Ration Card Rule Change Latest Details: রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং কার্যকারিতা আরও বাড়াতে কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। জালিয়াতি রুখতে, ডুপ্লিকেট কার্ড বন্ধ করতে এবং প্রকৃত উপভোক্তাদের কাছে ভর্তুকি সঠিকভাবে পৌঁছে দিতে এবার থেকে প্রতিটি রেশন কার্ডধারীর (Ration Card) জন্য প্রতি পাঁচ বছর অন্তর ই-কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক করতে চায় সরকার। এই লক্ষ্যেই সরকার বুধবার ‘লক্ষ্যযুক্ত গণবণ্টন ব্যবস্থা (PDS) নিয়ন্ত্রণ সংশোধনী আদেশ, ২০২৫’ জারি করেছে।

কী বলছে সংশোধিত রেশন নীতি?
🔹 প্রতি পাঁচ বছরে বাধ্যতামূলক ই-কেওয়াইসি:
সমস্ত যোগ্য রেশন কার্ডধারী পরিবারকে প্রতি পাঁচ বছরে একবার ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এর মাধ্যমে অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে নতুন যোগ্য উপভোক্তাদের যুক্ত করা হবে।
🔹 নতুন রেশন কার্ড পেতে ন্যূনতম বয়স ১৮ বছর:
এখন থেকে ১৮ বছর পূর্ণ না হলে কেউ পৃথক রেশন কার্ড পাবে না। এর আগে অনেক ক্ষেত্রেই অপ্রাপ্তবয়স্কদের নামে কার্ড করে ভর্তুকি নেওয়া হচ্ছিল।
🔹 পাঁচ বছরের কম বয়সিদের জন্য বিশেষ নিয়ম:
এই বয়সিদের আধার নম্বর (যদি থাকে) সংগ্রহ করতে হবে এবং পাঁচ বছর পূর্ণ হওয়ার এক বছরের মধ্যে তাদের ই-কেওয়াইসি করানো বাধ্যতামূলক।
অবশ্যই দেখবেন: ঘূর্ণিঝড় উইফারের দাপটে কাঁপছে বাংলা! জলমগ্ন হবে এই ৭ জেলা, সতর্কতা জারি
নিষ্ক্রিয় করা হবে অকার্যকর কার্ড
🔹 ৬ মাস ধরে রেশন না তুললে ব্যবস্থা:
যে উপভোক্তারা টানা ছয় মাস ধরে রেশন তুলছেন না, তাঁদের রেশন কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় (deactivated) করা হবে।
🔹 ফিল্ড ভেরিফিকেশন ও তিন মাসের সময়সীমা:
এরপর রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে মাঠ পর্যায়ে যাচাই করে (field verification) তাদের যোগ্যতা পুনর্মূল্যায়ন ও ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।

নকল রেশন কার্ডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
🔹 একাধিক রাজ্যে নকল কার্ড:
একই ব্যক্তি যদি একাধিক রেশন কার্ড (Ration Card) নিয়ে থাকেন, তা চিহ্নিত করে অস্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হচ্ছে। উপভোক্তাদের তিন মাস সময় দেওয়া হবে বৈধ নথি জমা দিয়ে ও ই-কেওয়াইসি সম্পূর্ণ করে যোগ্যতা প্রমাণ করার জন্য।
রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ নীতি
🔹 FIFO পদ্ধতির ঘোষণা:
নতুন রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে ‘First In, First Out’ নীতি মানা হবে অর্থাৎ যাঁরা আগে আবেদন করবেন, আগে কার্ড পাবেন।
🔹 রিয়েল-টাইম ওয়েটিং লিস্ট:
রাজ্য সরকারগুলিকে তাদের পাবলিক ওয়েবসাইটে একটি স্বচ্ছ রিয়েল-টাইম ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে যাতে আবেদনকারীরা নিজেদের আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন।
এই নতুন নীতির মূল উদ্দেশ্য—
- রেশন ব্যবস্থায় জালিয়াতি রোধ
- ভর্তুকির অপব্যবহার বন্ধ
- প্রকৃত প্রাপকদের নিশ্চিত করা
- পুরো ব্যবস্থাকে ডিজিটালি শক্তিশালী ও স্বচ্ছ করা
তাই রেশন সুবিধা (Ration Card) অব্যাহত রাখতে সমস্ত উপভোক্তাদের উচিত যথাসময়ে ই-কেওয়াইসি সম্পন্ন করা এবং বৈধ নথিপত্র আপডেট রাখা।
অবশ্যই দেখবেন: ভোটার কার্ড-আধারও চলবে না! নাগরিকত্ব প্রমাণে বাধ্যতামূলক এই ডকুমেন্ট, আপনি কি প্রস্তুত?
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |