Ration Card: আমাদের দেশ ভারতে এখন প্রায় দশ কোটি মানুষ রয়েছেন যারা রেশন কার্ডের উপর নির্ভরশীল। তাদের জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে চাল ও গমের বরাদ্দে। যা ডিসেম্বরের রেশন দেওয়ার সময় কার্যকর হতে চলেছে। এতে খাদ্য সরবরাহ আরও কার্যকর এবং যথেষ্ট ভারসাম্য পূর্ণ হতে চলেছে। চলতি বছরের নভেম্বরের ১ তারিখে এই বিষয়ে সরকারি ঘোষনা করে দেশের খাদ্য দপ্তর।
Ration Card New Rule
নতুন এই নিয়মে রেশন কার্ড হোল্ডারদের জন্য বরাদ্দ চাল ও গমের পরিমাণের উপর বিশেষ পরিবর্তন আনা হয়েছে! এতদিন যেখানে প্রতি কার্ডে ৩ কেজি চাল ও দুই কেজি আটা দেওয়া হতো এখন সেখানে চাল কমিয়ে ২.৫ কেজি এবং গম বাড়িয়ে ২.৫ কেজি করে দেওয়া হয়েছে। সূত্রের খবর সারা দেশে খাদ্যশস্যের ভারসাম্য বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্ত্যদয় অন্ন যোজনার অধীনে আগে গ্রাহকদের ৩০ কেজি চাল এবং ১৪ কেজি গম দেওয়া হতো এবার এর পরিবর্তন করে ১৮ কেজি চাল এবং ১৭ কেজি গম করে দেওয়া হয়েছে।
Read More: জুলাই রেশনে মিলবে বাড়তি চাল-ডাল ও নগদ ২০০০ টাকা! কোন কার্ডে কী মিলবে, জানুন বিস্তারিত
New Ration Card Policy
এই নতুন নিয়ম এখনও পর্যন্ত ৯ টি রাজ্যে কার্যকর হয়েছে যেগুলো হলো তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ। তবে কেন্দ্র সরকার ধীরে ধীরে গোটা ভারত জুড়ে এই নিয়ম কার্যকর করতে চাইছে। এতে দেশের গরীব জনগোষ্ঠীতে খাদ্য শস্য প্রদানের ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।
এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো দেশের গরীব এবং অভাবী শ্রেণীর মানুষদের মধ্যে খাদ্য শস্য প্রমাণ এবং ভারসাম্য বজায় রাখা। প্রধানমন্ত্রীর গরীব কল্যাণ যোজনার অধীনে রেশন পরিষেবা নিয়ে এই বিশেষ পরিবর্তন আনা হয়েছে। যা গোটা দেশে গম এবং চালের ভারসাম্য মেটাতে পারে। তবে মনে করা হচ্ছে এই নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে নিতে বেশ কিছু রেশন কার্ডধারী গ্রাহকদের সময় লাগতে চলেছে।