School Holiday: দুর্গাপুজোর আগে স্কুলে বড় ছুটি! ১৭ দিনের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

সেপ্টেম্বর শেষ হতে না হতেই চারদিকে শুরু হয়ে যায় উৎসবের আমেজ। আশ্বিন-কার্তিক মানেই দুর্গাপুজো, নবরাত্রি, দশেরা, দীপাবলি, ছটপুজো একে একে লাইন দিয়ে হাজির হয়। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের জন্য এই সময়টা সারা বছরের মধ্যে সবচেয়ে আনন্দের। কারণ একের পর এক দীর্ঘ স্কুল ছুটি (School Holiday) পাওয়া যায়। পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, আত্মীয়দের ...

Updated on:

School Holiday

সেপ্টেম্বর শেষ হতে না হতেই চারদিকে শুরু হয়ে যায় উৎসবের আমেজ। আশ্বিন-কার্তিক মানেই দুর্গাপুজো, নবরাত্রি, দশেরা, দীপাবলি, ছটপুজো একে একে লাইন দিয়ে হাজির হয়। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের জন্য এই সময়টা সারা বছরের মধ্যে সবচেয়ে আনন্দের। কারণ একের পর এক দীর্ঘ স্কুল ছুটি (School Holiday) পাওয়া যায়। পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, আত্মীয়দের সঙ্গে দেখা করা কিংবা উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া— সবকিছুতেই ভরে ওঠে এই সময়।

নবরাত্রি থেকে শুরু স্কুল ছুটি (School Holiday)

এবার নবরাত্রি শুরু হচ্ছে ২২শে সেপ্টেম্বর। সেই থেকেই আসলে শুরু হয়ে যাচ্ছে একের পর এক স্কুল ছুটি (School Holiday)। বিশেষ করে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে আগেভাগেই ঘোষণা করা হয়েছে দীর্ঘ ছুটির সূচি। কর্ণাটকে স্কুল বন্ধ থাকবে ২০শে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর পর্যন্ত। অর্থাৎ টানা প্রায় ১৭ দিনের ছুটি কাটিয়ে পড়ুয়ারা আবার ক্লাসে ফিরবে ৭ই অক্টোবর। তেলেঙ্গানায় স্কুল বন্ধ থাকবে ২১শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে ছুটি থাকবে ২৪শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত। এই দীর্ঘ ছুটির সুযোগে অনেক পরিবারই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে।

উত্তর ও পশ্চিম ভারতের স্কুল ছুটি (School Holiday)

মহারাষ্ট্রে সরকারি ভাবে দশেরা উপলক্ষে ছুটি ঘোষণা হয়েছে ২রা অক্টোবর। তবে অতিরিক্ত ছুটি এখনই দেওয়া হয়নি। উত্তরপ্রদেশে একই দিনে অর্থাৎ ২রা অক্টোবর ছুটি থাকবে গান্ধী জয়ন্তী ও বিজয়া দশমীর কারণে। যদিও রাজ্যভেদে ছুটির তারতম্য রয়েছে, তবে অক্টোবর মাস জুড়ে প্রায় প্রতিটি সপ্তাহেই পড়ুয়ারা ছুটির স্বাদ পাবে।

অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ স্কুল ছুটি (School Holiday)

অক্টোবরের ছুটির তালিকা সত্যিই বেশ লম্বা। ১লা অক্টোবর মহা নবমীর দিন স্কুল বন্ধ থাকবে। ২রা অক্টোবর বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী একসঙ্গে পড়ায় সেদিনও সারা দেশে স্কুল-কলেজ বন্ধ থাকবে। ৭ই অক্টোবর পালিত হবে মহর্ষি বাল্মীকি জয়ন্তী। এই দিনও ছুটি থাকবে স্কুলে। এরপর উৎসবের আমেজ শুরু হবে দীপাবলিকে ঘিরে। ১৮ই অক্টোবর ধনতেরাস, ২০শে অক্টোবর নারক চতুর্দশী, ২১শে অক্টোবর দীপাবলি, ২২শে অক্টোবর গোবর্ধন পূজা এবং ২৩শে অক্টোবর ভাই দুজ— প্রতিদিনই আলাদা উৎসব, আর প্রতিদিনই স্কুল বন্ধ। অক্টোবরের শেষদিকে আসছে ছটপুজো। ২৭ ও ২৮ অক্টোবর বিহার, ঝাড়খণ্ড এবং পূর্ব ভারতের বহু জায়গায় ছুটি থাকবে এই উৎসব উপলক্ষে। ফলে একের পর এক দিনে স্কুল ছুটি (School Holiday) থাকায় পড়ুয়াদের আনন্দের যেন সীমা নেই।

অবশ্যই দেখবেন: Rail Neer: আর ১৫ টাকা নয় — সস্তায় মিলবে ১ লিটার রেল নীর, রেলের নয়া নিয়ম

পরিবার ও শিশুদের পরিকল্পনা

উৎসবের মরসুমে এই ছুটিগুলি শুধু শিশুদেরই নয়, পরিবারের সবার জন্য আনন্দের। অভিভাবকেরা অনেকেই অফিস থেকে ছুটি নিয়ে সন্তানদের সঙ্গে সময় কাটাতে চান। কারও পরিকল্পনা আছে পুজোর মণ্ডপে ঘোরা, কারও আবার দূরে কোথাও বেড়াতে যাওয়া। বিশেষ করে এতদিনের ব্যস্ত পড়াশোনার রুটিন থেকে বেরিয়ে এসে এই ছুটিগুলি শিশুদের জন্য একেবারে স্বস্তির।

শিক্ষকদের দৃষ্টিতে স্কুল ছুটি (School Holiday)

শিক্ষকরাও মনে করেন, দীর্ঘ ছুটি মানে শুধু পড়াশোনা থেকে বিরতি নয়, পাশাপাশি নতুন উদ্যমে পড়াশোনায় ফেরার সুযোগও। অনেক সময়ই দেখা যায়, উৎসবের পর শিক্ষার্থীরা আরও মনোযোগ দিয়ে পড়াশোনায় মন বসায়। তবে একই সঙ্গে শিক্ষা দফতর বারবারই অভিভাবকদের অনুরোধ করে, ছুটি মানেই যেন পড়াশোনার সম্পূর্ণ অবসান না হয়। আনন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে অল্প হলেও নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে।

শেষ কথা

অক্টোবর মাস বলতে গেলে একেবারে উৎসবের মাস। নবরাত্রি থেকে শুরু হয়ে দীপাবলি, ছট— একের পর এক উৎসব পড়ুয়াদের মন ভরিয়ে দেয় আনন্দে। সঙ্গে মেলে টানা স্কুল ছুটি (School Holiday), যা তাদের জন্য বছরের সবচেয়ে প্রতীক্ষিত সময়। রাজ্যভেদে ছুটির তারতম্য থাকলেও, এ সময়টা প্রত্যেক শিশু ও পরিবারের কাছেই বিশেষ।

অবশ্যই দেখবেন: Mahalaya 2025: মহালয়ার সকাল মানেই মহিষাসুরমর্দিনী! এবার কোথায় ও কবে শোনা যাবে? না জানলে পস্তাতে হবে!

এই প্রতিবেদনে দেওয়া ছুটির তালিকা বিভিন্ন রাজ্য সরকারের শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি এবং সরকারি ক্যালেন্ডারের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। ভিন্ন ভিন্ন অঞ্চলে ছুটির তারিখে পরিবর্তন হতে পারে। তাই নির্দিষ্ট স্কুল বা অঞ্চলের ক্ষেত্রে সঠিক তথ্যের জন্য স্থানীয় শিক্ষা দফতর বা বিদ্যালয়ের বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

অবশ্যই দেখবেন: Trump H-1B Visa: ৮৮ লক্ষ না দিলে মার্কিন ভিসা বাতিল! ট্রাম্পের নিয়মে দিশেহারা হাজারো ভারতীয় IT কর্মী

১৭ দিনের ব্রেক ১৭ দিনের হলিডে 17-day school holiday 17-diner break 17-diner holiday biddyaloy bondho biddyaloy bondho date biddyaloy bondho khobor biddyaloy bondho list biddyaloy bondho samay biddyaloy chhuti 2025 biddyaloy chhuti janun biddyaloy chhuti sangbad Durga chhuti Durga chhuti Paschim Banga 2025 Durga holiday 2025 Durga holiday list Durga Pujo 2025 Durga Utsob 2025 Durgapujor age chhuti Durgapujor anondo Durgapujor chhuti Durgapujor chhuti rajyo sarkar Durgapujor schedule dussehra holiday 2025 Paschim Banga school chhuti school bondho details school bondho ghoshona school bondho information school bondho khobor school bondho samay school bondho schedule school bondho update school break 2025 school chhuti calendar school chhuti ghoshona school chhuti Paschim Banga school chhuti rashifol school holiday 2025 school holiday list School Holiday News school holiday Paschim Banga school holiday schedule school-e boro break school-e long holiday schoole boro chhuti schooler long chhuti shikkharthi chhuti shikkharthider chhuti shikkharthider jonno khobor shikkharthider jonno long chhuti দুর্গা উৎসব ২০২৫ দুর্গা ছুটি দুর্গা ছুটি পশ্চিমবঙ্গ ২০২৫ দুর্গা ছুটি রাজ্য সরকার দুর্গা হলিডে ২০২৫ দুর্গা হলিডে তালিকা দুর্গাপুজো ২০২৫ দুর্গাপুজোর আগে ছুটি দুর্গাপুজোর আনন্দ দুর্গাপুজোর ছুটি দুর্গাপুজোর সময়সূচি পশ্চিমবঙ্গ স্কুল ছুটি বিদ্যালয় ছুটি ২০২৫ বিদ্যালয় ছুটি জানুন বিদ্যালয় ছুটি সংবাদ বিদ্যালয় বন্ধ বিদ্যালয় বন্ধ তালিকা বিদ্যালয় বন্ধের খবর বিদ্যালয় বন্ধের ডেট বিদ্যালয় বন্ধের সময় শিক্ষার্থী ছুটি শিক্ষার্থীদের ছুটি শিক্ষার্থীদের জন্য খবর শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটি স্কুল ছুটি ক্যালেন্ডার স্কুল ছুটি ঘোষণা স্কুল ছুটি পশ্চিমবঙ্গ স্কুল ছুটি রাশিফল স্কুল বন্ধের আপডেট স্কুল বন্ধের খবর স্কুল বন্ধের ঘোষণা স্কুল বন্ধের তথ্য স্কুল বন্ধের বিস্তারিত স্কুল বন্ধের সময়সূচি স্কুল ব্রেক 2025 স্কুল হলিডে 2025 স্কুল হলিডে তালিকা স্কুল হলিডে নিউজ স্কুল হলিডে সিডিউল স্কুল হোলিডে পশ্চিমবঙ্গ স্কুলে দীর্ঘ হলিডে স্কুলে বড় ছুটি স্কুলে বড় ব্রেক স্কুলের দীর্ঘ ছুটি

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon