Weather Update: ৭ জেলায় আজ তুমুল বৃষ্টি! পুজোর শপিং কি তবে শনি-রবিতেই ভেস্তে যাবে?

Weather Update: সাধারণ মানুষ নাজেহাল টানা বৃষ্টির ফলে। বৃষ্টির এই খামখেয়ালি কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ছোট থেকে বড় সকল ব্যবসায়ীকেই । প্রায় সকলেই এখন ক্ষিপ্ত বৃষ্টির উপর। নিম্নচাপের বৃষ্টি দিন দুয়েক পর আবার কাল থেকে শুরু হবে বলেই জানা যাচ্ছে। ছত্রিশগড়ে এই মুহূর্তে নিম্নচাপ রয়েছে। মধ্য বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমী ...

Updated on:

Weather Update

Weather Update: সাধারণ মানুষ নাজেহাল টানা বৃষ্টির ফলে। বৃষ্টির এই খামখেয়ালি কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ছোট থেকে বড় সকল ব্যবসায়ীকেই । প্রায় সকলেই এখন ক্ষিপ্ত বৃষ্টির উপর। নিম্নচাপের বৃষ্টি দিন দুয়েক পর আবার কাল থেকে শুরু হবে বলেই জানা যাচ্ছে। ছত্রিশগড়ে এই মুহূর্তে নিম্নচাপ রয়েছে। মধ্য বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমী অক্ষরেখা, বাংলা থেকে দূরে ওড়িশার কলিঙ্গপত্তনম দিয়ে। পশ্চিমবঙ্গের উপকূলের অংশে এর প্রভাব পড়েছে। ফলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গে,আজ ও কাল । কতদিন চলবে এই বৃষ্টি? কোথায় কোথায় হবে? আর কত পরিমান হবে এই বৃষ্টির? জেনে নিন সম্পূর্ণ ভাবে

দুদিন ব্যাপী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে

আজ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া , হুগলী , কলকাতা, বীরভূম, পুরুলিয়া , ঝাড়গ্রাম , মুর্শিদাবাদ ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া , পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে, আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী।

তবে বলা যেতে পারে হালকা থেকে মাঝারি পরিমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার রয়েছে সব জেলাতেই। সেই সঙ্গে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে। এখনও পর্যন্ত হাওড়া ও হুগলি জেলায় বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই দুই জেলায় বৃষ্টিপাত হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার।

তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আজকে। আবহাওয়া পরিবর্তন হবে সোমবার থেকে। কমবে বৃষ্টির পরিমাণও। জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি থাকবে আর্দ্রতা জনিত।

উত্তরবঙ্গের আবহাওয়া কি রূপ?

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে শনিবার দুপুর পর্যন্ত। আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং সহ ওপারের সব জেলা গুলিতেই। ঝড়ো দমকা হাওয়া বইতে পারে, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে এই জেলাগুলিতে শনিবার বিকেল থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। এই দুই জেলাতে জলীয়বাষ্পর ফলে কিছুটা হলেও আদ্রতা জনিত অস্বস্তি থাকবেই।

অবশ্যই দেখবেন: SSC-র কড়া সিদ্ধান্ত! অযোগ্যদের নাম ফাঁস, চাকরি পরীক্ষায় বসতে পারবেন না কারা?

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon