ভয়াবহ শক্তি ঘূর্ণিঝড়! মে মাসের শেষে কোথায় আছড়ে পড়বে? জেনে নিন সময় ও সম্ভাব্য স্থান

মে মাসের গরমে যখন শহর জ্বলছে, তখন হঠাৎ করেই বাতাসে অস্বস্তি বেড়ে গেছে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা কলকাতা ও উপকূলের মানুষ এখন যেন অপেক্ষা করছে কিছু অজানা ঘটনার। সন্ধ্যার আকাশে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকানো, দক্ষিণ হাওয়ার গতি বেড়ে যাওয়া, এমনকি পাখিদের আচরণেও এক অস্বাভাবিকতা লক্ষ করা যাচ্ছে। বহু অভিজ্ঞ মানুষ ...

Updated on:

ভয়াবহ শক্তি ঘূর্ণিঝড়! মে মাসের শেষে কোথায় আছড়ে পড়বে? জেনে নিন সময় ও সম্ভাব্য স্থান

মে মাসের গরমে যখন শহর জ্বলছে, তখন হঠাৎ করেই বাতাসে অস্বস্তি বেড়ে গেছে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা কলকাতা ও উপকূলের মানুষ এখন যেন অপেক্ষা করছে কিছু অজানা ঘটনার। সন্ধ্যার আকাশে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকানো, দক্ষিণ হাওয়ার গতি বেড়ে যাওয়া, এমনকি পাখিদের আচরণেও এক অস্বাভাবিকতা লক্ষ করা যাচ্ছে। বহু অভিজ্ঞ মানুষ বলছেন, “এই রকম পরিবেশ আমরা অনেকবার দেখেছি ঝড় আসার আগে।”

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ঘূর্ণিঝড় আতঙ্কের খবর (Cyclone Rumours on Social Media)

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ‘শক্তি’ (Cyclone Shakti) নামের ঘূর্ণিঝড় সম্পর্কে নানা দাবি। কেউ বলছেন, এটি নাকি সুপার সাইক্লোন হবে, কেউ আবার বলছেন, সমুদ্র উপকূলে ল্যান্ডফলের পর ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে। যদিও আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু বলেনি, তবুও মানুষের মনে প্রশ্ন—আসলে কী ঘটতে চলেছে? আতঙ্ক না হয়ে প্রস্তুতি নিলে উপকার হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Read More: কয়েক ঘণ্টার মধ্যেই ৫ জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে মিলবে স্বস্তি?

উপগ্রহ চিত্রে ঘূর্ণিঝড় শক্তির গতিপথ স্পষ্ট (Satellite Tracking of Cyclone Shakti)

আবহাওয়া দপ্তরের সূত্র জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘শক্তি’ (Shakti)। এটি ওড়িশার (Odisha) ভদ্রক (Bhadrak) উপকূল বরাবর এগোচ্ছে বলে জানানো হয়েছে। এখনই নিশ্চিত করে কিছু বলা না গেলেও অনুমান করা হচ্ছে, এটি উত্তর-পূর্ব দিকে বাঁক নিতে পারে এবং বাংলাদেশের (Bangladesh) উপকূল ঘেঁষে ল্যান্ডফল করতে পারে। তবে সঠিক সময় ও স্থান এখনও নির্ধারিত হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন রাজ্যগুলিতে ঘূর্ণিঝড় সতর্কতা জারি হয়েছে? (Cyclone Warning for States)

ওড়িশা (Odisha), পশ্চিমবঙ্গ (West Bengal), বিহার (Bihar), ঝাড়খণ্ড (Jharkhand) এবং বাংলাদেশের (Bangladesh) উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সতর্কতা বলছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত (Heavy Rainfall) ও ঝোড়ো হাওয়া (Strong Winds) বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

Read More: হলুদ লাইন পেরোলেই বিপদ! আজ পর্যন্ত কতজনকে দিতে হল জরিমানা, জানুন বিস্তারিত

কবে ও কোথায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় শক্তি? (Cyclone Shakti Landfall Time and Location)

আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘শক্তি’ ঘূর্ণিঝড়টি ৯০ কিমি প্রতি ঘণ্টা বেগে বাংলাদেশের মংলা (Mongla) এবং ক্ষেপুপাড়া (Khepupara) এলাকার মাঝামাঝি অঞ্চল দিয়ে ল্যান্ডফল (Landfall) করতে পারে। ওড়িশা উপকূল ছুঁয়ে এটি ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হবে। মে মাসের শেষের দিকে ল্যান্ডফল (Landfall in May End) হওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া বিশেষজ্ঞরা নজর রাখছেন পরিস্থিতির উপর। জনগণকে সতর্কতা অবলম্বন করতে এবং সরকারি নির্দেশিকা মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে।

Read More: নিম্নচাপের হুঙ্কারে কাঁপছে দক্ষিণবঙ্গ! কোথায় হবে ঝড়-বৃষ্টি? আজকের বিস্তারিত আবহাওয়া