ভোগান্তির অবসান! এবার নির্দিষ্ট ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম, বড় পরিবর্তন শিয়ালদহে

রাজ্যের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল শিয়ালদহ (Sealdah Station)। প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন এই স্টেশন দিয়ে। উত্তর, দক্ষিণ, মেন সহ একাধিক শাখায় লোকাল ট্রেন চলাচলের পাশাপাশি বহু দূরপাল্লার ট্রেনও ওঠানামা করে এখান থেকেই। তবে এত বড় স্টেশনে একাধিক প্ল্যাটফর্ম থাকায়, কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে ঢুকবে— তা নিয়ে ...

Published on:

Sealdah Station

রাজ্যের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল শিয়ালদহ (Sealdah Station)। প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন এই স্টেশন দিয়ে। উত্তর, দক্ষিণ, মেন সহ একাধিক শাখায় লোকাল ট্রেন চলাচলের পাশাপাশি বহু দূরপাল্লার ট্রেনও ওঠানামা করে এখান থেকেই। তবে এত বড় স্টেশনে একাধিক প্ল্যাটফর্ম থাকায়, কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে ঢুকবে— তা নিয়ে রোজই বিভ্রান্তিতে পড়েন বহু নিত্যযাত্রী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কখনও শেষ মুহূর্তে বদলে যায় ট্রেনের প্ল্যাটফর্ম, আবার কখনও ঘোষণা ঠিকমতো শোনা যায় না। ফলে দৌড়ঝাঁপ, হুড়োহুড়ি, প্ল্যাটফর্ম বদল— এসব যেন শিয়ালদহ স্টেশনের নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এই বিশৃঙ্খলার কারণে রোজ সময় নষ্ট হচ্ছে যাত্রীদের, বাড়ছে ভোগান্তিও। অনেকেই বলছেন, এত ব্যস্ত একটি স্টেশনে আরও নির্ভরযোগ্য এবং আগাম প্ল্যাটফর্ম আপডেটের ব্যবস্থা করা জরুরি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিয়ালদহ স্টেশনে যাত্রীদের জন্য বড়সড় স্বস্তির খবর, প্ল্যাটফর্ম বিভ্রান্তি কাটাতে নতুন পদক্ষেপ

নতুন যাত্রী হোন বা প্রতিদিনের ডেইলি প্যাসেঞ্জার— শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) পা দিয়েই একবার না একবার আতান্তরে পড়েননি, এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসবে, সেটা খুঁজে বার করতে গিয়ে অনেককেই এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়তে হয়। প্ল্যাটফর্ম বদলের হঠাৎ ঘোষণা, বিভ্রান্তিকর নির্দেশনা— সব মিলিয়ে সময় নষ্ট তো হয়ই, সঙ্গে বাড়ে বিরক্তিও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
Sealdah Station
Sealdah Station

তবে এবার সেই ভোগান্তির দিন শেষ হতে চলেছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ স্টেশনে বড় উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। এখন থেকে প্রতিটি রুটের ট্রেনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম নম্বর। অর্থাৎ কোন ট্রেন কোন রুটে যাচ্ছে, সেটার ভিত্তিতেই প্ল্যাটফর্ম ঠিক থাকবে— বদলানো হবে না হঠাৎ করে।

এই পদক্ষেপে যাত্রীদের মধ্যে যেমন স্বস্তি ফিরবে, তেমনই স্টেশনে অব্যবস্থাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে অফিস টাইম বা ভিড়ের সময় যাত্রীদের গন্তব্যে পৌঁছনো অনেকটাই সহজ ও সামর্থ হয়ে উঠবে।রেল দফতরের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার যোগ্য— কারণ প্রতিদিন লাখ লাখ যাত্রীর যাতায়াতের অন্যতম কেন্দ্রে অবশেষে যাত্রীস্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

শিয়ালদহ স্টেশনে কোন প্ল্যাটফর্মে আসবে কোন ট্রেন: যাত্রীদের জন্য নির্দিষ্ট তালিকা প্রকাশ

শিয়ালদহ স্টেশনকে (Sealdah Station) ঘিরে যাত্রীদের বহুদিনের একটি বড় সমস্যা ছিল— কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে, তা নিয়ে ধোঁয়াশা। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এল রেল কর্তৃপক্ষ। এবার থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কোন রুটের ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে।

প্ল্যাটফর্ম ১ থেকে ৫:
এই প্ল্যাটফর্মগুলি বরাদ্দ করা হয়েছে মেন লাইনের লোকাল ট্রেনগুলির জন্য।
যেমন —

  • কৃষ্ণনগর
  • শান্তিপুর
  • গেদে
  • ব্যারাকপুর
    এই রুটের ট্রেনগুলি এবার নির্ধারিতভাবে এই পাঁচটি প্ল্যাটফর্মেই আসবে।

প্ল্যাটফর্ম ৫ থেকে ৮:
এই অংশটি নির্দিষ্ট করা হয়েছে মূলত সিসিআর শাখার ট্রেনগুলির জন্য।
যেমন —

  • ডানকুনি
  • বারুইপাড়া
    এই রুটের ট্রেনগুলি এই নির্দিষ্ট প্ল্যাটফর্মগুলিতেই থাকবে, যাতে যাত্রীদের আর ছুটোছুটি করতে না হয়।

এই নির্দিষ্টকরণের ফলে প্ল্যাটফর্ম বদলের হুড়োহুড়ি, বিভ্রান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপ যাত্রী পরিষেবাকে আরও সহজ ও গুছানো করে তুলবে বলেই আশা করা যায়।

শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম বিভ্রান্তি দূর করতে বড়সড় পদক্ষেপ, রুট অনুযায়ী নির্দিষ্ট প্ল্যাটফর্ম

প্রতিদিন হাজার হাজার মানুষ শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করেন। এত রকম রুট, এত রকম ট্রেন— কোনটা কোন প্ল্যাটফর্মে আসবে তা বুঝতে গিয়ে অনেক সময়ই যাত্রীদের পড়তে হয় বিপাকে। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এল রেল কর্তৃপক্ষ।

এক একটি রুটের জন্য নির্দিষ্ট করে দেওয়া হল প্ল্যাটফর্ম, যাতে যাত্রীরা সহজে বুঝে নিতে পারেন কোথায় কোন ট্রেন ধরতে হবে।

🔹 সেন্ট্রাল শাখার সাবার্বান ট্রেন (লোকাল) যেমন—

  • বনগাঁ
  • হাবড়া
  • দত্তপুকুর
  • হাসনাবাদ
  • ঠাকুরনগর
  • দমদম ক্যান্টনমেন্ট
  • মধ্যমগ্রাম

এই রুটের ট্রেনগুলি এবার থেকে আসবে প্ল্যাটফর্ম ৬ থেকে ১০-এ।

🔹 মেল ট্রেন ও এক্সপ্রেস ট্রেনের জন্য বরাদ্দ করা হয়েছে প্ল্যাটফর্ম ৯ এবং ১১ থেকে ১৪। অর্থাৎ দূরপাল্লার ট্রেন ধরতে হলে এখন আর হুট করে প্ল্যাটফর্ম বদলাতে হবে না।

🔹 দক্ষিণ শাখার লোকাল ট্রেনগুলি— যেমন নামখানা, ক্যানিং, ডায়মন্ড হারবার ইত্যাদি— সেগুলির জন্য নির্দিষ্ট করা হয়েছে প্ল্যাটফর্ম ১৫ থেকে ২১

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও ভোগান্তি কমানোর দিকেই মূলত লক্ষ্য রাখা হয়েছে। আগাম এই তথ্য জানলে আর হুড়োহুড়ি বা ভুল প্ল্যাটফর্মে গিয়ে সময় নষ্ট হবে না। যাত্রী পরিষেবার দিক থেকে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।

অবশ্যই দেখবেন: ‘জয় বাংলা’ রোগে জেরবার শহর! কীভাবে ছড়ায়, কীভাবে সারে? জেনে নিন বিশদে

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More