কলকাতা: সম্প্রতি উচ্চ শিক্ষায় ভর্তির জন্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু করেছে। আর এই পোর্টালের মাধ্যমেই আমাদের রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির (Higher Education Admission) আবেদন করা যাচ্ছে। চলতি বছর ২০২৫ এর গত ১৭ জুন থেকে চালু হয়ে গিয়েছে এই ভর্তি প্রক্রিয়া। এবারে ফের আরও একবার উচ্চশিক্ষা দফতর স্নাতকে অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদন করার সময়সীমা আগামী ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল।
কত আসন রয়েছে বর্তমানে
চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী পাশ করেছে মোট ৪ লাখ ৩০ হাজার ২৮৬ জন। কিন্তু যেখানে গত বছর সেই সংখ্যাটি ছিল ৬ লাখ ৭৯ হাজার ৭৮৪ জন। এদিকে আমাদের রাজ্যে বর্তমানে ৪৭৭ টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোট ৯ লাখ ৪৮ হাজার ৭৩৭ আসন রয়েছে। যার ফলে এখনও বিপুল সংখ্যক কলেজ বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে। তার উপর রাজ্যে উচ্চশিক্ষায় ভর্তি (Higher Education Admission) ও নিয়োগের ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণির OBC সংরক্ষণ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় সময়সীমা বৃদ্ধি করে চলেছে উচ্চশিক্ষা দফতর।
কতদিন পর্যন্ত বাড়ানো হল সময়সীমা?
প্রথমে এই উচ্চ শিক্ষায় ভর্তির (Higher Education Admission) জন্য সময়সীমা ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত স্থির করা হয়েছিল। পরে আবার সেই সময়সীমা ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে সকল পরিস্থিতি বিচার বিবেচনা করে রাজ্যে উচ্চশিক্ষায় ভর্তি ও নিয়োগের সময়সীমা আরও ৫ দিন বাড়াতে চলেছে। জানা গিয়েছে আগামী সোমবার, ২৮ জুলাই সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণি অর্থাৎ OBC সংরক্ষণ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তাই এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা দফতর স্নাতকে অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদনের দিনক্ষণ ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, মাত্র ৮০০০ মতো নাম নথিভুক্ত হয়েছে এই রাজ্যের কলেজগুলিতে। এরপর ১৪ জুলাই সন্ধ্যা পর্যন্ত ৩ লাখ ৪৮ হাজার ২৯৪ জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। উচ্চশিক্ষা আধিকারিকদের একাংশদের দাবি, সুপ্রিম কোর্টে OBC মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ার কারণেই রাজ্য সরকার ভর্তি প্রক্রিয়ার দিন বাড়াতে বাধ্য হয়েছে। তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের OBC তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে।
অবশ্যই দেখবেন: ভ্রমণের আগে সাবধান! শিয়ালদা ডিভিশনে ২ দিন বন্ধ থাকবে এইসব ট্রেন, রইল সম্পূর্ণ তালিকা
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |