September 2025 School Holidays: সেপ্টেম্বরে টানা ছুটি! স্কুল বন্ধ থাকবে কতদিন জানেন? দেখুন পূর্ণ তালিকা

September 2025 School Holidays: সেপ্টেম্বর মানেই উৎসবের মাস। বছরের এই সময়টা ছাত্রছাত্রীদের কাছে যেমন আনন্দের, অভিভাবকদের কাছেও তেমনই পরিকল্পনার। কারণ প্রায় গোটা মাস জুড়েই নানা উৎসব আর আঞ্চলিক দিনে স্কুলগুলোতে ছুটি থাকে। অনেকে আগেই ভেবে ফেলেন, কোথায় ভ্রমণে যাবেন, আবার কেউ পরিবার নিয়ে কাছাকাছি সময় কাটানোর সুযোগ নেন। ২০২৫ সালের ...

Updated on:

September 2025 School Holidays

September 2025 School Holidays: সেপ্টেম্বর মানেই উৎসবের মাস। বছরের এই সময়টা ছাত্রছাত্রীদের কাছে যেমন আনন্দের, অভিভাবকদের কাছেও তেমনই পরিকল্পনার। কারণ প্রায় গোটা মাস জুড়েই নানা উৎসব আর আঞ্চলিক দিনে স্কুলগুলোতে ছুটি থাকে। অনেকে আগেই ভেবে ফেলেন, কোথায় ভ্রমণে যাবেন, আবার কেউ পরিবার নিয়ে কাছাকাছি সময় কাটানোর সুযোগ নেন।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসের প্রথম ভাগে ইতিমধ্যেই অনেক উৎসব কেটে গেছে—যেমন ওনাম আর মিলাদ-উন-নবী। কিন্তু দ্বিতীয় ভাগেও একের পর এক ছুটি অপেক্ষা করছে। আসুন দেখে নেওয়া যাক এই মাসে আর কোন কোন দিনে স্কুল বন্ধ (September 2025 School Holidays) থাকতে পারে।

সেপ্টেম্বরের প্রথম ভাগ – যা যা কেটে গেল

মাসের শুরুতেই কেরালা ও দক্ষিণ ভারতের কিছু রাজ্যে পালিত হয়েছে ওনাম উৎসব। একই সময়ে মিলাদ-উন-নবী উপলক্ষে বিভিন্ন রাজ্যে স্কুল বন্ধ ছিল। ফলে অনেকেই মাসের শুরুতেই একাধিক ছুটি উপভোগ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, মাসের বাকি দিনগুলোতে কী কী ছুটি (September 2025 School Holidays) সামনে আছে?

সেপ্টেম্বর ১২ – ঈদের পরের ছুটি

জম্মু ও শ্রীনগর অঞ্চলে ঈদের ঠিক পরের দিন সাধারণত স্কুল বন্ধ থাকে (September 2025 School Holidays) । ২০২৫ সালে ১২ই সেপ্টেম্বর শুক্রবারে এই ছুটি পড়ছে। স্থানীয়ভাবে অনেক স্কুলে এটিকে “পোস্ট-ঈদ ব্রেক” বলা হয়। পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ বাড়ানোর জন্যই মূলত এই ছুটি দেওয়া হয়। এছাড়া, ওই সময় কাশ্মীরে আবহাওয়া ও বর্ষার প্রভাবও ছুটি দীর্ঘায়িত করতে পারে। তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার ফাঁকে এই কয়েকটা দিন বিশ্রাম নেওয়ার সুযোগ মিলবে।

সেপ্টেম্বর ২২ – নবরাত্রি স্থাপনা

উত্তর ভারতের রাজস্থান এবং কিছু অঞ্চলে সেপ্টেম্বরের ২২ তারিখে নবরাত্রির সূচনা হবে। অনেক স্কুলে এই দিন ছুটি ঘোষণা করা হয় (September 2025 School Holidays) । নবরাত্রি মানেই মা দুর্গার পূজা শুরু। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা উৎসবের আনন্দের পাশাপাশি পড়াশোনার চাপ থেকে মুক্তিরও সময়। যারা রাজস্থানে পড়াশোনা করেন, তারা হয়তো দেখবেন, স্কুল এই দিন ছুটি দেবে এবং তারপর থেকে পুজোর আবহ ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়বে।

সেপ্টেম্বর ২৩ – মহারাজা হরি সিং জির জন্মদিন

জম্মু ও কাশ্মীরের ইতিহাসে মহারাজা হরি সিং একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর জন্মদিন ২৩শে সেপ্টেম্বর পালিত হয় এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এদিন স্কুল কলেজ বন্ধ থাকে (September 2025 School Holidays) । ছাত্রছাত্রীদের জন্য এটি শুধু বিশ্রামের দিন নয়, বরং আঞ্চলিক ইতিহাস জানারও একটি সুযোগ। অনেক স্কুলে আগের দিন মহারাজা হরি সিং সম্পর্কে আলোচনা বা বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়।

সেপ্টেম্বর ২৯ ও ৩০ – দুর্গাপুজো মহাসপ্তমী ও মহাঅষ্টমী

পূর্ব ভারতের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। ২০২৫ সালে মহাসপ্তমী পড়েছে ২৯শে সেপ্টেম্বর এবং মহাঅষ্টমী ৩০শে সেপ্টেম্বর। এই দুই দিনেই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ওডিশা, বিহার এবং ঝাড়খণ্ডের অধিকাংশ স্কুলে ছুটি থাকবে। শুধু স্কুল ছুটি নয়, এই সময় পরিবারগুলো একসঙ্গে মণ্ডপে ঘোরা, পূজা দেখা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আনন্দে মেতে ওঠে। ছাত্রছাত্রীদের জন্য এটি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছুটি (September 2025 School Holidays)

সেপ্টেম্বর ২০২৫ স্কুল ছুটি সূচি: September 2025 School Holidays

তারিখ ছুটির নাম সম্ভাব্য অঞ্চল
১২ সেপ্টেম্বর ঈদের পরের ছুটি জম্মু, শ্রীনগর
২২ সেপ্টেম্বর নবরাত্রি স্থাপনা রাজস্থান ও উত্তর ভারতের কিছু অঞ্চল
২৩ সেপ্টেম্বর মহারাজা হরি সিং জির জন্মদিন জম্মু ও কাশ্মীর
২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী – দুর্গাপুজো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা
৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী – দুর্গাপুজো ওডিশা, বিহার, ঝাড়খণ্ড ও অন্যান্য পূর্বাঞ্চল

ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য কিছু পরামর্শ

যদিও এগুলো সম্ভাব্য ছুটি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, তবুও প্রতিটি স্কুলের ক্যালেন্ডার আলাদা হতে পারে। তাই ছাত্রছাত্রী ও অভিভাবকদের উচিত নিজ নিজ স্কুল থেকে অফিসিয়াল ছুটির তালিকা মিলিয়ে দেখা।
অনেক সময় স্থানীয় আবহাওয়া, নির্বাচন বা হঠাৎ কোনো সরকারি সিদ্ধান্তে বাড়তি ছুটি ঘোষণা করা হয়। আবার কোনো কোনো স্কুল হয়তো পরীক্ষার কারণে আগের তালিকায় পরিবর্তন আনে।

অবশ্যই দেখবেন: DA Hike: মহার্ঘ ভাতা বেড়ে ২৩% হতে পারে! পুজোর আগে সরকারি কর্মীদের কতটা লাভ?

ছুটি কাটানোর স্মার্ট উপায়

অনেকেই ছুটির সময় শুধু উৎসব বা ভ্রমণের কথা ভাবেন। কিন্তু সেপ্টেম্বর মাসে অনেক স্কুলেই মাঝামাঝি সময়ে পরীক্ষার প্রস্তুতি থাকে। তাই উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হবে। প্রজেক্ট শেষ করা, নোটস গুছিয়ে নেওয়া বা হালকা রিভিশনের জন্যও এই সময়টা কাজে লাগানো যায়।

অবশ্যই দেখবেন: Bharat Taxi: Ola-Uber-এর ঘুম উড়িয়ে এলো ‘ভারত ট্যাক্সি’! যাত্রীদের জন্য কী বড় চমক?

শেষকথা

সেপ্টেম্বর ২০২৫-এর প্রথম ভাগেই উৎসবের ছোঁয়া লেগেছে। কিন্তু দ্বিতীয় ভাগও কম রঙিন নয়। নবরাত্রি, দুর্গাপুজো থেকে শুরু করে আঞ্চলিক ছুটি—সব মিলিয়ে ছাত্রছাত্রীদের জন্য মাসটি হয়ে উঠবে ব্যস্ত অথচ আনন্দঘন। তবে মনে রাখবেন, এখানে দেওয়া ছুটি তালিকা সাধারণ ক্যালেন্ডার ও আঞ্চলিক তথ্যের ভিত্তিতে তৈরি। আপনার স্কুল বা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত অফিসিয়াল ক্যালেন্ডারই আসল নির্ভরযোগ্য তথ্য। সঠিক পরিকল্পনা করে ছুটি কাটাতে পারলে পড়াশোনা, ভ্রমণ আর আনন্দ—সবকিছুই একসঙ্গে উপভোগ করা সম্ভব।

অবশ্যই দেখবেন: Senior Citizens: হোয়াটসঅ্যাপ গুজব ভুলে যান! সিনিয়র সিটিজেনদের জন্য ২০২৫-এ আসছে ৭ বাস্তব সুবিধা, জানেন কি?

অবশ্যই দেখবেন: SSC Exam 2025: SSC পরীক্ষার্থীদের জন্য বড় খবর! রবিবার ট্রেন, মেট্রো ও ফেরির সময়সূচি কী থাকছে?

government school holidays september 2025 holiday list for students september 2025 private school holidays september 2025 school holiday update september 2025 school holidays in india september 2025 school holidays september 2025 school leave list september 2025 school reopening date september 2025 september 2025 academic break schools september 2025 durga puja school holidays september 2025 eid school holiday september 2025 festive holidays for schools september 2025 ganesh chaturthi school holiday september 2025 govt holiday for schools september 2025 holiday list september 2025 holiday list for cbse schools september 2025 independence day related school leave september 2025 national school holiday list september 2025 public holidays for schools september 2025 raksha bandhan school holiday september 2025 regional festival school holiday september 2025 regional school holidays september 2025 school academic holidays september 2025 school break dates september 2025 school closure list september 2025 school exam holidays september 2025 school festival holidays september 2025 school holiday calendar september 2025 school holiday news september 2025 school holiday notification September 2025 School Holidays september 2025 school holidays bihar september 2025 school holidays delhi september 2025 school holidays india west bengal september 2025 school holidays karnataka september 2025 school holidays kerala september 2025 school holidays maharashtra september 2025 school holidays odisha september 2025 school holidays tamil nadu september 2025 school holidays telangana september 2025 school holidays up september 2025 school timetable holidays september 2025 school vacation september 2025 school vacation dates india september 2025 special holidays schools september 2025 state wise school holidays september 2025 sunday holidays school september 2025 teacher’s day school holiday

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon