Ekchokho.com 🇮🇳

নয়া পরিবর্তন রেশন কার্ডের নিয়মে! কারা পাবেন ফ্রিতে রেশন সামগ্রী? জানুন বিস্তারিত 

Ration Card Update: রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম (Ration Card New Rules) চালু করেছে সরকার। এবার থেকে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই রেশন সামগ্রী যেমন (গম, চাল, বাজরা, লবণ) ইত্যাদি পাবেন। এই পরিবর্তনের মূল লক্ষ হলো প্রকৃত দরিদ্র পরিবারের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া এবং ভুয়ো কার্ডধারীদের নাম বাদ দিয়ে প্রকৃতদের নির্বাচন ...

Published on:

Ration

Ration Card Update: রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম (Ration Card New Rules) চালু করেছে সরকার। এবার থেকে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই রেশন সামগ্রী যেমন (গম, চাল, বাজরা, লবণ) ইত্যাদি পাবেন। এই পরিবর্তনের মূল লক্ষ হলো প্রকৃত দরিদ্র পরিবারের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া এবং ভুয়ো কার্ডধারীদের নাম বাদ দিয়ে প্রকৃতদের নির্বাচন করা।

Ration Card New Rules:

নতুন নিয়মানুসারে, অন্ত্যোদয় (AAY) কার্ডধারী অর্থাৎ যাদের পরিবারের মাসিক আয় ₹১০,০০০-এর কম, পাকা ঘর নেই, বিধবা মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি অথবা গুরুতর রোগে আক্রান্ত, আদিবাসী সম্প্রদায়ের সদস্য এবং গত তিন মাসে যারা মনরেগার কাজ করছেন তারা এই ফ্রি রেশন সুবিধার আওতায় থাকবেন। এছাড়াও ৬০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ ব্যক্তিরা বা যে সকল ব্যক্তিদের কোনো স্থায়ী আয়ের উৎস নেই, তারাও এই সুবিধা উপভোগ করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পূর্বে সকল রেশন কার্ডধারীরা রেশনের সুবিধা উপভোগ করতে পারতেন। তবে এবার থেকে মাসিক আয়ের নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে এবং আধার ও ব্যাঙ্ক লিঙ্কিংয়ের মাধ্যমে ভুয়ো কার্ডধারীদের আটকানো হবে। এই পরিবর্তনের দ্বারা প্রকৃত উপভোগকারীদের জীবনমান উন্নত হবে।

নতুন তালিকায় উপভোক্তাদের নাম আছে কি না, তা জানতে রাজ্য সরকারের রেশন পোর্টালে রেশন কার্ড নম্বর দিয়ে লগইন করতে হবে এবং ‘নতুন উপকারভোগী তালিকা ২০২৫’ বিভাগে গিয়ে নিজের তথ্য যাচাই করতে হবে। নাম তালিকায় থাকলে ফ্রি রেশন সুবিধা পাবেন উপভোক্তারা।

নতুন এই নিয়মের দ্বারা সাধারণ মানুষ সরাসরি প্রভাবিত হবেন। প্রকৃতপক্ষে যাদের সরকারি সহায়তার প্রয়োজন তাদের জন্য এই পরিবর্তন একটি বড় স্বস্তি, কিন্তু যারা অযোগ্যভাবে সুবিধা ভোগ করছিলেন, তাদের বিপাকে ফেলবে এই পরিবর্তন।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।   

অবশ্যই দেখবেন: Ration Card: এই ২ ভুলে রেশন কার্ড চিরতরে বাতিল! এখনই চেক করুন আপনার কার্ড অ্যাকটিভ কিনা