Sealdah Local Train Ladies Coach Update: শিয়ালদহ লোকাল ট্রেনে বড় সিদ্ধান্ত! বাড়ছে মহিলা কামরার সংখ্যা, কেন জানলে অবাক হবেন!

Sealdah Local Train Ladies Coach Update: পূর্ব রেলের এক বড় পদক্ষেপে বদল আসছে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে। এতদিন পর্যন্ত ট্রেনের শুধুমাত্র দুই প্রান্তে একটি করে মহিলা কামরা থাকত। ফলে যাতায়াতের সময় মহিলা যাত্রীদের অসুবিধা ছিল চরমে। এবার সেই সমস্যারই স্থায়ী সমাধানে এগিয়ে এল Eastern Railway। মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বড় ...

Updated on:

Sealdah Local Train Ladies Coach Update

Sealdah Local Train Ladies Coach Update: পূর্ব রেলের এক বড় পদক্ষেপে বদল আসছে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে। এতদিন পর্যন্ত ট্রেনের শুধুমাত্র দুই প্রান্তে একটি করে মহিলা কামরা থাকত। ফলে যাতায়াতের সময় মহিলা যাত্রীদের অসুবিধা ছিল চরমে। এবার সেই সমস্যারই স্থায়ী সমাধানে এগিয়ে এল Eastern Railway

মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বড় সিদ্ধান্ত (Sealdah Local Train Ladies Coach Update)

➥ পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী শিয়ালদহ লোকাল লাইনে চলাচল করেন। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ যাত্রী মহিলা
➥ বহু মহিলা যাত্রী ভিড় ও নিরাপত্তার অভাবে জেনারেল কামরা ব্যবহার করতে ভয় পান।
➥ সেই কারণে এখন মহিলা কামরার সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেনারেল কামরা থেকে মহিলা কামরা — বড় বদল

ট্রেনের দুই প্রান্তে থাকা ভেন্ডার কামরার সঙ্গে যুক্ত জেনারেল কামরাগুলিকে মহিলা কামরায় রূপান্তর করার চিন্তা করছে রেল। যদিও এতে পুরুষ যাত্রীদের অসুবিধা হতে পারে বলে আশঙ্কা রয়েছে, তবুও মহিলাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য রেল কর্তৃপক্ষের অগ্রাধিকার।

৯ কোচ থেকে ১২ কোচ, এবার ১৫ কোচেও মহিলা কামরা!

আগে ৯ কোচের ট্রেনে দু’টি লেডিস কোচ থাকত। এখন ১২ কোচেও একই রীতি চলছে। তবে রেল জানাচ্ছে, ভবিষ্যতে ১৫ কোচের ট্রেন চালানোর পরিকল্পনাও রয়েছে। এতে মহিলা ও পুরুষ উভয়ের সুবিধা নিশ্চিত হবে।।

 মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কার পদক্ষেপের পুনরাবৃত্তি

মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন ‘মাতৃভূমি এক্সপ্রেস’ চালু হয়েছিল শুধুমাত্র মহিলাদের জন্য। তবে সব রুটে এই ট্রেন চালানো সম্ভব নয়। এই অবস্থায়, শিয়ালদহ ডিভিশনে মহিলা কামরা বৃদ্ধির সিদ্ধান্ত মহিলাদের জন্য নিঃসন্দেহে স্বস্তির।

 গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে:

বিষয় বিস্তারিত
প্রতিদিন যাত্রী সংখ্যা ১৫-১৮ লক্ষ
মহিলা যাত্রীর সংখ্যা আনুমানিক ২৫%
বর্তমান কামরার সংখ্যা ১২ কোচের ট্রেন
মহিলা কামরা ২ টি, বাড়ানোর সিদ্ধান্ত
ভবিষ্যৎ পরিকল্পনা ১৫ কোচের ট্রেন, বেশি কামরা

এই আপডেটটি যদি আপনার ভালো লাগে বা আপনি নিত্যযাত্রী হন — তাহলে কমেন্টে মতামত জানান ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন! আরও খবর পেতে চোখ রাখুন — 🔔 “বাংলা রেল আপডেট | Bengali Rail Update” সেকশনে।

আরও পড়ুন: Horoscope: সূর্যদেবের আশীর্বাদে এই ৩ রাশির খুলে যাবে ভাগ্যের দরজা! রইল আজকের রাশিফল, ১৩ই এপ্রিল

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon