Ekchokho.com 🇮🇳

শিয়ালদহ থেকে ১৬০ কিমি গতিতে ছুটবে বন্দে ভারত স্লিপার! কোন রুটে ছুটবে এই ট্রেন ভাড়াই বা কত হবে? জানুন বিস্তারিত 

Sealdah Vande Bharat Sleeper: রেল যাত্রীদের জন্য আরো একটি সুখবর। এবার দেশে ছুটবে বহুপ্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন। যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। উল্লেখযোগ্য বিষয়, এই ট্রেনের কমপক্ষে ৮০টি কোচ পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার একটি প্ল্যান্টে তৈরি হবে বলে জানা গিয়েছে। সকলেই এই ট্রেনের রুট জানতে অধির আগ্রহে অপেক্ষা করছেন। প্রাথমিকভাবে ...

Published on:

Sealdah Vande Bharat Sleeper

Sealdah Vande Bharat Sleeper: রেল যাত্রীদের জন্য আরো একটি সুখবর। এবার দেশে ছুটবে বহুপ্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন। যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। উল্লেখযোগ্য বিষয়, এই ট্রেনের কমপক্ষে ৮০টি কোচ পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার একটি প্ল্যান্টে তৈরি হবে বলে জানা গিয়েছে। সকলেই এই ট্রেনের রুট জানতে অধির আগ্রহে অপেক্ষা করছেন। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, হাওড়া ও শিয়ালদা থেকে এই ট্রেন তার যাত্রা শুরু করবে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে রেলের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

শিয়ালদহ থেকেও ছুটবে বন্দে ভারত স্লিপার? Sealdah Vande Bharat Sleeper will also run from Sealdah

বিইএমএল দ্বারা নির্মিত, বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper) উদ্বোধনের কথা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যে ট্রেনটির অন্দরমহলের ছবি অবধি শেয়ার করা হয়েছে রেলের তরফে। এই ট্রেন চালু হলে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধার ক্ষেত্রে একটি নতুন বিকল্প তৈরি হবে। দিল্লি, হাওড়া-সহ একাধিক রুটে এই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে। রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের পরে শিয়ালদহ-নয়াদিল্লি-শিয়ালদহ বন্দে ভারত স্লিপার ট্রেনটি হবে এই রুটের তৃতীয় প্রিমিয়াম ট্রেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উল্লেখ্য, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনটি প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেসের চেয়ে যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে আরও ভালো অভিজ্ঞতা প্রদান করবে। এই ট্রেনটি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার সর্বোচ্চ গতিতে চলতে সক্ষম এবং উচ্চ গড় গতিতে চলতে সক্ষম, যা যাত্রীদের রাতের ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলবে। সূত্রের খবর, শিয়ালদহ থেকে নয়াদিল্লি বন্দে ভারত স্লিপার চালু হলে ১৫ ঘণ্টায় ১৪৫৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ট্রেন। বন্দে ভারত স্লিপার ট্রেনটি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলার জন্য ডিজাইন করা হয়েছে।

জেনে নিন, ট্রেনটি কোন কোন স্টেশনে থামবে?

যাত্রাকালে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনটি আসানসোল জংশন, ধানবাদ জংশন, গয়া জংশন, ডিডি উপাধ্যায় জংশন এবং কানপুর সেন্ট্রালের মতো প্রধান স্টেশনগুলিতে থামবে।

জানুন, ট্রেনটির অন্দরসজ্জা সম্পর্কে:

শিয়ালদহ থেকে নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কোচের সংখ্যা থাকবে ১৬টি। এগুলি হলো ১১টি এসি থ্রি টিয়ার কোচ, ৪টি এসি টু টায়ার কোচ এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ।

জানুন, বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া:

বন্দে ভারত স্লিপার ট্রেনে এসি থ্রি-টায়ার কোচের ভাড়া প্রায় ৩২০০ টাকা, এসি ২-টায়ার কোচের ভাড়া ৪২০০ টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া ৫৩০০ টাকার কাছাকাছি হবে বলে অনুমান করা হচ্ছে।

জেনে নিন, ট্রেনটির সময়সূচি:

শিয়ালদহ থেকে নয়াদিল্লিগামী বন্দে ভারত স্লিপার ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে সন্ধ্যা ৭টায় নয়াদিল্লি পৌঁছবে। ফিরতি পথে ট্রেনটি নয়াদিল্লি থেকে বিকেল ৬টায় ছেড়ে পরের দিন সকাল ৭টায় শিয়ালদহ পৌঁছবে। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।   

অবশ্যই দেখবেন: মিলেছে ছাড়পত্র! এসপ্ল্যানেড শিয়ালদহ রুটে মেট্রো শুরু আর কিছুদিনের মধ্যেই! জানুন বিস্তারিত