September 2025 Bank Holidays: আপনার যদি সেপ্টেম্বর মাসে কোনো গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের কাজ থেকে থাকে, তাহলে আগে থেকেই জেনে নেওয়া দরকার কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ সেপ্টেম্বর মাসে সারা দেশে মোট ১৫ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। এর মধ্যে রয়েছে রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবারের মতো সাপ্তাহিক বন্ধ, আবার আছে আঞ্চলিক উৎসব আর সরকারি উপলক্ষের দিনগুলোও। তাই সময়মতো কাজ সেরে নিতে এই তালিকা জানা খুবই জরুরি।
September 2025 Bank Holidays: সাপ্তাহিক ছুটির দিন
যেমন প্রতি মাসেই হয়, সেপ্টেম্বর ২০২৫-এও প্রতি রবিবার আর দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই নিয়ম সারা দেশেই একইভাবে প্রযোজ্য। তাই ওই দিনগুলোতে কোনো অফলাইন ব্যাঙ্কিং সার্ভিস পাওয়া যাবে না। এই মাসে সাপ্তাহিক ছুটিগুলো পড়ছে ৭, ১৩, ১৪, ২১, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর। এই দিনগুলোতে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। শুধু এটুকুই নয়, উৎসবের কারণে আলাদা কিছু তারিখেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
September 2025 Bank Holidays: আঞ্চলিক উৎসব ও সরকারি ছুটি
সাপ্তাহিক ছুটির বাইরে আরও বেশ কয়েকটি আঞ্চলিক উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটিগুলো রাজ্যভেদে আলাদা হবে। যেমন ৩ সেপ্টেম্বর ঝাড়খণ্ডে কারমা পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৪ সেপ্টেম্বর কেরালায় অনম উৎসবের জন্যও ব্যাঙ্কে কাজ হবে না।
তারপর ৫ ও ৬ সেপ্টেম্বর ঈদ-এ-মিলাদ উপলক্ষে জম্মু-কাশ্মীরসহ কিছু রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে। একই দিনে সিকিমে ইন্দ্রযাত্রা আর ছত্তীসগঢ়ের রায়পুরেও উৎসব উপলক্ষে ছুটি থাকবে।
২২ সেপ্টেম্বর নবরাত্রি শুরু হচ্ছে। তাই জয়পুরসহ কিছু শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ সেপ্টেম্বর জম্মু ও শ্রীনগরে মহারাজা হরি সিং-এর জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাঙ্কে কাজকর্ম বন্ধ থাকবে।
অবশ্যই দেখবেন: GST কমল! ঠিক কতটা সস্তা হলো AC-TV? দেখুন সম্পূর্ণ হিসেব
সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো এই মাসের শেষের দিকে পড়ছে। ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমীতে পশ্চিমবঙ্গ, গুজরাটসহ বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩০ সেপ্টেম্বরও দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও ঝাড়খণ্ডে ছুটি থাকবে। ফলে মাসের শেষের দিকে একটানা কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
September 2025 Bank Holidays: গ্রাহকদের জন্য প্রভাব
সেপ্টেম্বর ২০২৫-এ মোট ১৫ দিন ব্যাঙ্ক ছুটি থাকায় গ্রাহকদের ওপর এর প্রভাব পড়তে বাধ্য। যারা নিয়মিত অফলাইন ব্যাঙ্কিং সার্ভিস নেন, যেমন চেক জমা দেওয়া, ডিমান্ড ড্রাফট তৈরি, ঋণের কাগজপত্র জমা বা বড় অঙ্কের টাকা তোলা—এই কাজগুলো ওই দিনগুলোতে করা যাবে না।
যদি কেউ ছুটির দিন না জেনে ব্যাঙ্কে যান, তবে অকারণে সময় নষ্ট হবে। তাই আগে থেকেই তারিখগুলো খেয়াল রাখা জরুরি। বিশেষ করে ব্যবসায়ী, ছাত্রছাত্রী বা চাকরিজীবীদের জন্য এই ছুটির তালিকা গুরুত্বপূর্ণ, কারণ তাঁদের প্রায়ই ব্যাঙ্ক-সংক্রান্ত কাজ থাকে।
অনলাইন ব্যাঙ্কিং সার্ভিস চালু থাকবে
এটা মনে রাখা দরকার যে, ছুটির দিনে শুধু অফলাইন শাখা বন্ধ থাকবে। কিন্তু অনলাইন ব্যাঙ্কিং সার্ভিস যেমন মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই (UPI) বা এটিএম সার্ভিস চালু থাকবে। ফলে টাকা ট্রান্সফার, অনলাইন পেমেন্ট, বিল পরিশোধের মতো কাজগুলোতে কোনো সমস্যা হবে না।
তবে লম্বা ছুটির সময় এটিএম-এ নগদের ঘাটতি দেখা দিতে পারে, বিশেষ করে গ্রামীণ বা বেশি ভিড়ওয়ালা এলাকায়। তাই আগে থেকেই পর্যাপ্ত নগদ রাখার পরিকল্পনা করা ভালো।
September 2025 Bank Holidays: আগে থেকে পরিকল্পনা কেন জরুরি
যেহেতু সেপ্টেম্বর মাসে প্রায় অর্ধেক মাসই কোনো না কোনোভাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তাই আগে থেকে পরিকল্পনা না করলে সমস্যায় পড়তে হতে পারে। চেক জমা দেওয়া, ঋণের জন্য আবেদন, বা বড় অঙ্কের টাকা তোলার মতো কাজগুলো ছুটি শুরুর আগে সেরে ফেলা বুদ্ধিমানের কাজ। আগাম পরিকল্পনা করলে একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে জরুরি আর্থিক দায়িত্বও মসৃণভাবে সম্পন্ন করা যাবে।
অবশ্যই দেখবেন: LIC FD Scheme: LIC FD স্কিমে মাত্র ১ লাখ বিনিয়োগেই মাসে ₹৬,৫০০? জানুন চমকে দেওয়া অফার!
শেষ কথা
সব মিলিয়ে, September 2025 Bank Holidays আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সময়মতো আর্থিক কাজ সেরে ফেলা খুবই জরুরি। অনলাইন ব্যাঙ্কিং এখন অনেক সুবিধা দিলেও, কিছু কাজ এখনও শাখায় গিয়ে করতে হয়। তাই ছুটির দিনগুলোর তালিকা হাতে রেখে আগে থেকে পরিকল্পনা করুন। অন্যথায়, প্রয়োজনের সময় ব্যাঙ্ক বন্ধ পেয়ে বিপাকে পড়তে হতে পারে। তাই সচেতন থাকুন, নিজের কাজ সময়মতো শেষ করুন এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা নিন।
অবশ্যই দেখবেন: Gas Cylinder Rates: বড় সুখবর! কমল গ্যাস সিলিন্ডারের দাম, কিন্তু দাম স্থায়ী তো?
Disclaimer
এই আর্টিকেলে দেওয়া তথ্য শুধুমাত্র সাধারণ অবহিতকরণের উদ্দেশ্যে লেখা। এখানে উল্লেখিত ছুটির তালিকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিভিন্ন রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ভিত্তিতে তৈরি। রাজ্যভেদে ছুটির তারিখে সামান্য পার্থক্য থাকতে পারে। সঠিক তথ্যের জন্য নিকটস্থ ব্যাঙ্ক শাখার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
অবশ্যই দেখবেন: New ATM Transaction Rules 2025: এটিএম থেকে টাকা তুললেই চার্জ? RBI-র নতুন নিয়মে গ্রাহকদের ধাক্কা
অবশ্যই দেখবেন: উৎসবের আগে নতুন GST রেটে সস্তা হচ্ছে TV-AC, কিন্তু কোন জিনিসের দাম বাড়ছে জানেন?
অবশ্যই দেখবেন: দেশের কোন কোন এক্সপ্রেসওয়েতে চলবে না FASTag Annual Pass? দেখে নিন চমকপ্রদ তালিকা!