উত্তরবঙ্গ বলতে প্রথমেই মাথায় আসে পাহাড়, ঠান্ডা ফুরফুরে আবহাওয়া। যেখানে বারোমাস শীতের আমেজ বিরাজমান। তবে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে সেই চেনা চিত্র। জুলাইয়ের দাবদাহ গরমে এবার দক্ষিণের কিছু জেলাকে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গ। পাশাপাশি বেশ কিছু জেলায় বৃষ্টির ঘাটতিও বর্তমান। সবকিছু মিলিয়ে ভ্যাপসা গরম বিরাজ করছে উত্তরবঙ্গে। এমতাবস্থায় স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে সকালে পঠনপাঠনের দাবি জানিয়েছে সিপিএম ছাত্র সংগঠন এসএফআই।
সকালে স্কুলের পঠনপাঠনের দাবি জানিয়ে চিঠি | School Timing
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো বিভিন্ন জেলায় ভ্যাপসা গরমের কথা মাথায় রেখে এসএফআই তরফে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রণয় কাৰ্য্যীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দৃষ্টি আকর্ষণ করে চিঠি লিখেছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘গরমের ফলে উত্তরবঙ্গের ওই সব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে।’ ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টিকে যথার্থ গুরুত্ব দিয়ে দেখে সরকারের যথাযথ পদক্ষেপের জন্য আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।
চিঠিতে সংগঠন আরও জানিয়েছে যে, রাজ্যে সাধারণত যে সময়ে গরমের ছুটি পড়ে, উত্তরবঙ্গে সেই সময়ে তেমন গরম পড়ে না। বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে।
উত্তরোত্তর তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গে। সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোসর হচ্ছে আদ্রতাজনিত অস্বস্থি। মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না। একপ্রকার গরমে নাজেহাল হয়ে পড়ছেন সাধারণ মানুষ। এই আবহে স্কুলের সময়সীমা (School Timing) পরিবর্তনের দাবি জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে দেওয়া হয়েছে।
অবশ্যই দেখবেন: আজ থেকে শুরু দুর্যোগ! ১২ জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা, জেনে নিন সপ্তাহভর আবহাওয়ার পূর্বাভাস
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |