৫১ দিন স্কুল ছুটি! ইতিহাসে সবচেয়ে বড় গরমের ছুটি ঘোষণা, পড়ুয়াদের খুশির হুল্লোড়

Summer Vacation: আমাদের গ্রীষ্ম প্রধান দেশে এবছর অত্যাধিক গরমে মানুষ হাঁসফাঁস করছে। সঙ্গে স্কুল পড়ুয়া বাচ্চাদের আরও বেশি কষ্ট। তাই তাদের ও তাদের অভিভাবকদের স্বস্তি দিতে বেশ কয়েকটি রাজ্য দীর্ঘ ৫১ দিন ব্যাপী ছুটি (Summer Vacation) ঘোষণা করেছে। ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা এতটাই বেড়ে ...

Updated on:

Summer Vacation

Summer Vacation: আমাদের গ্রীষ্ম প্রধান দেশে এবছর অত্যাধিক গরমে মানুষ হাঁসফাঁস করছে। সঙ্গে স্কুল পড়ুয়া বাচ্চাদের আরও বেশি কষ্ট। তাই তাদের ও তাদের অভিভাবকদের স্বস্তি দিতে বেশ কয়েকটি রাজ্য দীর্ঘ ৫১ দিন ব্যাপী ছুটি (Summer Vacation) ঘোষণা করেছে। ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে মানুষের প্রাণান্তকর অবস্থা হয়ে উঠেছে।

গরম সহ্য করতে না পেরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। স্কুল পড়ুয়া বাচ্চাদেরও একই অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। দেশের ক্রমবর্ধমান তাপমাত্রার কথা মাথায় রেখে বিভিন্ন রাজ্যের শিক্ষা বিভাগ গুলি দীর্ঘকালীন ব্যাপী ছুটির ঘোষণা করে। এই ঘোষণায় যেমন হাসি ফুটেছে ছাত্রছাত্রীদের মুখে, তেমনই স্বস্তি পেয়েছেন অভিভাবকরাও।

কোন কোন রাজ্যে ৫১ দিন ছুটি (Summer Vacation) থাকবে স্কুল

এবছর পাওয়া যাবে স্কুলের গ্রীষ্মকালীন সবচেয়ে দীর্ঘ ৫১ দিন ব্যাপী ছুটি। দেশের বেশ কয়েকটি রাজ্য এই ৫১ দিনের ছুটির পথে হাঁটছে। সে রাজ্যগুলি হল তেলেঙ্গানা, হরিয়ানা, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি প্রভৃতি। উত্তরপ্রদেশে ১৫ মে, রাজস্থানে ১৩ মে, দিল্লিতে ১৪ মে, হরিয়ানা ও ঝাড়খন্ডে ১৯ মে, এবং তেলেঙ্গানায় ১৯ মে স্কুলগুলিতে ছুটি পড়বে। খুলবে জুলাই মাসে।

তবে দেশের অন্যান্য রাজ্যগুলি ভিন্ন নিয়ম মেনে ছুটি দিতে পারে। আমাদের রাজ্যে ছুটি শুরু হচ্ছে ৩০ এপ্রিল থেকে। অত্যধিক গরমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতবছরে এই রাজ্যের পড়ুয়ারা প্রায় দুই মাস গ্রীষ্মকালীন ছুটি পেয়েছিল। এ বছর গরম কেমন থাকবে তার উপর নির্ভর করে ছুটি বৃদ্ধি করা হতে পারে। নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।

অবশ্যই দেখবেন: পাকিস্তানের জল বন্ধ! এবার কি চাষের জলও পাবে না? মোদির জবাবে জল সঙ্কটে নাকানি-চোবানি পাকিস্তান

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon