টানা ৫ দিনের ছুটি! অগাস্টে রাজ্যের স্কুলগুলোতে জারি হল ছুটির নির্দেশিকা

কলকাতা: অগাস্ট মাস পড়তে না পড়তেই রাজ্য সরকারের পক্ষ থেকে সামনে এল ছুটির নোটিস (School Holiday)। অগাষ্ট মাসে এবার টানা ৫ দিন বন্ধ থাকবে স্কুল। তাও মাসের দ্বিতীয় সপ্তাহে। জেনে নিন কবে কবে বন্ধ থাকবে স্কুলগুলো। আগস্ট মাসটি আলাদাভাবে ফুটে ওঠে কারণ এতে স্বাধীনতা দিবসের মতো জাতীয় উদযাপন, রাজ্য-নির্দিষ্ট বিভিন্ন ...

Updated on:

School Holiday

কলকাতা: অগাস্ট মাস পড়তে না পড়তেই রাজ্য সরকারের পক্ষ থেকে সামনে এল ছুটির নোটিস (School Holiday)। অগাষ্ট মাসে এবার টানা ৫ দিন বন্ধ থাকবে স্কুল। তাও মাসের দ্বিতীয় সপ্তাহে। জেনে নিন কবে কবে বন্ধ থাকবে স্কুলগুলো। আগস্ট মাসটি আলাদাভাবে ফুটে ওঠে কারণ এতে স্বাধীনতা দিবসের মতো জাতীয় উদযাপন, রাজ্য-নির্দিষ্ট বিভিন্ন অনুষ্ঠান এবং ধর্মীয় উৎসব থাকে।

কিছু ছুটি নির্দিষ্ট অঞ্চল বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, অন্যরা বেশ কিছু ছুটি রয়েছে এই গোটা আগস্ট মাস জুড়ে। এই মাসে আছে স্বাধীনতা দিবস, রাখি উৎসব, জন্মাষ্টমী থেকে গণেশ পুজোর ছুটি। এই সব মিলিয়ে টানা ছুটি  (School Holiday) মিলবে অগাস্ট মাসে। এই সব ছুটি (School Holiday) ও রবিবার মিলিয়ে প্রায় ১৫ দিন মতন বন্ধ থাকবে স্কুলগুলো।

School Holiday
School Holiday

কোন বিশেষ দিনগুলোতে ছুটি

অগস্টের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৫ অগাস্ট এবং ঝুলন পূর্ণিমা। সেই সময় টানা পাঁচ দিন বন্ধ থাকবে স্কুল। ১৩ অগস্ট থেকে ১৭ অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। সে সপ্তাহে, ঝুলন পূর্ণিমা, স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী পড়েছে একই সপ্তাহে। সেই সপ্তাহে বুধবার অর্থাৎ ১৩ অগাস্ট থেকে রবিবার অর্থাৎ ১৭ অগাস্ট পর্যন্ত বন্ধ (School Holiday) থাকবে স্কুল।

স্কুল অফিসের ছুটির দিন

প্রায় সকল সরকারি ও বেসরকারি স্কুলগুলি ছুটি (School Holiday) থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে সরকারি অফিসগুলোও। এই টানা ৫ দিনের ছুটি ওড়িশার স্কুলগুলিতেও দেওয়া হবে। সেখানে ১৩ থেকে ১৭ অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তেমনই এই রাজ্যে তার আগের সপ্তাহ অর্থাৎ অগস্টের প্রথম সপ্তাহে রয়েছে ছুটি। ৯ অগস্ট শনিবার পড়েছে রাখি উৎসব। এই দিন সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি। দ্বিতীয় সপ্তাহে স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী উপলক্ষ্যে থাকবে পর পর তিন দিন ছুটি থাকবে। সঙ্গে ২৭ অগস্ট গণেশ চতুর্থীর ছুটি (School Holiday) থাকবে রাজ্যের স্কুলগুলোতে।

অবশ্যই দেখবেন: আবারও দুর্যোগ! ৭ অগাস্ট পর্যন্ত দেশজুড়ে তাণ্ডব চালাবে ঝড়-বৃষ্টি, জানুন কোন কোন রাজ্যে বেশি প্রভাব

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon