রেশন কার্ড (Ration Card) হোল্ডারদের জন্য রয়েছে এবার বড় চমক। দেশের প্রতিটি জনগণের খাদ্য নিরাপত্তা সুরক্ষিত করার জন্য বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের তরফে। দেশের বিপুল সংখ্যক মানুষ এই রেশন কার্ডের উপর নির্ভরশীল। আর এবার বিনামূল্যে রেশন (Ration) বিতরণের ক্ষেত্রে প্রকাশ্যে এসেছে এক নয়া তথ্য। আজকের প্রতিবেদনে জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।
তিন মাসের রেশন প্রদান করা হবে এক মাসে:
চলতি বছর নির্ধারিত সময়ের অনেক আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকতে চলেছে। যার কারণে আশা করা যাচ্ছে আর কিছুদিন পরেই প্রতিটি রাজ্যে বর্ষার অনুপ্রবেশ ঘটবে। আর আসন্ন এই বর্ষার কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। জানা যাচ্ছে জুন, জুলাই এবং আগস্ট মাসের রেশন সামগ্রী মে মাসেই বিতরণ করা হবে সুবিধাভোগীদের মধ্যে। অর্থাৎ এবার তিন মাসের অগ্রিম রেশন প্রদান করা হবে সরকারের তরফে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর, মধ্যপ্রদেশ সরকারের তরফে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
জানুন, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে রেশন ব্যবস্থা নিয়ে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ সরকার আসন্ন বর্ষার কথা মাথায় রেখে আগামী ২১ মে থেকে রেশন কার্ড হোল্ডারদের জুন, জুলাই এবং আগস্ট মাসের রেশন প্রদান করবে। আসলে বর্ষাকালে শস্য পরিবহন করা কঠিন হয়ে পড়ে এমনকি অনেক সময় চাল, ডালের বস্তা পুরো ভিজে যায়। এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তকে কিছু লোক ভারত পাকিস্তানের যুদ্ধের জরুরি অবস্থার পরিষেবা প্রদান বলে গুজব ছড়ালেও এটি সম্পূর্ণ ভিত্তিহীন।
পাশাপাশি উত্তরপ্রদেশেও, তিন মাসের জন্য রেশন সরবরাহের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত সরকার জুন, জুলাই এবং আগস্ট মাসের খাদ্যশস্য রেশন ডিলারদের কাছে বিতরণের নির্দেশ দিয়েছে। এর আওতায়, রেশন গ্রাহকদের প্রতি ইউনিটে দুই কেজি গম এবং তিন কেজি চাল দেওয়া হবে, অন্যদিকে অন্ত্যোদয় কার্ডধারীদের বিনামূল্যে মোট ৩৫ কেজি রেশন দেওয়া হবে। যার মধ্যে ১৪ কেজি গম ও ২১ কেজি চাল দেওয়া হবে।
নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।
অবশ্যই দেখবেন: জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে নয়া রেশন কার্ড! QR কোড স্ক্যান করলেই মিলবে একাধিক তথ্য! জানুন বিস্তারিত
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |