৩০ সেপ্টেম্বর শেষ সময়! ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে RBI-র বড় ঘোষণা

সবজি বাজার হোক কিংবা ছোট দোকান, একের পর এক খুচরো টাকার ঝামেলায় নাকাল হতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। অনেক সময় দোকানদার বলছেন, “৫০০ টাকার ভাংতি নেই”, আবার কেউ বলছেন, “১০০ টাকার নোট নেই, পেমেন্ট করুন UPI-তে”। তবে গ্রামে বা ছোট শহরে এখনও অনেক মানুষ ডিজিটাল লেনদেনের অভ্যস্ত নন। ফলে খুচরোর ...

Updated on:

RBI

সবজি বাজার হোক কিংবা ছোট দোকান, একের পর এক খুচরো টাকার ঝামেলায় নাকাল হতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। অনেক সময় দোকানদার বলছেন, “৫০০ টাকার ভাংতি নেই”, আবার কেউ বলছেন, “১০০ টাকার নোট নেই, পেমেন্ট করুন UPI-তে”। তবে গ্রামে বা ছোট শহরে এখনও অনেক মানুষ ডিজিটাল লেনদেনের অভ্যস্ত নন। ফলে খুচরোর অভাবে অস্বস্তি বাড়ছে সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে।

ATM থেকে বারবার শুধু ৫০০ টাকার নোট! 

যাঁরা ATM-এ গিয়ে বারবার চেষ্টা করছেন ১০০ কিংবা ২০০ টাকার নোট পেতে, তাঁরা বারবারই ফিরে আসছেন শুধুমাত্র ৫০০ টাকার নোট নিয়ে। বেশিরভাগ ব্যাঙ্কের ATM থেকেই এমনটা হচ্ছে বলে অভিযোগ। ছোট খরচ বা পেট্রোল পাম্পে পেমেন্টের জন্য এই বড় নোট ব্যবহার করতেও সমস্যা পড়ছে অনেককে। দিন দিন যেন সংকট আরও প্রকট হয়ে উঠছিল। এই অবস্থায় সকলের একটাই প্রশ্ন, “১০০ আর ২০০ টাকার নোট কোথায় গেল?”

RBI নড়েচড়ে বসলো, দিল নতুন নির্দেশিকা | RBI Circular on Note Availability

এই সমস্যার সমাধানেই অবশেষে মাঠে নামল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। RBI এপ্রিল মাসেই একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেয় যেখানে বলা হয়, সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ককে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের অন্তত ৭৫ শতাংশ ATM-এ ১০০ ও ২০০ টাকার নোট রাখার ব্যবস্থা করতে হবে। এই নির্দেশিকা অনুযায়ীই এখন ব্যাঙ্কগুলি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে।

অবশ্যই দেখবেন: সস্তায় মিলবে Starlink ইন্টারনেট? ভারতে Starlink সেট-আপ করতে কত খরচ পড়বে? জেনে নিন

ATM-এ ক্যাশ ম্যানেজমেন্টে জোরদার তৎপরতা 

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ৭৩ শতাংশ ATM-এ ১০০ ও ২০০ টাকার নোট পাওয়া যাচ্ছে। ভারতের বৃহত্তম ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থা CMS Infosystem ইতিমধ্যেই দেশের ২.১৫ লক্ষ ATM-এর মধ্যে ৭৩ হাজার ATM-এর ম্যানেজমেন্ট দায়িত্বে রয়েছে। আগের বছরের তুলনায় যা অনেকটাই বেশি। ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ৬৫ শতাংশ। ক্রমশ বাড়ছে এই সংখ্যা, এবং জানা যাচ্ছে, সমস্ত ব্যাঙ্ক ও সংস্থা RBI-র ডেডলাইন মানার জন্যই এখন দৌড়চ্ছে।

আগামী বছরের জন্যও পরিকল্পনা সেরে ফেলেছে RBI 

খবর অনুযায়ী, RBI আশ্বাস দিয়েছে যে, আগামী ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশের ৯০ শতাংশ ATM মেশিনেই পাওয়া যাবে ১০০ ও ২০০ টাকার নোট। অর্থাৎ শুধু সেপ্টেম্বরেই নয়, ভবিষ্যতের জন্যও নিশ্চিত পদক্ষেপ নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে দেশের প্রান্তিক ও মধ্যবিত্ত মানুষের হাতে আবার পৌঁছবে প্রয়োজনীয় খুচরো নোট। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী ৩১ মার্চ পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে RBI।

অবশ্যই দেখবেন: মাত্র ২৯ টাকায় AC লোকাল ট্রেন! শিয়ালদা-রাণাঘাট রুটের ভাড়ার তালিকা প্রকাশ

WhatsApp Icon