Salman Khan: সলমন খানের ক্যারিয়ারে ধাক্কা! লজ্জা ভুলে অনুরাগীদের কাছে হাত জোড় করে আর্জি জানালেন সলমন

বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan) বর্তমানে জীবনের কঠিনতম সময় পার করছেন—একদিকে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে ক্যারিয়ারের পড়তি গ্রাফ। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইদ স্পেশাল ছবি ‘সিকন্দর’ (Sikandar Movie 2025) আশানুরূপ সাফল্য এনে দিতে পারেনি। একসময়ের হিটমেশিন ভাইজানের সিনেমা এবার দর্শকদের মন জয় করতে ব্যর্থ। তাই এবার নিজেকে পুনর্গঠনের পথে হাঁটলেন ...

Updated on:

Salman Khan

বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan) বর্তমানে জীবনের কঠিনতম সময় পার করছেন—একদিকে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে ক্যারিয়ারের পড়তি গ্রাফ। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইদ স্পেশাল ছবি ‘সিকন্দর’ (Sikandar Movie 2025) আশানুরূপ সাফল্য এনে দিতে পারেনি। একসময়ের হিটমেশিন ভাইজানের সিনেমা এবার দর্শকদের মন জয় করতে ব্যর্থ। তাই এবার নিজেকে পুনর্গঠনের পথে হাঁটলেন সলমন।

সিকন্দর ছবির হতাশাজনক পারফরম্যান্স

বিষয় তথ্য
সিনেমার নাম সিকন্দর (Sikandar)
মুক্তির তারিখ ৩০ মার্চ ২০২৫
প্রথম সপ্তাহের আয় ₹৮০ কোটি (প্রায়)
দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র, অনেকেই হতাশ পারফরম্যান্সে
সমালোচকদের মত দুর্বল স্ক্রিপ্ট এবং পুরানো ফর্মুলা নিয়ে অভিযোগ

সিকন্দর ছবিতে সলমনের অভিনয় এবং চিত্রনাট্য দর্শকদের একটি বড় অংশের কাছে আকর্ষণ সৃষ্টি করতে পারেনি। ফলে বক্স অফিসে ছবিটির গতি থেমে গেছে মাঝপথেই।

অনুরাগীদের মতামত নিচ্ছেন ভাইজান সলমন খান

সাম্প্রতিক এক ফ্যান মিটিংয়ে (Salman Khan Fan Meet 2025) সলমন নিজেই ভক্তদের কাছে জানতে চেয়েছেন—“আপনারা আমাকে কী রকম চরিত্রে দেখতে চান?”, “কী রকম গল্প আপনাদের ভালো লাগে?”। এই স্বচ্ছতা এবং অনুরাগীদের মতামত গ্রহণের মনোভাব থেকেই বোঝা যায়, নিজের ক্যারিয়ার নিয়ে এবার বাস্তবিক পরিবর্তন আনতে চাইছেন ভাইজান।

সলমনের বক্তব্য:

“সবারই সমর্থনের প্রয়োজন হয়। হয়তো অনেকেই ভাবছেন আমার দরকার নেই, কিন্তু আমারও তো সমর্থন দরকার,” — সালমান খান।

আরও পড়ুন: Asha Workers Protest 2025: ১৫ হাজার বেতন না বাড়ালে পথে নামব!” রাজ্যকে চূড়ান্ত হুঁশিয়ারি আশাকর্মীদের

ভবিষ্যতের প্রোজেক্ট: ‘গঙ্গারাম’ ও ‘কিক ২’

সলমন খানের পরবর্তী বড় প্রোজেক্ট হচ্ছে ‘গঙ্গারাম’ (Gangaram Movie), যা ‘কিক’ (Kick Movie) এর সিক্যুয়েল। এই ছবিতে সঞ্জয় দত্তের (Sanjay Dutt) সঙ্গে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যেতে পারে সলমনকে।

আসন্ন ছবি সম্ভাব্য মুক্তি সহযোগী অভিনেতা
গঙ্গারাম (Kick 2 Sequel) ২০২৫ শেষ নাগাদ সঞ্জয় দত্ত (জল্পনা)

তবে ‘সিকন্দর’ ফ্লপ হওয়ার পর অনুরাগীদের আশঙ্কা, যদি স্ক্রিপ্টে পরিবর্তন না আসে, তাহলে ‘গঙ্গারাম’ ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে।

আরও পড়ুন: West Bengal Weather Update: চৈত্রের দাবদাহে হাঁসফাঁস বাংলা, তবে স্বস্তি দিচ্ছে নতুন বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon