NSC স্কিম : মাত্র একবার বিনিয়োগ, ৫ বছরে সুদসহ বড়ো রিটার্ন! জানুন পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিম সম্পর্কে

আজকের দিনে জীবনযাত্রার খরচ ক্রমাগত বেড়েই চলেছে। মধ্যবিত্ত পরিবার হোক বা নিম্নবিত্ত শ্রেণি—প্রতিটি মানুষই ভাবছেন ভবিষ্যতের কথা। সন্তানদের পড়াশোনা, বাড়ির সংস্কার, বা অবসর জীবনের নিশ্চয়তা—সবকিছুর জন্যই দরকার একটি সঠিক পরিকল্পনা। অথচ বাজারের ওঠানামা দেখে বিনিয়োগে ঝুঁকি নিতে চান না অনেকেই। ঠিক সেই জায়গা থেকেই শুরু হয় নিরাপদ ও লাভজনক স্কিম ...

Updated on:

NSC স্কিম : মাত্র একবার বিনিয়োগ, ৫ বছরে সুদসহ বড়ো রিটার্ন! জানুন পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিম সম্পর্কে

আজকের দিনে জীবনযাত্রার খরচ ক্রমাগত বেড়েই চলেছে। মধ্যবিত্ত পরিবার হোক বা নিম্নবিত্ত শ্রেণি—প্রতিটি মানুষই ভাবছেন ভবিষ্যতের কথা। সন্তানদের পড়াশোনা, বাড়ির সংস্কার, বা অবসর জীবনের নিশ্চয়তা—সবকিছুর জন্যই দরকার একটি সঠিক পরিকল্পনা। অথচ বাজারের ওঠানামা দেখে বিনিয়োগে ঝুঁকি নিতে চান না অনেকেই। ঠিক সেই জায়গা থেকেই শুরু হয় নিরাপদ ও লাভজনক স্কিম খোঁজার যাত্রা।

সরকারি সুরক্ষা, স্থির লাভ—মানুষের আস্থা বাড়াচ্ছে পোস্ট অফিস স্কিম (Government Secured Investment NSC স্কিম)

বেসরকারি কোম্পানি বা শেয়ার বাজারের তুলনায়, বহু মানুষ আজও বেশি ভরসা রাখেন পোস্ট অফিস বা ব্যাংকের স্কিমের ওপর। কারণ, এখানে ঝুঁকি কম, এবং সরকারের নজরদারিতে থাকে সম্পূর্ণ সিস্টেম। এমনই এক স্কিম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)। কিন্তু এই স্কিমে বিনিয়োগের মাধ্যমে কীভাবে নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলা যায়, সে বিষয়ে এখনও অনেকের পূর্ণ ধারণা নেই। তাই সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া এখন অত্যন্ত জরুরি।

Read More: Post Office Scheme: দৈনিক ১০০ টাকা বিনিয়োগে মেয়াদপূর্তিতে মিলবে দ’লক্ষ টাকা! পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জানুন বিস্তারিত 

কী এই NSC স্কিম? (What is NSC Scheme?)

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC (National Savings Certificate) হল একটি ফিক্সড ইনকাম স্কিম (Fixed Income Scheme), যা ভারতীয় ডাকবিভাগ পরিচালিত একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প। এটি পাঁচ বছরের জন্য একটি সুরক্ষিত বিনিয়োগ পরিকল্পনা, যার সুদের হার কেন্দ্রীয় সরকার দ্বারা নির্ধারিত হয়। বর্তমানে এই স্কিমে সুদের হার ৭.৭% (Interest Rate 7.7%) যা ত্রৈমাসিক ভিত্তিতে নির্ধারিত হয় এবং ম্যাচিউরিটির সময় মুনাফাসহ প্রদান করা হয়।

কারা বিনিয়োগ করতে পারবেন এই NSC স্কিমে? (Eligibility for NSC Investment)

এই স্কিমে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই বিনিয়োগ করতে পারবেন। একজন প্রাপ্তবয়স্ক, যৌথ অ্যাকাউন্টধারী, অথবা অভিভাবকের তত্ত্বাবধানে কোনো নাবালকও এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। NSC (NSC Account) স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা, তারপরে ১০০ টাকার গুণে টাকা জমা দেওয়া যায়, এবং এর কোনও সর্বোচ্চ সীমা নেই। এটি একটি এককালীন বিনিয়োগের স্কিম, অর্থাৎ মাসে মাসে টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই।

Read More: LIC দিচ্ছে মহিলাদের জন্য ২ লক্ষ টাকার সুবিধা! আবেদন করলেই মিলবে টাকা

ট্যাক্স বেনিফিট সহ আরও কী সুবিধা রয়েছে? (Tax Benefits & Key Features of NSC স্কিম)

NSC স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইন ধারা ৮০সি (Income Tax Section 80C) অনুসারে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। সুদের টাকা পুনঃবিনিয়োগ হয় এবং পরবর্তী বছরে কর ছাড়ের যোগ্য হয়। এই স্কিমে প্রিম্যাচিউর উইথড্রয়াল (Premature Withdrawal) সাধারণত অনুমোদিত নয়, তবে মৃত্যুর ক্ষেত্রে বা আদালতের আদেশে বিশেষ ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়। বিনিয়োগ শেষে পুরো টাকাটা সুদসহ একসঙ্গে ফেরত পাওয়া যায়। এটি রিস্ক-ফ্রি এবং গ্যারান্টিড রিটার্ন-সহ এক অত্যন্ত আস্থাভাজন স্কিম, বিশেষত মধ্যবিত্ত শ্রেণির জন্য।

নিরাপদ, নিশ্চিত এবং ট্যাক্স-বেনিফিট যুক্ত এই NSC স্কিম (Post Office NSC Scheme) আজকের দিনে একটি আদর্শ বিনিয়োগ পরিকল্পনা হয়ে উঠতে পারে, বিশেষত যাঁরা কম ঝুঁকিতে সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। এই স্কিমে বিনিয়োগ করা মানে শুধুই সঞ্চয় নয়, বরং পরিবার ও ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি গড়ে তোলা।

Read More: সরকারি কর্মীদের ২৫% ডিএ মেটাতে ঋণের পথে নবান্ন, সুপ্রিম কোর্টের চাপে বড় পদক্ষেপ!

WhatsApp Icon