Tata Group: সিঙ্গুর ইস্যুতে ফের বিপদে রাজ্য সরকার। সালিশি আদালতের বিচারকের বিরুদ্ধে রাজ্য সরকারের আনা অভিযোগে কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রাখল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আরবিট্রেটরের রায় মেনে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল— টাটা গোষ্ঠীকে ৭৬৫ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। রায় ঘোষণার পরই রাজনৈতিক মহলে চাপে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
সালিশি আদালতের রায়
২০২৩ সালের ৩০ অক্টোবর সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা (Tata Group) না-হওয়ার জন্য রাজ্য সরকারকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় তিন সদস্যের সালিশি আদালত। রায়ে আরও উল্লেখ করা হয়— ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ অর্থ ফেরত না হওয়া পর্যন্ত প্রতি বছর ১১% হারে সুদও দিতে হবে। এই রায়ের পর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বিবৃতি জারি করে টাটা গোষ্ঠী (Tata Group)।
রাজ্যের অভিযোগ
এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রাজ্য সরকার হাইকোর্টে যায়। রাজ্যের দাবি— সালিশি আদালতের সভাপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস সিরপুরকরের সঙ্গে টাটা মোটরসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি মামলার শুনানির সময়ও তিনি টাটা গ্রুপের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে অভিযোগ। রাজ্যের মতে, এই সম্পর্কের জেরেই রায় টাটাদের পক্ষে গেছে।
হাইকোর্টের রায়
গত ১৯ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় রাজ্যের আবেদন খারিজ করে দেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয়— রাজ্যের অভিযোগের কোনও আইনি ভিত্তি নেই এবং সালিশি আদালতের রায় বহাল থাকবে।
হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য
হাইকোর্টের রায় মানতে না পেরে সিঙ্গুর মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি পিএস নরসিংহ ও বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চে। তবে এখানেও ভাগ্য সহায় হয়নি— শীর্ষ আদালত হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে এবং রাজ্যের মামলা খারিজ করে দেয়।
টাটাদের দিতে হবে মোটা ক্ষতিপূরণ
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়— ট্রাইব্যুনালের নির্দেশমতো টাটা গোষ্ঠীকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি জানানো হয়, ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি হবে হাইকোর্টে। আগামী ১২ অগস্ট বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে সেই শুনানি নির্ধারিত হয়েছে।
সিঙ্গুর প্রকল্পের পটভূমি
২০০৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে টাটা (Tata Group) ন্যানো গাড়ি কারখানা স্থাপনের ঘোষণা করেন। প্রকল্পের জন্য ১০০০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বিরোধী দল তৃণমূল কংগ্রেসের তীব্র আন্দোলনের জেরে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি। সেই সময় থেকে শুরু হওয়া আইনি লড়াই আজও আদালতের পরিসরেই সীমাবদ্ধ।
অবশ্যই দেখবেন: রাখি পূর্ণিমায় মা লক্ষ্মীর আশীর্বাদে ধন-দৌলতে ভরে উঠবে ৫ রাশির জীবন! আজকের রাশিফল, ৯ আগস্ট
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |