টলিউড পেরিয়ে এবার বলিউড! খলনায়ক রূপে কামব্যাক সুমিত গঙ্গোপাধ্যায়ের?

কলকাতা, ১৫ই মে, ২০২৫: টলিউডের বহু প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী বর্তমানে নিজেদের কর্মক্ষেত্রকে বলিউডে প্রসারিত করছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা ইতিমধ্যেই হিন্দি চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিজেদের ছাপ ফেলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন টলিউডের এক সময়ের একচেটিয়া খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায় (Sumit Ganguly)। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর বৈচিত্র্যময় ...

Published on:

Sumit Ganguly

কলকাতা, ১৫ই মে, ২০২৫: টলিউডের বহু প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী বর্তমানে নিজেদের কর্মক্ষেত্রকে বলিউডে প্রসারিত করছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা ইতিমধ্যেই হিন্দি চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিজেদের ছাপ ফেলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন টলিউডের এক সময়ের একচেটিয়া খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায় (Sumit Ganguly)। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর বৈচিত্র্যময় অভিনয়শৈলী নিয়ে তিনি পা রাখতে চলেছেন বলিউডের মাটিতে, যা তাঁর অনুরাগীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টলিউডের ‘ভিলেন’ পরিচিতি ও ১৭ বছরের পথচলা:

সুমিত গঙ্গোপাধ্যায়(Sumit Ganguly), এক সময়ে টলিউডের বাণিজ্যিক ছবিতে খলনায়ক হিসেবে ছিলেন অবিসংবাদী। তাঁর বলিষ্ঠ শারীরিক গঠন, তীক্ষ্ণ চাহনি এবং সংলাপ বলার বিশেষ ভঙ্গি তাঁকে দর্শকদের কাছে একজন আইকনিক ভিলেন হিসেবে পরিচিতি দিয়েছিল। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ১৭ বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি। যদিও মাঝে কমার্শিয়াল ছবির সংখ্যা কমে যাওয়ায় এবং টাইপকাস্ট হয়ে যাওয়ার কারণে তাঁর কাজ কিছুটা কমে গিয়েছিল, কিন্তু অভিনয়ের প্রতি তাঁর দায়বদ্ধতা কখনও কমেনি। সুমিত বরাবরই খলনায়কের চরিত্রের বাঁধাধরা গণ্ডি থেকে বেরিয়ে এসে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

‘খাদান’ থেকে ‘মন মানে না’: বৈচিত্র্যের সন্ধানে সুমিত:

সম্প্রতি রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘খাদান’ ছবিতে সুমিত গঙ্গোপাধ্যায়ের (Sumit Ganguly)অভিনয় দর্শকদের মন জয় করেছে। এই ছবির মাধ্যমে তিনি আবারও বড়পর্দায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন। বর্তমানে তিনি রাহুল মুখোপাধ্যায়েরই আরও একটি ছবি ‘মন মানে না’-তে অভিনয় করছেন। এই ছবিতে তাঁকে একটি মজার, কৌতুক চরিত্রে দেখা যাবে, যা তাঁর চিরাচরিত খলনায়ক ইমেজের বাইরে। এই ছবিতে তিনি প্রখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। এর আগে সুমিত শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গেই ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। বৈচিত্র্যপূর্ণ চরিত্রগুলো করার সুযোগ পেয়ে সুমিত এখন বেশ খুশি, যা তাঁর দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাতে সাহায্য করছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রথম হিন্দি ছবিতে খলনায়ক রূপেই প্রত্যাবর্তন:

এক একান্ত সাক্ষাৎকারে সুমিত গঙ্গোপাধ্যায় নিজেই তাঁর বলিউড অভিষেকের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই একটি হিন্দি ছবিতে কাজ শুরু করতে চলেছেন। বলিউডের এই প্রথম ছবিতেও তিনি খলনায়কের চরিত্রেই অভিনয় করছেন, যা তাঁর টলিউডের পরিচিতিকেই যেন আরও একবার সামনে আনছে।

ছবিটির গল্প কলকাতার প্রেক্ষাপটে হওয়ায় শুটিং হবে মুম্বই এবং কলকাতা জুড়ে। সুমিত গঙ্গোপাধ্যায় (Sumit Ganguly) জানিয়েছেন, এই ছবিতে বলিউডের বেশ কিছু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন, তবে আপাতত এর বেশি তথ্য প্রকাশ করা বারণ। এই সুযোগকে তিনি নিজের অভিনয় জীবনের এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। টলিউডে নিজের যোগ্যতা প্রমাণ করার পর বলিউডে তাঁর এই নতুন চ্যালেঞ্জ তিনি কীভাবে মোকাবেলা করেন, সেটাই এখন দেখার বিষয়। নিঃসন্দেহে সুমিত গঙ্গোপাধ্যায়ের বলিউড যাত্রা বাংলা এবং হিন্দি, দুই চলচ্চিত্র শিল্পের দর্শকদের কাছেই এক দারুণ খবর।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।       

অবশ্যই দেখবেন: দিঘার জগন্নাথ মন্দিরের ছবি ও প্রসাদ পৌঁছাবে আপনার বাড়িতেও! মমতার চমকে দেওয়া ঘোষণা