SSC Supreme Verdict: হাইকোর্টের রায় বহাল, সুপ্রিম কোর্টের নির্দেশে SSC-র ২৬,০০০ নিয়োগ বাতিল!

SSC Supreme Verdict: আজ, বৃহস্পতিবার, বহু প্রতীক্ষিত SSC নিয়োগ মামলা সংক্রান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ২৬ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী এই রায়ের দিকে তাকিয়ে ছিলেন দীর্ঘদিন ধরে। প্রসঙ্গত, ২০১৬ সালের প্যানেলভুক্ত নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল। সেই রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়ে বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়। অবশেষে ...

Updated on:

SSC Recruitment Scam

SSC Supreme Verdict: আজ, বৃহস্পতিবার, বহু প্রতীক্ষিত SSC নিয়োগ মামলা সংক্রান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ২৬ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী এই রায়ের দিকে তাকিয়ে ছিলেন দীর্ঘদিন ধরে।

প্রসঙ্গত, ২০১৬ সালের প্যানেলভুক্ত নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল। সেই রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়ে বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়। অবশেষে সুপ্রিম কোর্টের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত। অর্থাৎ, ২০১৬ সালের SSC নিয়োগ প্যানেল বাতিলই থাকছে

এই রায়ের ফলে রাজ্যের অসংখ্য প্রার্থী, চাকরিপ্রার্থী ও শিক্ষার্থী মহল হতাশ হলেও, আইনি দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ধরা হচ্ছে। SSC নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে চলমান বিতর্কের অবসান ঘটলেও, নতুন নিয়োগ কীভাবে হবে, তা নিয়ে এখন উৎকণ্ঠা তৈরি হয়েছে।

নতুন আপডেট ও SSC সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের পেজে নজর রাখুন।

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon