OBC Case: ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশে আপাতত রাশ টানল দেশের শীর্ষ আদালত। প্রশ্ন তুলল— রাজ্য সরকারের প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করার অধিকার হাইকোর্টের কতটা? শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে, মামলাটি আবারও কলকাতা হাইকোর্টে ফিরে যাবে। তবে, আগের বেঞ্চে নয়— হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে নতুন একটি বেঞ্চ গঠন করতে।
কারণ, সুপ্রিম কোর্টের মতে, আগের বেঞ্চের পর্যবেক্ষণে কিছু সমস্যা রয়েছে। এক্ষেত্রে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বদলের সুপারিশও করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, মামলাটি ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার কথাও বলা হয়েছে।
এই রায়ে সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দিল, রাজ্য সরকারের ওবিসি সংক্রান্ত (OBC Case) সিদ্ধান্ত হঠাৎ করে বাতিল করা যাবে না। এখন নতুন করে হাইকোর্টে শুনানির অপেক্ষা। তবে একথা স্পষ্ট— সুপ্রিম কোর্ট চায়, দ্রুত এই বিতর্কের নিষ্পত্তি হোক এবং নিরপেক্ষভাবে হাইকোর্ট বিষয়টি বিবেচনা করুক।
শুনানিতে কী সিদ্ধান্ত নেওয়া হল?
এদিনের শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। তিনি সুপ্রিম কোর্টে স্পষ্ট জানান, কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের জেরে বহু মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা দরকার। দু’পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কোনও প্রশাসনিক সিদ্ধান্তের উপরে এভাবে সরাসরি স্থগিতাদেশ দেওয়া যায় না। সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে আলাদা করে আইন প্রণয়নের দরকার নেই— এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন অর্থাৎ প্রশাসনিক নির্দেশই যথেষ্ট।
ফলে, ওবিসি ইস্যুতে (OBC Case) এই মুহূর্তে কিছুটা স্বস্তিতে রাজ্য সরকার। কারণ, এর আগে জুন মাসে রাজ্যের তৈরি করা নতুন ওবিসি তালিকার উপর স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের নির্দেশের জেরে রাজ্যজুড়ে ছাত্রছাত্রীদের ভর্তি থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ে।
অবশ্যই দেখবেন: মহাদেবের আশীর্বাদে জীবন বদলে যাবে এই ৪ রাশির! আজকের রাশিফল, ২৮ জুলাই
সেই কারণেই ২৪ জুলাই সুপ্রিম কোর্টে মামলাটি মেনশন করে দ্রুত শুনানির অনুরোধ জানান কপিল সিব্বল। শেষমেশ প্রধান বিচারপতির এজলাসে শুনানি হয় এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, মামলাটি হাইকোর্টেই ফিরে যাবে, তবে নতুন বেঞ্চ গঠনের পর। এই রায়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্য সরকার। এখন নজর কলকাতা হাইকোর্টে নতুন বেঞ্চ কী রায় দেয়, সেদিকেই।
অবশ্যই দেখবেন: সেপ্টেম্বরে হচ্ছে বছরের প্রথম এবং শেষ চন্দ্রগ্রহণ! জেনে নিন কোথায় কখন দৃশ্যমান হবে এই গ্রহণ!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |