Rani Laxmi Bai Scooty Yojana: রাজ্যে চালু রানী লক্ষ্মীবাই স্কুটি প্রকল্প, শিক্ষার্থীদের স্কুটি উপহার দিচ্ছে সরকার

Rani Laxmi Bai Scooty Yojana: মেয়েদের শিক্ষার প্রসার ও স্বাধীন চলাফেরার সুযোগ বাড়াতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ, আর্থিক সহায়তা ও অনুদান প্রকল্প ইতিমধ্যেই চালু রয়েছে। এবার আরও বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ‘রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা’ (Rani Laxmi Bai Scooty Yojana) ...

Published on:

Rani Laxmi Bai Scooty Yojana

Rani Laxmi Bai Scooty Yojana: মেয়েদের শিক্ষার প্রসার ও স্বাধীন চলাফেরার সুযোগ বাড়াতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ, আর্থিক সহায়তা ও অনুদান প্রকল্প ইতিমধ্যেই চালু রয়েছে। এবার আরও বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ‘রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা’ (Rani Laxmi Bai Scooty Yojana) চালু করে রাজ্যের মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি দেওয়ার ঘোষণা করা হয়েছে। সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি করেছে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কী এই রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা? (Rani Laxmi Bai Scooty Yojana) 

উত্তরপ্রদেশ সরকারের তরফে মেয়েদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে ‘রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা’ চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের মেধাবী ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। শুধু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নয়, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভালো ফল করলেই এই সুবিধা পাওয়া যাবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে। স্কুটি বিতরণের মাধ্যমে ছাত্রীরা যেমন শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আরও স্বচ্ছন্দ হবে, তেমনই তাঁদের যাতায়াতের সমস্যাও অনেকটাই দূর হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কারা পাবেন এই সুবিধা?

এই প্রকল্পের আওতায় স্কুটি পেতে হলে ছাত্রীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, দ্বাদশ শ্রেণি বা উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করতে হবে। তৃতীয়ত, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভালো নম্বর পেলেই এই সুবিধা পাওয়া যাবে। তবে যেসব পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম, শুধুমাত্র তারাই এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারবে। ফলে প্রকৃত মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীরা এই সুবিধা পাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কীভাবে আবেদন করবেন?

সরকারের দেওয়া বিনামূল্যে স্কুটি পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের http://www.mksy.up.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি যেমন- আধার কার্ড, বসবাসের শংসাপত্র, আয়ের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আবেদনের পর রাজ্য সরকার যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবে।

কবে পাবেন স্কুটি?

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত আবেদনের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে শীঘ্রই স্কুটি বিতরণ শুরু হবে। যেসব ছাত্রীর নাম তালিকাভুক্ত হবে, তাঁদেরকেই বিনামূল্যে স্কুটি দেওয়া হবে। এই উদ্যোগ মেয়েদের স্বাধীন চলাফেরার পথ সুগম করবে এবং শিক্ষার প্রসারেও বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “এই প্রকল্পের মাধ্যমে আমরা ছাত্রীদের স্বাবলম্বী করতে চাই। এতে মেধাবী ছাত্রীরা আরও উৎসাহিত হবে এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের সাফল্য আরও বাড়বে।”

আরও পড়ুন: RBI: এবার ব্যাংক থেকে সহজেই মিলবে লোন! নয়া নিয়ম জারি করল RBI; জানুন বিস্তারিত