কলকাতার দুর্গাপুজো মানেই চমকে ভরা থিম, আবেগে মোড়া প্রতিটি মণ্ডপ আর মানুষের ঢল। পুজোর কয়েকটা দিন গোটা শহর যেন একটা জাদুর জালে মোড়া থাকে। অষ্টমী-নবমীতে ভিড়ের চাপে হাঁসফাঁস করা শহরবাসীও অপেক্ষায় থাকে নতুন কিছু দেখার আশায়। কখনও ইতিহাস, কখনও ভবিষ্যতের কথা বলে থিম, আর কখনও বলে সেই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর কথা। সেই কারণেই তো প্রতি বছর আগেভাগে অপেক্ষা থাকে— কে কোন থিম আনছে! আর এই অপেক্ষার তালিকায় প্রথম নামটাই যে ওঠে, তা হল সন্তোষ মিত্র স্কোয়্যার (Santosh Mitra Square)।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন পুজোর ভাষায় (Durga Puja Modern Themes in Kolkata)
সময় বদলায়, পুজোর ভাষাও বদলায়। শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এখন দুর্গাপুজো হয়ে উঠেছে সমাজের আয়না। অনেকেই বলেন, ‘থিম’ শব্দটাই যেন পুজোর এক নতুন রূপ দিয়েছে। যারা আগে শুধুই প্রতিমা দেখতে যেতেন, তারাও এখন মণ্ডপের ভাবনায় মুগ্ধ। সন্তোষ মিত্র স্কোয়্যার (Santosh Mitra Square Puja) সেই ভাবনার অন্যতম পুরোধা। ইতিহাস হোক বা রাজনীতি— সবেতেই তাদের থিমে থাকে সাহসী স্পর্শ। আর এবার পুজোর ৯০ বছরে কী নিয়ে আসছে তারা, তা জানার জন্য শহরের থিমপ্রেমীদের চোখ ছিল এই মণ্ডপেই।
Read More: CSP-আপনার কাছেই ব্যাঙ্কের মিনি ব্রাঞ্চ: মাসে ৩০ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ!
থিম ঘোষণায় চমক: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আসছে সন্তোষ মিত্র স্কোয়্যার (Operation Sindoor Theme Durga Puja 2025)
অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। এবছর দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়্যারের থিম হল ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor Theme). রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পুজোর মুখ্য উদ্যোক্তা এবং বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh) নিজেই জানিয়ে দেন এই থিমের কথা। সঙ্গে পোস্ট করেন ভারতীয় সেনার একাধিক ছবি, আর সেখান থেকেই আলোড়ন শুরু হয়। শহর জুড়ে আলোচনা, এবারের মণ্ডপে থাকছে কী? কীভাবে ফুটিয়ে তোলা হবে সেনার এই বীরত্বগাথা?
Read More: অটো আপগ্রেডেশন স্কিম ভারতীয় রেলে(Indian Railways) নতুন সুবিধা: স্লিপার ভাড়ায় এবার এসি কোচে ভ্রমণ!
দেশাত্মবোধক বার্তা: সেনার বীরত্বেই হবে এবারের মণ্ডপের নির্মাণ (Indian Army Tribute Durga Puja Theme)
এই থিমের পেছনে রয়েছে ৭ মে, ২০২৫-এ ভারতীয় সেনার একটি গোপন অভিযান। জম্মু-কাশ্মীরের পহেলগাঁও এলাকায় এক সন্ত্রাসবাদী হামলার পাল্টা জবাব দিতে ‘অপারেশন সিঁদুর’ চালায় সেনাবাহিনী। ভারতীয় ভূখণ্ড ছাড়িয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর (PoK)-এ হামলা চালিয়ে সেনা ধ্বংস করে অন্তত ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি। দেশজুড়ে এই অভিযান প্রশংসিত হয়, আর সেই আবেগকেই এবার থিম হিসেবে তুলে ধরতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়্যার। অর্থাৎ, মা দুর্গার অসুরদলন আর ভারতীয় সেনার সাহসিকতা— দুয়ের এক অপূর্ব মিল ঘটতে চলেছে এই মণ্ডপে।
থিমে থাকবে রিয়েল সেনার অস্ত্র, ভিডিও ফুটেজ ও ইন্টার্যাক্টিভ অভিজ্ঞতা (Real Weapons, Army Video & Interactive Puja Setup)
তবে শুধু থিমের নাম শুনেই নয়, দর্শনার্থীদের মনে কৌতূহলের জায়গা আরও অনেক। শোনা যাচ্ছে, মণ্ডপে থাকছে সেনার ব্যবহার করা কিছু আসল অস্ত্র (Real Weapons), ইন্টার্যাক্টিভ এলাকা (Interactive Zone), রিয়েল অপারেশনের ভিডিও ফুটেজ (Video Footage of Operation) এবং যুদ্ধক্ষেত্রের আদলে সাজানো এক মিনি জোন। উদ্যোক্তারা জানিয়েছেন, দর্শনার্থীরা যেন শুধুই দেখে না, অনুভবও করতে পারেন এই অভিযান— সেই দিকেই থাকবে মূল জোর। তাই এবারের পুজো শুধু আনন্দের নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ারও এক সুযোগ।
Read More: দৈনিক ৫০ টাকায় ৩৫ লক্ষ! পোস্ট অফিসের বাম্পার ‘গ্রাম সুরক্ষা’ স্কিম(Gram Suraksha Yojana)
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |