AC লোকালে টিকিট ছাড়া উঠলে কত জরিমানা? প্রথম দিনেই ধরা পড়ল চমকপ্রদ সংখ্যা!

Ranaghat Sealdah AC Local: যাত্রা করার জন্য সবথেকে ভালো এবং সহজ মাধ্যম হচ্ছে ট্রেন যাত্রা । ট্রেনের মাধ্যমে সুদীর্ঘ পথ কম খরচে ও অল্প সময়ের মধ্যে পাড়ি দেওয়ার সম্ভব। তবে যাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ নিয়ে এলো নতুন কিছু। তবে তা কি ? চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। WhatsApp Group ...

Published on:

Ranaghat Sealdah AC Local

Ranaghat Sealdah AC Local: যাত্রা করার জন্য সবথেকে ভালো এবং সহজ মাধ্যম হচ্ছে ট্রেন যাত্রা । ট্রেনের মাধ্যমে সুদীর্ঘ পথ কম খরচে ও অল্প সময়ের মধ্যে পাড়ি দেওয়ার সম্ভব। তবে যাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ নিয়ে এলো নতুন কিছু। তবে তা কি ? চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার লোকাল ট্রেনে নিয়ে আসা হল এসি। প্রথম দিন রানাঘাট থেকে শিয়ালদাহ এসি লোকালের যাত্রাটি মিটেছে নির্বিঘ্নে। আবার এই লোকাল ট্রেনটি (Ranaghat Sealdah AC Local) শিয়ালদা থেকে রানাঘাটে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল সন্ধ্যা ৬.৩০ মিনিটে। সূত্রের খবর অনুযায়ী ২৫০৩ জন যাত্রী নিয়ে প্রথম দিন রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত এসি লোকাল ট্রেনটি যাত্রা শুরু করেছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রয়োজনীয় তথ্য

এসি লোকাল ট্রেনটির যাত্রার প্রথম দিনেই ধরা পড়েছেন একজন যাত্রী, এসি লোকালে টিকিট (Ranaghat Sealdah AC Local) না কেটে ওঠার অভিযোগে। কর্তব্যর্ত টিকিট পরীক্ষকরা আদায় করেছেন ২৮৫ টাকা জরিমানা বাবদ ওই যাত্রীর থেকে । তবে চলন্ত ট্রেনের ভিতরে যাত্রীদের টিকিট পরীক্ষা করার জন্য থাকবে টিকিট পরীক্ষকদের দল এর পাশাপাশি আরপিএফ জওয়ানরাও শিয়ালদহ- রানাঘাট এসি লোকালের ভিতরেই থাকবে বলে জানা গেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশ্যই দেখবেন: বাংলায় রেলের দারুণ চমক! উত্তরবঙ্গের জন্য ঘোষণা হল ৩টি নতুন রুট

শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের (Ranaghat Sealdah AC Local) যাত্রী পরিষেবা শুরু হয়েছিল উদ্বোধনের পরের দিন থেকেই। তবে প্রথম দিনই এসি লোকাল ট্রেনটি সকাল থেকেই যাত্রী পরিষেবা দিয়েছিল রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত । এসি লোকাল ট্রেনটির যাত্রার প্রথম দিনেই ঘটে গেল একটি ঘটনা। প্রথম দিনই একজন যুবক টিকিট না কেটে উঠে পড়েছিল এসি লোকালে। তাকে নামিয়ে দেওয়া হয়েছিল বিধাননগর স্টেশনে। যুবকটি থেকে আদায় করা হয় জরিমানা হিসেবে ২৫০ টাকা এছাড়াও তাঁকে দিয়ে হয়েছিল আরও ৩৫ টাকা এসি লোকালের ন্যূনতম ভাড়া হিসাবে।

সতর্কতা

তবে এটি নিশ্চিত করে বলা যেতে পারে যে, টিকিট না কেটে এসি লোকালে উঠলে ধরা পড়বেই কারণ ট্রেনের ভিতরে ৬ জন করে আরপিএফ জওয়ান এবং ৮ জন করে টিকিট পরীক্ষা থাকবে এসি লোকালের ভিতরে। বলা যেতে পারে রানাঘাট থেকে শিয়ালদহ এসি লোকালের প্রথম দিনের যাত্রাটি ভালোভাবে মিটেছিল যদি এই টুকু ঘটনা বাদ দিলে।

অবশ্যই দেখবেন: নতুন নাগরিকত্বের নথি আসছে! কাদের হাতে প্রথম পৌঁছাবে এই কাগজ?