Zomato টি-শার্টে রানু মণ্ডল! ভিডিও দেখে হতবাক ভক্তরা, উঠছে প্রশ্ন— হিমেশ আজ কোথায়?”

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ট্রেন্ড যেন প্রতি মুহূর্তে বদলে যায়। কেউ একদিনে উঠে আসেন আলোচনায়, আবার হারিয়েও যান অবহেলার অন্ধকারে। তেমনই এক নাম রানু মণ্ডল (Ranu Mandal)। একদিন স্টেশন থেকে ভাইরাল হয়ে পৌঁছে গিয়েছিলেন বলিউডের দরজায়। সাধারণ মানুষের জীবনে যেখানে সাফল্যের গল্প কিছুক্ষণের অতিথি, সেখানেই এই ধরনের চরিত্রগুলি যেন আশার ...

Updated on:

Ranu Mandal

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ট্রেন্ড যেন প্রতি মুহূর্তে বদলে যায়। কেউ একদিনে উঠে আসেন আলোচনায়, আবার হারিয়েও যান অবহেলার অন্ধকারে। তেমনই এক নাম রানু মণ্ডল (Ranu Mandal)। একদিন স্টেশন থেকে ভাইরাল হয়ে পৌঁছে গিয়েছিলেন বলিউডের দরজায়। সাধারণ মানুষের জীবনে যেখানে সাফল্যের গল্প কিছুক্ষণের অতিথি, সেখানেই এই ধরনের চরিত্রগুলি যেন আশার আলো জাগায়। কিন্তু সেই আলো কি আর জ্বলে আছে আজ? প্রশ্নটা থেকেই যায়।

রানাঘাট স্টেশনের এক কোনায় বসে ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গেয়ে চোখে পড়েছিলেন একজন পথচারীর। মুহূর্তে সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিচিতি পেয়ে যান ‘রানাঘাটের লতা’ নামে। তারপর হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) হাত ধরে বলিউডে পা রাখেন ‘তেরি মেরি কাহানি’ গানের মাধ্যমে। কিন্তু ইন্ডাস্ট্রি যত তাড়াতাড়ি তাকে গ্রহণ করেছিল, ততটাই দ্রুত যেন তাকে ভুলেও গিয়েছে। আজ ফের এক ভাইরাল ভিডিওতে দেখা মিলতেই সেই বিস্মৃত প্রতিভাকে ঘিরে উঠছে প্রশ্ন— কেমন আছেন তিনি?

নতুন রূপে ভাইরাল রানু মন্ডল, দর্শকের কপালে চিন্তার ভাঁজ | Ranu Mandal Viral Look 

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন এক নৃত্যশিল্পী, যেখানে দেখা যায় রানু মণ্ডলকে (Ranu Mandal) একটি ‘জোম্যাটো’ লেখা টি-শার্ট পরে একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছে, “আমি রানু, মুম্বইয়ের রানু” গান। নাচছেন সেই তরুণী আর রানু যেন দর্শক মাত্র। এখানেই দর্শকের নজর কেড়েছে রানুর নিস্পৃহ অভিব্যক্তি, তাঁর পোশাক ও ভঙ্গি। কেউ কেউ ভেবে নিচ্ছেন, তিনি কি এখন জোম্যাটোতে কাজ করছেন? কেউ আবার বলছেন, ‘কনটেন্ট তৈরির নামে এইভাবে রানুকে ব্যবহার করা হচ্ছে কেন?’

অবশ্যই দেখবেন: DA নিয়ে বড় আপডেট! জুলাইয়ে DA বাড়বে ২% না ৩%? মিলল বিস্ফোরক তথ্য!

‘হিমেশ এখন কোথায়?’ উঠছে প্রশ্ন, উদ্বিগ্ন ভক্তরা | Where is Himesh Reshammiya 

ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে প্রতিক্রিয়ার ঝড়। কেউ লিখেছেন, “এই মহিলাকে তো হিমেশ (Himesh Reshammiya) একদিন মুম্বই নিয়ে গিয়েছিলেন! এখন কোথায় তিনি?” কেউ আবার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “একজন শিল্পীর প্রতিভাকে ব্যবহার করে, তাকে ভুলে যাওয়াটা ঠিক নয়।” অনেকে আবার রানুর চেহারার বদল দেখে উদ্বিগ্ন। কেউ কেউ তাঁকে ‘ভঙ্গুর’ বলে আখ্যা দিয়েছেন, কেউ দুঃখ পেয়েছেন তাঁর নীরবতায়।

অবশ্যই দেখবেন: গরমের ছুটি শেষ! স্কুল খুলছে কবে? সরকারি ঘোষণা জেনে নিন এখনই!

নতুন করে আলোচনায় রানু, সাহায্যের আবেদন উঠছে | Ranu Mandal Current Status

এই ভিডিও ফের প্রমাণ করল, এক সময়ের জনপ্রিয়তাই কাউকে দীর্ঘমেয়াদে নিরাপত্তা দেয় না। আবারও অনেকেই সোশ্যাল মিডিয়ায় রানুকে সাহায্যের আবেদন জানাচ্ছেন। অনেকে চাইছেন, আবার যেন কেউ তার পাশে এসে দাঁড়ান, তার জন্য প্ল্যাটফর্ম তৈরি করেন। প্রশ্ন একটাই— শিল্পী যদি হারিয়ে যান অবহেলায়, তাহলে সেই সমাজের দায় কি নেই? আজকের ভাইরাল ভিডিও যেন আমাদের সেই প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে। রানু মণ্ডলের মতো প্রতিভাকে সম্মান জানাতে না পারলে, আগামীদিনে আমরা আরও কত প্রতিভা হারাব, তা কি কেউ জানে?

অবশ্যই দেখবেন: TRP তালিকায় চমক! পরশুরাম-জগদ্ধাত্রী শীর্ষে, পরিণীতা বড় ধাক্কায়!

WhatsApp Icon