Today’s Weather Update: আর কিছুক্ষণের অপেক্ষা! মিলবে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ভিজবে বাংলার ৯ জেলা! জানুন বিস্তারিত

Today’s Weather Update: বৈশাখ মাস শুরু হতে আর বেশি দেরি নেই। এদিকে চৈত্রের শেষের দিকে গরমের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। কোনো প্রয়োজনীয় কাজ ছাড়া বেলার দিকে ঘরের বাইরে বেরোচ্ছেন না কেউই। মাঝেমধ্যে দু এক পশলা বৃষ্টি হলেও তাতে স্বস্তি মিলছে না। তবে এবার বঙ্গ জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ...

Updated on:

Today's Weather Update

Today’s Weather Update: বৈশাখ মাস শুরু হতে আর বেশি দেরি নেই। এদিকে চৈত্রের শেষের দিকে গরমের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। কোনো প্রয়োজনীয় কাজ ছাড়া বেলার দিকে ঘরের বাইরে বেরোচ্ছেন না কেউই। মাঝেমধ্যে দু এক পশলা বৃষ্টি হলেও তাতে স্বস্তি মিলছে না। তবে এবার বঙ্গ জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের প্রতিবেদনে জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া (Today’s Weather Update)।

Today’s Weather Update: কেমন থাকবে আজ রাজধানীর আবহাওয়া (Kolkata Weather Update)

রাজধানীতে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বাড়বে বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। তবে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন লক্ষ করা যাবে না। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update):

আজ, দক্ষিণবঙ্গের ন’টি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সকল জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়।

Today's Weather Update
Today’s Weather Update

আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। ছয় জেলায় বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। সতর্কতা জারি করা হয়েছে বঙ্গের ছ’টি জেলায়। যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম।

বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি জারি থাকবে শনিবারও। শনিবারও দক্ষিণবঙ্গের ছয় জেলায় আগাম সতর্কতা জারি করা হয়েছে।পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছ’টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০- ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update):

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সকল জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকের পাঁচ জেলায় অধিক বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনে উত্তরবঙ্গে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে এরপর থেকে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: New Ration System: এই কার্ড না থাকলেই মিস করবেন ফ্রি রেশন! আপনার নাম কি রইল তালিকার বাইরে? কীভাবে করবেন আবেদন?

আজ, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামীকাল শুক্রবার থেকে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বেশি। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।

আরও পড়ুন: Smart Meter: ১০০ টাকার রিচার্জ এক ঘণ্টায় শেষ! স্মার্ট মিটার নিয়ে চলছে কোটি টাকার লুট?

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon