৩৩ বছরের অপেক্ষার অবসান! প্রথমবার জাতীয় পুরস্কার জিতে ইতিহাস গড়লেন শাহরুখ খান

সামনে এল বহু প্রতীক্ষিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। প্রতি বছর ভারতীয় সিনেমার বিভিন্ন বিভাগে সেরা কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। আর এবছরের তালিকায় রয়েছে এক বড়সড় চমক, যা খুশির জোয়ারে ভাসিয়েছে শাহরুখ অনুরাগীদের। দীর্ঘ ৩৩ বছর পর এই প্রথমবার জাতীয় পুরস্কার জিতলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ ...

Published on:

Shahrukh Khan

সামনে এল বহু প্রতীক্ষিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। প্রতি বছর ভারতীয় সিনেমার বিভিন্ন বিভাগে সেরা কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। আর এবছরের তালিকায় রয়েছে এক বড়সড় চমক, যা খুশির জোয়ারে ভাসিয়েছে শাহরুখ অনুরাগীদের। দীর্ঘ ৩৩ বছর পর এই প্রথমবার জাতীয় পুরস্কার জিতলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান (Shahrukh Khan)। ২০২৩ সাল তাঁর কেরিয়ারে এমনিতেই ফিরে আসার বছর হিসেবে স্মরণীয় হয়ে ছিল, এবার সেটাই আরও গৌরবময় হয়ে উঠল। ‘জওয়ান’ ছবির জন্য তিনি পেলেন জাতীয় পুরস্কার। অ্যাকশন, সামাজিক বার্তা আর দুর্দান্ত অভিনয়ের মিশেলে তৈরি এই ছবিটি বছরজুড়ে দর্শকদের মুগ্ধ করেছিল। আর এবার সেই কাজেরই স্বীকৃতি মিলল সরকারি মঞ্চে। শাহরুখ (Shahrukh Khan) ভক্তদের কাছে এ এক ঐতিহাসিক মুহূর্ত। একদিকে প্রায় তিন দশকের ক্যারিয়ার, অন্যদিকে এই প্রথমবার জাতীয় পুরস্কার— সব মিলিয়ে ২০২৩ সাল নিঃসন্দেহে কিং খানের জীবনে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অবশেষে জাতীয় পুরস্কার শাহরুখ খানের হাতে, পূরণ হল বহুদিনের এক অপূর্ণতা

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রেম, অ্যাকশন, কমেডি থেকে শুরু করে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর নাম আজ কিংবদন্তির সমান। একের পর এক ব্লকবাস্টার, কোটি কোটি অনুরাগী, বিদেশি মঞ্চে একাধিক সম্মান— সবই পেয়েছেন তিনি। তবুও একটা জায়গায় যেন অপূর্ণতা থেকেই গিয়েছিল। দেশের অন্যতম গর্বের সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Award)— সেটা কখনও হাতে ওঠেনি কিং খানের। এবার সেই ফাঁকা জায়গাটাও পূর্ণ হল। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের জন্য শাহরুখ খানের হাতে উঠল এই সম্মান। যেন তাঁর দীর্ঘ অভিনয়জীবনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক জুড়ে গেল আরও এক সোনালি পালক। চিত্রজগতে তাঁর মতো সুপারস্টারকে এতদিন জাতীয় পুরস্কার না পাওয়া নিয়ে অনেকে বিস্মিত ছিলেন। এবার অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, আর এই পুরস্কার কিং খানের অনুরাগীদের কাছেও এক আবেগের মুহূর্ত হয়ে থাকল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
Shahrukh Khan
Shahrukh Khan

কামব্যাকেই বাজিমাত, জাতীয় পুরস্কারে সিলমোহর কিং খানের জয়রথে

কেরিয়ারে একটা সময় এসেছিল, যখন পরপর কিছু ছবির ব্যর্থতা আর দীর্ঘ বিরতির কারণে শাহরুখ খান যেন একটু আড়ালে চলে গিয়েছিলেন। নিন্দুকেরা তখন বলতে শুরু করেছিল— “শাহরুখের সময় বুঝি ফুরিয়ে গেল!” কেউ কেউ তো অবসর নেওয়ার পরামর্শও দিয়ে ফেলেছিলেন। কিন্তু যিনি সত্যিকারের ‘কিং খান’, তিনি কি আর এত সহজে হার মানেন? তিনি ফিরে এলেন, আর তাও এমন এক কামব্যাক নিয়ে যে গোটা ইন্ডাস্ট্রি তাকিয়ে রইল চমকে। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’— একের পর এক ছবিতে দুর্দান্ত পারফরম্যান্স ও ব্লকবাস্টার সাফল্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, তিনিই সেই সুপারস্টার যাঁর নামেই হলে ভিড় জমে, বক্স অফিস কাঁপে। আর এবার সেই ফিরে আসার সাফল্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সিলমোহর পড়ল। ‘জওয়ান’ ছবির জন্য জীবনের প্রথম জাতীয় পুরস্কার জিতে নিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। এই পুরস্কার শুধু একটা সম্মান নয়, এটা তাঁর সেই জেদ, পরিশ্রম আর অদম্য মানসিকতার স্বীকৃতি, যা দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন— “কিং ইজ ব্যাক!”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

‘জওয়ান’-এ দুর্দান্ত পারফরম্যান্স, অবশেষে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার কিং খানের হাতে

‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের (Shahrukh Khan) অভিনয় যেন একের পর এক চমক। কখনও সেনা কর্মকর্তা, কখনও সাধারণ মানুষ— নানা লুকে তিনি যেন নিজেকেই ছাড়িয়ে গিয়েছেন। বাবা-ছেলের দ্বৈত চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে পরতে পরতে। আর সেই পারফরম্যান্সের স্বীকৃতিতেই এবার সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠল কিং খানের হাতে। বহু বছর ধরেই এই সম্মান তাঁর ঝুলিতে ছিল না, একাধিকবার নিজেও সে কথা অকপটে স্বীকার করেছিলেন। এবার সেই অপূর্ণতা মিটে গেল, পূর্ণ হল বহু প্রতীক্ষিত ইচ্ছা।

তবে শুধু শাহরুখ নন, এবারের জাতীয় পুরস্কারের মঞ্চে আরও অনেক তারকা জয় ছিনিয়ে নিয়েছেন—
🌟 বিক্রান্ত মাসেটুয়েলভথ ফেল’ ছবির জন্য পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার (যৌথভাবে)।
🌟 রানি মুখার্জী, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে হৃদয়ছোঁয়া অভিনয়ের জন্য জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
🌟 সুদীপ্ত সেন, ‘দ্য কেরালা স্টোরি’-র জন্য পেয়েছেন সেরা পরিচালকের সম্মান।
🌟 রকি অউর রানি কি প্রেম কাহিনিস্যাম বাহাদুর-ও জিতেছে গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার।
🌟 বাংলা সিনেমার ক্ষেত্রেও খুশির খবর— সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে ‘ডিপ ফ্রিজ’

সব মিলিয়ে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয়ে উঠল তারকাখচিত, প্রতিভা ও পরিশ্রমে ভরপুর এক গৌরবের মঞ্চ। আর শাহরুখ খানের জয় যেন এই পুরস্কারের ইতিহাসে জুড়ে দিল আরও এক স্মরণীয় অধ্যায়।

অবশ্যই দেখবেন: ভোগান্তির অবসান! এবার নির্দিষ্ট ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম, বড় পরিবর্তন শিয়ালদহে

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More