ধর্মীয় ভাবনায় আবৃত ‘জয় জগন্নাথ’ রাখি (Joy Jagannath Rakhi)।
দীঘার নতুন জগন্নাথ মন্দির ঘিরেই জাগছে ভক্তি, প্রভাব পড়েছে রাখির বাজারেও
উত্তরবঙ্গের (North Bengal) পাহাড় ও জঙ্গলে বাধার কারণে এখন অনেকেই বেড়াতে যাচ্ছেন দীঘায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা দীঘা জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) এখন ভ্রমণার্থীদের অন্যতম আকর্ষণ। সেখান থেকে ফিরেই অনেকেই নিজের প্রিয় ভাইয়ের জন্য বাজার খুঁজে বেড়াচ্ছেন জগন্নাথদেবের (Lord Jagannath) ছবি দেওয়া রাখি। ভক্তি আর আবেগের মেলবন্ধনে তৈরি এই রাখি হয়ে উঠেছে এবারকার বিশেষ ট্রেন্ড।
২০ টাকায় হুড়োহুড়ি, শেষ হচ্ছে স্টক
জলপাইগুড়ির দিনবাজারে (Dinhatabazar) গিয়ে দেখা গেল, দোকানদাররা জয় জগন্নাথ রাখির বাক্স খুলতে না খুলতেই সেটি বিক্রি হয়ে যাচ্ছে। এক ক্ষুদ্র ব্যবসায়ী পবন আগরওয়াল জানান, তিনি ১০০ বাক্স জগন্নাথ রাখি এনেছিলেন, প্রতিটি বাক্সে ২৪টি রাখি। রাখি উৎসবের এখনও তিনদিন বাকি থাকলেও সব স্টক শেষ। শুরুতে ১০ টাকায় বিক্রি হলেও, ক্রমবর্ধমান চাহিদায় তা বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা। অন্যদিকে, কার্টুন রাখির দামও সমান থাকলেও জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়েছে তারা।
জগন্নাথ রাখির পাশাপাশি আলো জ্বলা রাখিও টানছে খুদেদের, জনপ্রিয়তা দুই ধারারই
খুদে ভাইয়েরা যেখানে আলো জ্বলা (LED light) রাখিতে মুগ্ধ, সেখানে বড়দের মন ছুঁয়ে যাচ্ছে জগন্নাথ রাখি। এক তরুণী ঋতুপর্ণা দাস জানালেন, তিনি সদ্য দীঘার জগন্নাথ মন্দির ঘুরে এসেছেন, সেখানে গিয়ে এক অন্যরকম শান্তি পেয়েছেন। সেই অনুভবেই এবার ভাইয়ের হাতে জগন্নাথদেবের ছবি দেওয়া রাখি বাঁধবেন। কার্টুন চরিত্র এখনও বাজারে সক্রিয়, তবে স্পাইডারম্যান (Spiderman), ছোটা ভীম বা ডোরেমন রাখির বিক্রি এবার কিছুটা চাপে।
শুধু বাজারই নয়, রাখির আবেগ ছড়িয়ে পড়েছে শিশুদের মধ্যেও। জলপাইগুড়ির কোরক হোম (Korak Home)-এর প্রায় ৪০ জন শিশু-কিশোর নিজেদের হাতে বানাচ্ছে রাখি। কেউ সুতো দিয়ে, কেউ রঙিন কাগজ কেটে বানাচ্ছে রাখির ফিতা। ওই দিন শহরের অন্যান্য হোমের মেয়েরা এসে এই শিশুদের হাতে রাখি বেঁধে দেবে, আর আয়োজন থাকবে মিষ্টিমুখ (Sweet Distribution)-এর। এছাড়া, যাদের বোন দূরে থাকে, তাদেরও নিয়ে যাওয়া হবে কোচবিহার (Coochbehar) হোমে, যেন রাখির বন্ধন থেকে কেউ না বঞ্চিত হয়।
অবশ্যই দেখবেন: রাখিবন্ধনে ভাইয়ের কপালে লক্ষ্মীর ছোঁয়া! বৈদিক রাখি বাঁধলেই বাড়বে আয়ু ও সৌভাগ্য
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |